স্বরচিত একটি কবিতা " অলসতা "
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সাথে অলসতা নিয়ে একটি কবিতা শেয়ার করব। আমি কতটা অলস তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই কবিতাটির মাধ্যমে ।যদিও এই অলসতার ব্যাপারটা সব দিনের জন্য প্রযোজ্য নয় । যেমন আজকের দিনের কথা ধরলে, সকাল থেকে এক সেকেন্ডও বসার সময় পাইনি। নানাভাবে একের পর এক ব্যস্ততা চলে এসেছে আজ। সারা দিনের মধ্যে নিজের জন্য একটু সময় পায়নি। এই রাতের বেলায় এসে একটু অবসর সময় পেলাম। সময় পেয়েই আজকের ব্লগ টা লিখতে বসলাম । যদিও এই "অলসতা" নামক কবিতাটা আমি বেশ কিছুদিন আগে লিখে রেখেছিলাম। অলসতা ব্যাপারটা আমাদের সবার মধ্যে রয়েছে। আমরা একটু সুযোগ পেলেই অলস হয়ে যাই । এই অলসতার মধ্যে একপ্রকার মজা রয়েছে , সেই জন্যই আমরা এতটা অলসতা দেখায়। তবে এই অলসতা আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয়। সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এই অলসতা। জীবনের লক্ষ্য স্থির করে তা অর্জন করতে গেলে আমাদের এই অলসতা পরিহার করা উচিত।
অলসতা
আমি এক অলস রাজা,
সকাল সন্ধ্যা ঘুমে আমায় করে তাড়া।
আমি এক চাতক পাখি,
বৃষ্টির জন্য নয়, ঘুমের অপেক্ষায় থাকি।
অলসতা যখন আমায় করে তাড়া
ঘুমিয়ে পড়লে আর দি না সাড়া ।
চেয়েছিলাম আমি সবকিছু করব জয়
অলসতা আমায় করলো পরাজয়।
এখন আমি হয়েছি ঘুমের রাজা
কাজের কথা শুনলে লাগে সাজা।
কাজকে এত পাই ভয়!
সুযোগ পেলেই ঘুমিয়ে যাই।
অলসতা আমায় করছে তাড়া
এখন আমি ছন্নছাড়া,
সকাল সন্ধ্যা রাত
ঘুমে হয়ে পড়ি কুপোকাত।
অলসতা সময়ের শত্রু
স্বপ্নে আনে বাধা,
কাজের গতি ধীর
জীবনের লক্ষ্য যায়না পাওয়া।
ভাই আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। অলস জীবন পার করতে করতে অনেকটা বছর কাটিয়ে দিলাম ভাই। আপনার কবিতাটি পড়ে ভাল রইল ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য । এই অলসতা করেই আমরা জীবনের অনেকটা সময় পার করে ফেললাম ভাই, অলসতা রিলেটেড সবার গল্পই একই রকম আমাদের।
অলসতা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। খুব ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য।
কথাটা তো দারুণ ছিল। আমি এক চাতক পাখি যে বৃষ্টির না ঘুমের অপেক্ষায় থাকি হা হা অসাধারণ। অলসতা আমাদের সবার মাঝেই আছে কম বেশি। কিন্তু অনেকে আবার একটু বেশিই অলস এটা একেবারে অনাকাঙ্খিত। প্রথমে অলসতার পরিচয় এবং শেষে সেটার পরিণতি সবমিলিয়ে দারুণ লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর গুছিয়ে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর করে অলসতা কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার অলসতা কবিতার প্রতিটি লাইন অসাধারণ। যদিও ব্যস্ততার মাঝে কবিতাটি আপনি আগে লিখে রেখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আসলে কবিতার মাধ্যমে মনেরভাব প্রকাশ করা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
"অলসতা" নিয়ে লেখা আমার কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।
আপনিতো দেখছি অলসতা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। অলসতা হচ্ছে মানুষের কাজের কোন গতি নেই। মানুষ অলসতার কারণে সফলতা পাই না। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অলসতা নিয়ে কবিতাটি লেখার জন্য।
আমার শেয়ার করা কবিতাটির লাইনগুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক আনন্দ পেলাম ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনার স্বরচিত "অলসতা" কবিতা পড়ে বেশ ভালই লাগলো। আপনার এই কবিতাটি পড়ে আসলে অনেক কিছুই শেখার আছে। আসলে অতিরিক্ত ঘুম মানুষের জীবনের আসল লক্ষ্যের বাধা হয়ে দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই কবিতাটা পড়ে শিক্ষনীয় কিছু খুঁজে পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাই । ধন্যবাদ এত সুন্দর কথা টি আমাদের সাথে শেয়ার করার জন্য।