আবেগের কবিতা: অনন্ত প্রেম তুমি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০৫ ই এপ্রিল ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
আসলে প্রিয় মানুষ কে নিয়ে কবিতা লিখতে শুরু করলে কবিতার লাইন কখনো শেষ হয় না। আজকে আমি আপনাদের সাথে একটি আবেগের কবিতা শেয়ার করবো। আসলে ভালোবাসার মানুষ সব সময় আমাদের কাছে অনেক বেশি আপন হয়। ভালোবাসার মানুষ কখনো পর হয় না। তবে, কিছু কিছু সময় পর হয়ে যায়, এটা হয়ে যায় একদম নিজের ইচ্ছাশক্তির বিরুদ্ধে। সাধারণ ভাবে ভালোবাসার মানুষ সব সময় আমাদের কাছে একজন স্পেশাল মানুষ। আজকে আমার লেখা কবিতা টি প্রিয় এবং ভালোবাসার মানুষ কে নিয়ে লেখা।
অনন্ত প্রেম তুমি
হঠাৎ এসেআমার দীর্ঘশ্বাসে ।
বসন্তের ঘ্রাণ হয়ে মিশে গেলে,
তুমি ছিলে অনন্ত আকাশের নীল,
আমি ডুবে গেলাম শুধু তোমাতে।
তুমি কোনও প্রশ্ন করোনি,
তবু আমি সব উত্তর,
পেয়ে গেছি তোমার নীরবতায়।
তুমি কারও মতো ছিলে না
তুমি শুধু ছিলে আমার অনুভবে
তোমার হাজার কথার ভিড়ে,
তোমার একটুকরো হাসি।
আমার মনে এক সাগরের ঢেউ তোলে,
যেখানে আমি ভাসি শতবার।
তুমি কাছে না থেকেও
কীভাবে এত আপন হয়ে গেলে?
তোমার স্মৃতিগুলোই ,
তো আজ আমার গানের সুর।
শুধু তোমাকেই গাই, প্রতিদিন, প্রতিরাত।
অনন্ত প্রেম তুমি আমার,
শেষ নেই, সীমা নেই।
তুমি যেন এক অনন্ত কবিতা,
যার প্রতিটি চরণে তোমাকে পাই।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Daily task
Link:
https://x.com/Riyadx2P/status/1908525934808092898?t=PNOWn7_7wUpr1vq8SICSbA&s=19
https://x.com/Riyadx2P/status/1908526311074914478?t=PNOWn7_7wUpr1vq8SICSbA&s=19
https://x.com/Riyadx2P/status/1908526618064413096?t=PNOWn7_7wUpr1vq8SICSbA&s=19
https://x.com/Riyadx2P/status/1908526967554793612?t=PNOWn7_7wUpr1vq8SICSbA&s=19
https://x.com/Riyadx2P/status/1908527094776365469?t=PNOWn7_7wUpr1vq8SICSbA&s=19
https://x.com/Riyadx2P/status/1908525526408716312?t=HPT5ID_6DGXauixtpdHrmw&s=19
Screenshot
প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা এর আগে খুব একটা পড়া হয়নি। খুব ভালো লাগলো আজকে কবিতাটা পড়ে। চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এই কমিউনিটির মাধ্যমে অনুপ্রাণিত হয়ে কবিতা লিখেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।
অনন্ত প্রেম তুমি নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ প্রিয় মানুষকে নিয়ে আপনি খুব ভালোভাবে এই কবিতা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা খুব সুন্দর হয়েছে৷ এখানে কবিতার লাইনের সামঞ্জস্যতা আপনি একেবারে অসাধারণ ভাবে আমাদের মাঝে বজায় রেখেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷