স্বরচিত কবিতা: বিশ্বস্ত বন্ধু
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
বিশ্বস্ত বন্ধু সে এমন একজন, যার সামনে নিজের সমস্ত দুর্বলতা, ভয়, ব্যথা খুলে বলা যায় নিঃসংকোচে। তার কাছে আত্মা খালি করে দিলেও ভয় থাকে না কোনো বিচার বা উপহাসের। জীবনের ওঠানামায়, যখন সবাই দূরে সরে যায়, তখন এই বন্ধু চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। কখনো কোনো দাবি করে না, কখনো মুখে না বললেও তার উপস্থিতি হয় সবচেয়ে মূল্যবান।বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। সে গোপন কথা লুকিয়ে রাখে, বিপদে সাহস জোগায়, ভুল করলে স্নেহের সাথে শুধরে দেয়। সে খুশিতে আনন্দিত হয়, কষ্টে ব্যথিত হয়।
বিশ্বস্ত বন্ধু
ঝড়ে-বৃষ্টিতে ছাতা হয়ে দাঁড়ায়,
সুখের দিনে হাসিতে গায়।
দূরত্ব হলেও মন থাকে পাশে,
বিশ্বস্ত বন্ধু চিরকাল ভালোবাসে।
গোপন কথা রাখে বুকের মাঝে,
চলতে শেখায় সত্যের সাঁজে।
স্বার্থের মায়া যার কাছে তুচ্ছ,
তার বন্ধুত্ব সোনার চেয়েও বেশি।
কাঁদলে সে চোখ মুছে নিঃশব্দে,
ভয় পেলে সাহস দেয় মৃদু শব্দে।
চুপচাপ থাকলেও বোঝে অভিমান,
বিশ্বস্ত বন্ধু এক অমূল্য প্রাণ।
বছর গড়ায়, সময় যায় ফুরিয়ে,
তবু সে রয়ে যায় হৃদয়ে গাঁথিয়ে।
জীবনের পথে যতই হোক দূর,
বিশ্বস্ত বন্ধু আশীর্বাদের সুর।
বিশ্বস্ত বন্ধু সৃষ্টিকর্তার পক্ষ
পক্ষ থেকে এক বড় উপহার।
বিশ্বস্ত বন্ধু থাকলে পাশে,
থাকে না আর কোন ভয়।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1912542260677464182?t=CMimekM8QEBJq4GYyMiUtA&s=19
https://x.com/Riyadx2P/status/1912542603280805952?t=CMimekM8QEBJq4GYyMiUtA&s=19
Screenshot
বিশ্বস্ত বন্ধু নিয়ে আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। সত্যি বিশ্বস্ত বন্ধু সৃষ্টিকর্তার অনেক বড় উপহার, আসল বিশ্বস্ত বন্ধু তো এমনই হওয়া উচিত। তবে বর্তমানে বিশ্বস্ত বন্ধু পাওয়া অনেক কঠিন। যাই হোক আপনার কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ।
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।