স্বরচিত কবিতা : "ভালোবাসার নীড়"
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ভালোবাসা—এই শব্দটা শুধু হৃদয়ের একটুখানি স্পন্দন নয়। এটা একটা অনুভব, একটা শান্তি, একটা ঘর, যেখানে দু’টি মন একসাথে বাঁচতে শেখে। ভালোবাসা মানেই প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করা, প্রতিটি সকালে একসাথে সূর্যকে বরণ করে নেওয়া, আর প্রতিটি সন্ধ্যায় হাতে হাত রেখে নির্ভরতার গল্প বলা। আমরা সবাই আমাদের জীবনে এমন একটা জায়গা খুঁজি, যেটা হবে নিরাপদ, নিঃশব্দ, অথচ গভীর ভালোবাসায় ভরা। সেই স্থানটাই হলো ভালোবাসার নীড়—যেখানে মনের সব ক্লান্তি ঝরে পড়ে, আর সম্পর্কের শিকড় গেঁথে যায় বিশ্বাসে, প্রতিশ্রুতিতে।
আজকের এই কবিতায় আমি সেই নীড়ের কথা বলেছি—যেখানে স্বপ্ন গাঁথা হয় ভালোবাসার সুতোয়, যেখানে ঝড় এলেও হাতটা কেউ ছাড়ে না। এই কবিতাটি সেইসব হৃদয়ের জন্য, যারা ভালোবাসা দিয়ে জীবনকে সত্যিই এক আশ্রয়ে রূপ দিতে পেরেছে, অথবা এখনও খুঁজছে সেই আশ্রয়। যাই হোক অনেক কথা বলেছি, চলুন কবিতার লাইনগুলো পড়ে নেই।
"ভালোবাসার নীড়"
নরম রোদেলা সকাল জাগে, স্বপ্নে আঁকা ঘরে,
যেখানে হৃদয় বাঁধে গান, একান্ত দু’জন তরে।
চুপচাপ ভালোবাসা যেন, শীতল ছায়া বনে,
সেখানে প্রেম খেলে হেসে, নির্ভার জীবনধ্বনে।
দু’টি চোখে আলো জ্বলে, মনের ভাষা পড়ে,
একসাথে চলার প্রতিজ্ঞা, শত ঝড়কে করে হরে।
সন্ধ্যার চাঁদ জানে কথা, তারা গায় সুর,
এই নীড়েই গড়ে উঠে, ভালোবাসার গুর।
নয়ন জলের বাঁধন যদি, টলমল করে প্রাণ,
তবু হাত ছাড়ে না কেউ, আঁকড়ে ধরে জান।
এই নীড়ই শান্তির নাম, স্বপ্নের অভয়ারণ্য,
ভালোবাসায় বাঁধা থাকে, জীবনজুড়ে কাব্যকন্যা।
তোমার আমার একসাথে থাকা, নিঃশব্দে বলে গান,
ভালোবাসার নীড়েই লুকানো, স্বর্গের প্রথম জান।
কবিতার মূলভাব
এই কবিতার মধ্যে ভালোবাসায় গড়ে ওঠা এক শান্ত, স্বপ্নময় ও নির্ভরতার আবাস ফোটে উঠেছে।কবিতাটিতে একটি প্রেমময় সম্পর্কের আবেগময় চিত্র আঁকা হয়েছে, যেখানে দু’জন মানুষের ভালোবাসায় গড়ে ওঠে একটি "নীড়"—যা কেবল একটি ঘর নয়, বরং একান্ত অনুভূতির আশ্রয়। এখানে ভালোবাসা শুধু আবেগ নয়, বরং একে অপরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, ঝড়ঝঞ্ঝা পার করে একসাথে থাকার অঙ্গীকার। এই নীড়ের মাধ্যমে বুঝানো হয়েছে, ভালোবাসা যখন সত্য আর গভীর হয়, তখন তা জীবনের পরম আশ্রয় হয়ে ওঠে।
আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Comment link