বৃষ্টির দিনের শৈশব নিয়ে কবিতা।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আমাদের আবহাওয়া কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। সম্ভবত জলবায়ুর পরিবর্তন হয়েছে। এজন্য যখন বৃষ্টি হওয়ার কথা না তখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে মন অন্য রকম হয়ে যায়। সবকিছুই নিস্তেজ হয়ে যায় যেন। যাইহোক, আজ বৃষ্টির দিনে বৃষ্টি নিয়ে একটি কবিতা লেখার ইচ্ছা জাগলো। আমার শৈশবের স্মৃতি দিয়ে সাজিয়েছি কবিতাটি।


pexels-swapnilrony99-1130514.jpg

Photo by Swapnil Chakraborty

বৃষ্টি, শৈশবের বৃষ্টি


বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি।
মনে কি পড়ে তোমার আমার শৈশব?
থৈথৈ পানিতে ভেলায় চড়ার সময়,
আমাদের ছিল উছ্বাস, ছিলোনা বৈভব।

বৃষ্টি, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি
মনে কি পড়ে তোমার, খালে-বিলে মাছ ধরা?
অথৈ পানিতে সারাদিন হাবুডুবু,
আমাদের ছিলোনা ভয়, ধরাকে করেছি সরা

বৃষ্টি, টাপুরটুপুর টাপুরটুপুর বৃষ্টি।
মনে কি পড়ে তোমার, অলস সেই বিকাল?
খই ভাজা, চাল ভাজা, আর গল্প।
টিনের চালে শব্দ আমাদের করত মাতাল।

বৃষ্টি, গুড়ুম গুড়ুম বৃষ্টি
মনে কি পড়ে, সন্ধার পর মাছ শিকারে যাওয়া?
বিশাল ছাঁই, হাতে বর্শা কিংবা বল্লম।
সারারাত মাছ ধরে সকালে ভেজে খাওয়া

বৃষ্টি, টিপটিপ টিপটিপ বৃষ্টি।
মনে কি পড়ে, তোমার একগুঁয়েমি?
না শুকানো ধান নিয়ে মায়ের চিন্তা।
সারাদিন গৃহবন্দী বুড়ির পাগলামি।


2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

বৃষ্টি আমার শৈশবকে রঙিন করেছিল। পাড়াগাঁয়ে বড় হয়েছি বলে বেশ উপভোগ করেছি বৃষ্টির দিনগুলো। বৃষ্টির দিন নিয়ে আপনার স্মৃতিও প্রকাশ করতে পারেন।

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Sort:  
 6 months ago 

ভাইয়া বর্তমানে ঋতু যেনো এলোমেলো হয়ে গিয়েছে। শরৎকালে এসে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। যাই হোক আপনি বৃষ্টি কে কেন্দ্র করে শৈশবের স্মৃতি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে যেনো শৈশবে ফিরে গিয়েছিলাম। সেই সময়টা কতইনা মধুর ছিল। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু। বৃষ্টি এলেই আমার শৈশবের কথা মনেপড়ে।

 6 months ago 

অনেক সুন্দর ছিল ভাই আপনার লেখা কবিতা। খুবই ভালো লেগেছে এত সুন্দর ভাবে কবিতা লিখেছেন দেখে। যেন মনের মাধুরী মিশিয়ে লিখেছেন কবিতার প্রত্যেকটা লাইন। বৃষ্টির দিনে অতীতের অনুভূতি। মন ছুয়ে যাওয়ার মত ছিল আপনার কবিতাটা।

 6 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 6 months ago 

বর্ষাকালে বৃষ্টি নিয়ে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতাটি পড়ছি আর মনে হচ্ছে আমি মনে মনে গান গাইছি। এরকম সুন্দর অনুভূতির কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আমার কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

 6 months ago 

বৃষ্টি ভেজা দিন মানে অনেক আবেগ মাখা স্মৃতির সংগ্রহশালা। শৈশবের দিনগুলো অনেক বেশি আনন্দের ছিল। আর বৃষ্টির দিন ঘিরে অনেক মধুর স্মৃতি রয়েছে। আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।

 6 months ago 

ধন্যবাদ আপু। আসলেই, বৃষ্টির দিন মানে স্মৃতিরা মনের কোণে উঁকি দেয়া। ভালো লাগলো জেনে যে আমার কবিতা আপনার ভালো লেগেছে।

 6 months ago 

বাহ,শৈশবের স্মৃতি নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন ভাইয়া।আসলে গ্রামের দিকে হয়তো সবারই শৈশবের স্মৃতির মধ্যে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়।আমরাও এমনভাবে শৈশব পার করেছি, ভালো লাগলো কবিতাটি পড়ে।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম আপু।