স্বরচিত কবিতা- “শীতের ছোঁয়া ” by @titash
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় সদস্য বন্ধুরা, কেমন আছেন সবাই । আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন যাবৎ শীতের তীব্রতা বেড়েই যাচ্ছে। আর শীতের সময় যারা অসুস্থ থাকে তারা আরো অসুস্থ হয়ে যায়। এই শীতের মাঝে অসুস্থতা নিয়েই চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট করতে। আজ রাজনৈতিক সংগঠন ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এই পরীক্ষাটি দিয়ে আসলাম। আর আজ কবিতা পোস্ট করব তা আগেই তৈরি করে রেখেছিলাম । আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতার পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি তেমন ভালো কবিতা লিখতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আমার আজকের স্বরচিত কবিতাটি হচ্ছে "শীতের ছোঁয়া" চলুন আমার লেখা স্বরচিত কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করি।
কবিতার মূলভাব :
কবি এই শীতে মনে করে কে যেন তাকে ডেকে যায়। শীতের ঠান্ডা আবহাওয়া, শীতের রুক্ষতা মনকে বিষন্ন করে তোলে। এমন সময় কবি কাউকে খুঁজে বেড়াই। যে একটু উষ্ণ ছোঁয়া দিয়ে যাবে। শীতের ঘন কুয়াশার মাঝে। অচিন মানুষটি তাকে ডেকে যায় তাকে খুঁজে বেড়ায়। নাম না জানা শহরে অচিন পথে হারিয়ে যেতে চাই। ঘন কুয়াশার মাঝে, নরম গাছের উপর দিয়ে সেই মানুষটির হাত ধরে হাটতে চাই। সেই অচিন মানুষটি কি কবির কথা বুঝবে। কবিকে নিয়ে শীতের শেষ সময়টুকুতে সঙ্গতা দিবে? তাকে কি শীতের শনশন বাতাশের মতো কানে কানে বলবে প্রিয়া বলে। কবি অপেক্ষা করে প্রতিটা শীতে তার প্রিয় মানুষকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে ।
শীতের কুয়াশার ঘন ঘটায়
কে যেন এসে মন ছুঁয়ে যায়
নরম ঘাসের উপর শিশির ভেজায়
শীতল বাতাসে হেঁটে যেতে চাই।
মনের মধ্যে ভালোবাসার টান ও শীতের ছোঁয়া
কে যেন ডেকে বলে তুমি আমার প্রিয়া
শীত শেষে বসন্তে কোকিলের ডাকের মায়া
মনের আঙিনায় কাউকে রেখে যায়।
শীত থাকে গরমের অপেক্ষায়
আর গরম অপেক্ষা করে শীতের আশায়
যেমনটি করে খুঁজে বেড়ায় আমি তুমায়
একজনকে ছাড়া যেন অন্যজন অসহায়।
শীতের কুয়াশার মাঝে হারিয়ে যেতে চাই
দুজন দুজনকে নিয়ে
না জানা অচিন শহরে
ভালোবাসা একটু ছোঁয়া দিবে কি এই শীতে।
বন্ধুরা এই হচ্ছে আজকে আমার স্বরচিত কবিতা " শীতের ছোঁয়া"। আশা করি আজকে আমার এই কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে । আজ এ পর্যন্তই আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ঠিক বলেছেন এই শীতের মধ্যে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে বয়স্কদের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। যাইহোক পরীক্ষা দিতে গিয়েছেন জন্য আগে থেকে কবিতা রেডি করে ভালো করেছেন। তা নাহলে ব্যস্ততার মাঝে পোস্ট করা হয় না। আপনার কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। শীতের ছোয়া নামটিও বেশ চমৎকার লেগেছে আমার কাছে।
খুবই ভালো লাগলো আপনার লেখা শীতের ছোঁয়া শিরোনামের কবিতাটি পড়ে। আপনার এই কবিতার মাঝে ভালোবাসার এক অনন্য রূপ চমৎকারভাবে ফুটে উঠেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ আপনি আজকে আমাদের মাঝে শীতকালীন সময় সামনে নিয়ে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ঘন কুয়াশার সাথে আমি বেশ পরিচিত প্রত্যেকদিন সকাল ভোর ছয়টার দিকে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিতে হয় এই জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
বর্তমানে প্রচুর পরিমাণে শীত পড়ছে। এই শীতের মধ্যে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার নাম তো বেশ সুন্দর দিয়েছেন শীতের ছোঁয়া। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা চরণ আপনি খুবই চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাইয়া যেহেতু শীত আমাদের কাঁপিয়ে দিচ্ছে, কবিতার নাম দিয়েছি শীতের ছোঁয়া। ধন্যবাদ ভাইয়া।
আপু এখন সারা বাংলাদেশে শৈত্যপ্রবাহ চলছে আর এই শীতে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে। তবে বয়স্কদের অবস্থা বেশি খারাপ। যদি আগে থেকে পোস্ট রেডি করা থাকে তাহলে আমাদের জন্যই ভালো। যখন বেশি ব্যস্ত সময় পার করা হয় তখন এই পোস্ট গুলো কাজে লাগে। যাই হোক আপনি শীত নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
বাংলাদেশের অবস্থা অনেক খারাপ সব জায়গা শৈত্যপ্রবাহ চলছে। বিছানা থেকে একদম নামাই যাচ্ছে না। এই সময় কোন কাজও করা যায় না। তাই আগে থেকেই পোস্ট রেডি করে রাখতে হয়। ধন্যবাদ আপু।