প্রেমের কবিতা- মায়াবিনী।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৬ এপ্রিল,রবিবার, ২০২৪ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। আমার ভিন্ন ধর্মী কবিতা লিখতে বেশ ভালো লাগে। আজকে একটি প্রেমের কবিতা আপনাদের সাথে শেয়ার করব। কবিতাটি সম্পূর্ণ মেয়ে কেন্দ্রিক কবিতা। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
মায়াবিনী
শ্রাবণের ধারা যখন পরে ধরার মাঝে,
তোমার নুপুরের শব্দ আমার কানে বাজে।
তোমার চোখে চোখ পড়তেই, হয়ে যায় দিশাহীন।
চারিদিকে যায় দেখি হয়ে যায় রঙিন।
এত কিসের নেশা তোমার চোখে?
মায়া পূর্ণ ওই হাসি যে,
ঘায়েল করে আমাকে।
আমি পড়ে থাকি শুধু তোমার মায়াতে।
তোমার রুপের আগুন আমায়,
জ্বালিয়ে দিয়ে যায়।
ছারখার আমি নিঃস্ব প্রায়ই তোমার হতে চাই!
শুধু তোমায় চাই।
তুমি কে মায়াবিনী ?
এত সৌন্দর্য বহর তুমি পেয়েছো কোথায়!
কোথাও কেউ নেই তোমার তুলনায়।
স্নিগ্ধ তুমি মায়াবিনী।
চারিদিকের বিষণ্ণতা আমাকে যখন পোড়ায়।
তোমার ওই স্নিগ্ধ হাসিতে আমার প্রাণ জুড়ায়।
কি যে মধুর শান্তি আমার, মেলে তোমার কাছে।
সুখের পাহাড় খুঁজে পাই, আমি তোমার মাঝে।
স্বপ্নের রানী তুমি,
তুমি সুহাসিনী।
তোমার প্রেমেই মোহিত আমি।
তুমি এক মায়াবিনী।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1909068015053713878?t=wxDZqR2X2AgLhMwKRi82Xw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909069390072717345?t=ZZ5hLV7wuryFp9YjQNaV2g&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909070457548009766?t=-vrm-AwF7KQ0Ce8ldZK89g&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909073363965722650?t=_fWgktmhRg_l8jKT4hK81Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909074144211132544?t=qdYrFV9f-QlBwfrp9wPmVw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909075555409940685?t=JKlF-Nlqd0R_6yCLDSv7_Q&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909076479956169182?t=LnWCHrSVB0BjGfEolhkMJw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1909077496512782545?t=jjW8xMNyLJaNw9UEh5iXfg&s=19
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। এই ধরনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। কবিতার নামটাও খুব সুন্দর দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ! আপনি তো দারুণ কবিতা লিখেছেন। কবিতার কথাগুলো দারুণ লাগলো পড়ে।
সুহাসিনীর হাসিতে মুগ্ধ আমি।
চেষ্টা করেছিলাম একটু ভিন্ন ধরনের কবিতা লেখার। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
কে সে সুহাসিনী?
যার হাসিতে মুগ্ধ আপনি?
বাহ! আপনি কিভাবে পারলেন এত সুন্দর কবিতা লিখতে।
যাইহোক যেভাবে আপনি আজকের এই প্রেমের কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেরকম সুন্দর একটি কবিতা পড়তে পারলাম এখানে কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন।
কবিতা কি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।
অনেক দারুন একটি প্রেমের কবিতা লিখেছেন। প্রেমের কবিতা পড়তে কার না ভালো লাগে বলুন। এত দারুন দারুন কবিতা পড়লে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন সন্ধ্যের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
সেইটাই আপু,প্রেমের কবিতা কার না ভালো লাগে। সকলেই প্রেমের কবিতা পছন্দ করে। কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ আপু।