কবিতা :তোমার আশায় বাঁচি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ৩০শে মার্চ , রবিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।
আমার বাংলা ব্লগে অনেকেই বিভিন্ন ধরনের কবিতা শেয়ার করে থাকেন। প্রত্যেকের কবিতাগুলো আবৃত্তি করতে বেশ ভালো লাগে। আমি খেয়াল করে দেখেছি, বেশিরভাগ সময় এখানে অনেকেই ভালোবাসা কেন্দ্রিক কবিতা লিখে থাকেন। সেগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আজ আমি একটি ভালবাসা কেন্দ্রিক কবিতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
আশায় বাঁচি
মনের মাঝে ভিষণ ভয়,দিন আসে দিন ফুরায়।
মনের পাতা রাতের মতোই অন্ধকারে জড়াই।
লাগে ভীষণ একা,
যদি হারাই তোমায়, আর কোনদিন না পাই দেখা!
যখন মনের খাতায় তোমায় নিয়ে লিখতে বসি,
কত কথা কত প্রেম আসে রাশি রাশি।
ভাবতে গিয়ে দেখি, সবই মিথ্যে মেলা।
শুধুই সেসব রঙের খেলা।
কি জানি কার কি হবে?
কোথায় যাবো শেষে!
বাঁচবো আমি তোমায় নিয়ে, ভীষণ ইচ্ছে।
মরলে আমি মরবো শেষে,তোমায় ভালোবেসে।
তুমি আমায় আগলে রেখে বাঁচতে শেখালে,
ভালোবাসার গন্ধ দিয়ে জীবন রাঙালে।
আকাশ-কুসুম স্বপ্ন কিছু দিলে উপহার।
তাইতো আমি তোমার হলাম,ভালোবাসা দিলাম অপার।
আজ তাহলে গল্প এমন কেন?
যেখানে শুধুই ভয়!
তোমাকে হারানোর তীব্র যন্ত্রণা উপলব্ধি কেন হয়?
তুমি কি আমার হবে না?
মিথ্যে স্বপ্নে মিথ্যে আশায়,
বাঁচতে আমি চাইনি।
তুমি আমার কল্পনায় দেখা সেই রাজকুমার।
যার সাথে বাঁচার আশায় করেছি অঙ্গীকার।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


ভালোবাসা কেন্দ্রিক দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রতিটি লাইন লিখেছেন। সুন্দর একটা অনুভূতি কবিতার মধ্যে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ধন্যবাদ আপু।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম।
https://x.com/PurnimaBis34652/status/1906395109895372958?t=YrnVLIRcW2rwzEJNaovO2w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906397630076538900?t=3X0qY3h8I57iLuOGpo9joQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906398783921106980?t=UMKl6kMHrZH4SmCeSnOh1Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1906399837626704064?t=r-Jo50t0GpUnzY3fpETjiQ&s=19
আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আপনার কাছ থেকে সব সময় অনেক সুন্দর কিছু কবিতা পড়ে আসছি৷ আজকেও যেভাবে আপনি তোমার আশায় বাঁচি নিয়ে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়তে পারলাম এবং এখানে আপনি ছন্দে ছন্দে সবকিছু খুব সুন্দরভাবে মিল রেখেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷
আমার লেখা কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
তোমার স্বরচিত কবিতা এতটাই সুন্দর হয়েছে যে পড়ে মুগ্ধ হয়ে গেলাম। হৃদয়ে সৃষ্টি শুদ্ধ আবেগের কবিতাগুলো একটু বেশি সুন্দর হয়। কবিতার প্রত্যেকটি লাইন যেন বাস্তবতার কথা বলছে। ভালোবাসা অপরূপ সুন্দর কিন্তু ভয় ! ভয় তো ভয়ংকর হয়। ভালোবাসার মানুষকে নিজের করে না পাওয়ার ভয়ে ব্যাকুলতাই মন ভরে যায়। নদী তো নদীর মত বয়ে চলে কোন বাধা উপেক্ষা করে না। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।