।।✍️স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা✍️।। original poetry by @shahid540
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
গাই আমি সাম্যের গান
একত্র হও সব নওজোয়ান।
দিতে হবে সমুদ্র পাড়ি
যেখানে হয় সত্যের জয়ধ্বনি।
একে একে চলো সবাই যেতে হবে সেথায়
যে রাজ্যে সত্য কথা আর সাম্যের গান হয়।
📝অনু কবিতা নং:-২📝
মেঘলা আকাশ মেঘলা দিন
চিন্তাভাবনা করে নিন,
সামনে আসছে পুশ কয়েনের দিন
পুশ সেল না করে হোল্ড করে নিন।
স্টেক করবেন যত বেশি পুশ
সাপোর্ট পাবেন ততোই বেশ।
📝অনু কবিতা নং:-৩📝
যদি থাকে গুটিকথক ডলার
কিনে ফেলুন প্রিয় কয়েন পুশ,
ভবিষ্যৎ হবে উজ্জ্বল সবার
দুঃখের দিন হবে শেষ।
সবাই আছে আশা করে
কবে মার্কেট উপরে উঠবে,
শুনো সবে,দুদিন আসতে চলেছে
পুশ খুব শীঘ্রি ফায়ার হবে।
📝অনু কবিতা নং:-৪📝
ভালোবাসা হলো একটি সত্য ছলনা
যদিও সর্বক্ষেত্রে প্রযোজ্য নহে,
মা বাবার থেকে পাবে খাঁটি ভালোবাসা
তা উপেক্ষা সবি চরম মিথ্যে।
ওহে কিশোর-কিশোরী শুনো একটুখানি
যৌবনে কারো সনে বেঁধোনা প্রেমের ঘর,
করিলে এই ভুল, হইবে সর্বহারা তুমি
হারাবে সম্মান প্রিয় মা বাবা তোমার।
সময় থাকতে হও সাবধান।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Daily task.
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1882079163051593835?t=m_F8-feRj-bMCDrQiT64kA&s=19
অনেক সুন্দর ভাবে আপনি ছোট ছোট কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার মাধ্যমে কয়েন কেনার অনুভূতিটা বেশ দারুন ছিল। আমাদের সকলের উচিত সুযোগ বুঝে আমাদের সবার ভালো লাগার পুষ- কয়েন কিনে রাখা। বেশ দারুণ লিখেছেন আপনি,ধন্যবাদ ভাই।