পুশ নিয়ে কবিতা - পুশ ইউটিলিটি কয়েন
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন হয় পুশ নিয়ে আমি কোন কবিতা লিখিনা। তাই আজ ভাবলাম আপনাদের সাথে পুশ নিয়ে একটি কবিতা শেয়ার করি।

পুশ - ইউটিলিটি কয়েন |
---|
বাজারে লেগেছে আগুন,
চলছে নাকি বুল-রান।
তরতরিয়ে বাড়ছে দাম,
মার্কেটেই তার প্রমাণ।
আমাদের আদরের পুশ,
হয়েছিল একটু ডিপ।
পুশও এখন যাচ্ছে উপরে,
জ্বালিয়ে আলোর প্রদীপ।
পুশ কি যেনতেন কয়েন?
পুশ হচ্ছে ইউটিলিটি হাব।
পুস্টিম আছে বার্ন টু আর্ন,
পুরোটাই মোদের লাভ।
আরও আছে স্টেকিং সার্ভিস,
সান-সোয়্যাপ বা এবিবি-কিউরেশন।
যেখানেই রাখি না কেন,
হবে নিশ্চিত প্রমোশন।
স্টিমিট একাউন্ট বানানো,
সবচেয়ে সহজ এখন।
স্টিম-আইডিতে গিয়ে কেবল,
অপেক্ষা একটুক্ষণ।
যতই যাবে দিনরে ভাই,
পুশ যাবে আরও উপরে।
এটিএইচ এখন সময়ের ব্যাপার,
হয়ে যাবে হুট করে।
প্রিয় আমার বাংলা ব্লগবাসি, আপনারা জানেন আমাদের পুশ কয়েন ইউটিলিটিতে ভরপুর একটি কয়েন। এখানে যেমন পুস্টিমের সাহায্যে পুশ বার্ন করে আর্ন করা যায়। একইভাবে এবিবি কিউরেশনেও পুশ স্টেক করে ভালো ভোট পাওয়া যায়। অর্থাৎ সাধারণ ইউজারদের জন্য পুশ দিচ্ছে বিশাল সুযোগ। আমাদের উচিৎ এই সুযোগ লুফে নেওয়া। আপনারা যারা এতদিন চলমান ডিও অবস্থায় পুশ কিনেননি, তারা এখন আফসোস করবেন। কারণ শীঘ্রই নতুন এটিএইচ অর্থাৎ অল টাইম হাই স্পর্শ করতে যাচ্ছে।

Sort: Trending
[-]
sabbirakib (70)Verified Guest 🇧🇩 LVL-05||B-37 6 days ago
![]() | ![]() | ![]() | ![]() |
---|