কবিতা পোস্ট।।এক গুচ্ছ অণু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
ঋতুর রাজা বসন্ত
সে তো আমার ভীষণ প্রিয়,
অন্য ঋতুতে পাইনা খুঁজে
বসন্তে যেভাবে প্রকৃতি হাসে।
প্রকৃতি সাজে নতুন রূপে
ফসলের মাঠও ভরপুর থাকে,
তাইতো বলি,ঋতুর মাঝে
বসন্তই আমার ভালো লাগে।
📝অনু কবিতা নং:-২📝
যেমন পৃথিবী তেমনি আছে
পাল্টে গেছে মানুষ
সময়ের গতি তেমনি আছে
পাল্টে গেছে সময়ের মূল্য।
মানুষ পা দিয়েছে আধুনিকতায়
বিলীন হচ্ছে প্রাচীন সভ্যতা
হারাচ্ছি মোরা সোনালী অতীত
মলিন হচ্ছে ঐ সকল রূপকথা।
📝অনু কবিতা নং:-৩📝
বিশ্বাস এক কঠিন জিনিস
নেই তার সীমারেখা
করতে হয় অর্জন তাহা
কর্ম গুণে মিলে তা,
শক্তি আর কথার বলে নয়!
একনিষ্ঠতার আদলে পাওয়া যায়।
📝অনু কবিতা নং:-৪📝
ওগো আমার শখের নারী
তোমার মনের অবস্থা সর্বদা বুঝি আমি ,
তুমি এক অপঠিত অংকের সীমারেখা
যার ভালোবাসা শেষ হবেনা করে বর্ণনা।
তোমার মুখের মিষ্টি হাসি
করে আমায় মন উদাসী।
অনু কবিতা গুলিকে নিয়ে আমার অনুভূতি:
আমার লেখা আজকের অনু কবিতা গুলিকে নিয়ে যদি আমার অনুভূতি প্রকাশ করতে চাই তাহলে এতোটুকুই বলবো যে আজকের অনু কবিতাগুলি আমার মনের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। যেমন প্রথম অণু কবিতাটিতে প্রকাশ করেছি বসন্তের আভাস। বসন্ত আমার প্রিয় ঋতু। দ্বিতীয়টিতে বর্ণনা করেছি পৃথিবী যেমন থাকার তেমনি রয়েছে কিন্তু মানুষগুলো পাল্টে গেছে সেই সাথে সময়ও যেমন থাকার তেমনি আছে কেবলমাত্র পাল্টে গেছে সময়ের মূল্য। তৃতীয় কবিতাটিতে বিশ্বাসের এক ছোট্ট বর্ণনা দিয়েছি। আমি মনে করি বিশ্বাস হল সকল কাজের মূল। আর চতুর্থ কবিতাটিতে প্রকাশ করেছি আমার অদেখা অচেনা এবং অজানা প্রিয় মানুষকে নিয়ে নিজের অনুভূতি। যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের অণু কবিতা গুলি,আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ঠিক বলছেন কবিতা আসলে ভালো লাগার খোরাক।কবিতা এমন এক জিনিস যখন লেখা শুরু করবেন আর কখনো বন্ধ করতে পারবেন না। কারণ মনে যত বেশি যেকোন জিনিসের স্থান পায় তখন সেই জিনিসের প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুফ:-
সুন্দর কয়েকটি অনু কবিতা লিখে আমাদের সঙ্গে শেয়ার করেছেন দেখে ভালো লাগছে। প্রত্যেকটি কবিতায় জীবন এবং প্রকৃতির কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটি কবিতা পড়ে আমার বেশ ভালো লাগলো। আরো ভালো কিছু কবিতা পড়বার অপেক্ষায় রইলাম।
অনু কবিতা আমার খুব ভালো লাগে এবং আমি নিজেও অনু কবিতা লিখতে ও পড়তে অনেক বেশি পছন্দ করি। ছোট ছোট অন্তমিল এর সমন্বয়ে মনের ভাব তুলে ধরা যায় এই অনু কবিতার মাধ্যমে। প্রতিটি অনু কবিতা খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
আপনার লেখা সবগুলো কবিতা ছিল অনেক বেশী সুন্দর। এরকম সুন্দর অনুভূতি গুলো নিয়ে কবিতা লেখা হলে খুবই সুন্দর হয়। সবগুলো অনু কবিতা অনেক সুন্দর ভাবে এবং ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখার কারণে খুব ভালো লেগেছে। আশা করি সব সময় এরকম সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।
https://x.com/mdetshahidislam/status/1893643337296671165?s=19
বেশ কয়েকটি সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। ছন্দে ছন্দে লেখা অনু কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা চমৎকার অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
কমিউনিটির অনেকেই এখন ছোট ছোট অনু কবিতা লেখা শিখে গেছে। আমার কাছে বেশ ভালো লাগে এমন ছোট ছোট অনু কবিতা। আপনার শেয়ার করা আজকের প্রতিটি অনু কবিতা আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
বাহ,বাস্তব ও কল্পনা মিশিয়ে দারুণ অনুকবিতা লিখেছেন।পড়ে খুবই ভালো লাগলো, আসলেই কবিতা ভালোলাগার খোরাক।আর মানুষ অনেক বদলে গেছে যেখানে বিশ্বাস এখন ধূলিকণা।ধন্যবাদ আপনাকে।