কবিতা: গ্রীষ্মকাল।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১২ই এপ্রিল , শনিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। আর কদিন বাদে গ্রীষ্মকাল চলে আসবে। গ্রীষ্মকাল না আসলেও গরমের অসহ্য যন্ত্রণা কিন্তু আমরা এখনো ভোগ করছি। গ্রীষ্মকাল আমাদের মাঝে চলে এসেছে শুধু বাংলার ষড়ঋতুতে মাস গণনায় এখনো এসে উপস্থিত হয়নি। আজ আমি গ্রীষ্মকাল নিয়ে একটি কবিতা লিখেছি।আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
গ্রীষ্মকাল
প্রকৃতির রঙ্গশালায় প্রথম আবির্ভাব,
কঠিনতর তেজ আর উত্তপ্ত, সর্বরিক্ত।
চারিদিকে অতিষ্ঠতার ছোঁয়া,
দিকে দিকে ছড়ানো পিঙ্গল জটাজাল।
গ্রীস্মের রোদ যেন,
ভূপৃষ্ঠকে দেওয়া অকৃতজ্ঞ উপহার।
অকৃপণভাবে বাংলার মাটিতে দেয় উত্তাপ,
মাঠ, ঘাট ফেঁটে চলে এঁকেবেঁকে সারা সব।
সবুজ প্রকৃতির বুকে হানা দিয়ে চলে,
সেও থাকে নিরব।
গ্রীষ্ম প্রকৃতিতে আশা নিষ্ঠুর উপহার।
হতশ্রী প্রকৃতির বুকে কালবৈশাখী ঝড়,
যেন নতুন আশা লেখে।
তীব্রতায় পুড়ে যখন ছারখার,
কালবৈশাখী ঝড় অনন্য উপহার।
উত্তপ্ত মানুষগুলো হয় আনন্দমুখর।
বাঙালির জীবনপ্রবাহে গ্রীষ্মের শাসন।
উত্তপ্ত দহনে অসহ্য উষ্ণ তীর বুকে গাঁথার মতন।
গ্রীষ্মের রাতের এক পলসা শ্রাবণ,
সুখের সাগরে ভাসিয়ে দেওয়া রূপকথার বচন।
কবিতার মূলভাব
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


তোমার কবিতা পড়তে পড়তে রবি ঠাকুরের সেই গানটি মনে পড়ল 'দারুন অগ্নিবাণে রে'। ঋতুচক্রের প্রথম ঋতু গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল মানেই রোদে দাবদাহর সাথে মাঝেমধ্যেই কালবৈশাখীর দাপট। এসব কিছু নিয়ে গ্রীষ্মকাল আপনার মনের মধ্যে যে অনুভূতি তৈরি করেছে সেখান থেকেই কবিতাটির উৎপন্ন। খুবই গোছানো কবিতা লেখা হয়েছে। এভাবেই লিখে চলুন আর বাংলা ভাষার জয় জয় কার হোক।
https://x.com/PurnimaBis34652/status/1911314741542137955?t=0KUb6qPiU_nLV65dTWUrIA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911259887964676174?t=KFYpCi0Rpr5FMw7J4e39_A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911261740559487302?t=u8Y9c5jif427panTkv4ssg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911263771504373918?t=z3-WLlFmiylZJdl_wH_IMg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911265151690453026?t=o11YKgmKQBotuLgBzYDDWQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911314741542137955?t=0KUb6qPiU_nLV65dTWUrIA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911315899199504534?t=UuODvaYxzEANmUvTxyOKvQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911316755181457761?t=3-LF2GVGIIPZ0j5pYAN6AQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1911318058867798380?t=dwi67YaGKA7Ra6uW1h9Odg&s=19
বাহ! গ্রীষ্মকাল নিয়ে আপনি দারুণ কবিতা লিখেছেন দেখছি। ইতোমধ্যে কিন্তু গ্রীষ্মের তাপদাহ শুরু হয়ে গিয়েছে। জনজীবন অতিষ্ঠ হয়ে যাবে। কবিতার পটভূমি ভালো ছিল।
গ্রীষ্মকাল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ যেভাবে আপনি গ্রীষ্মকালকে নিয়ে এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একই সাথে আপনি লাইনের সামঞ্জসতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ একই সাথে এখানে এই কবিতার মধ্যে আপনি যেভাবে গ্রীষ্মকালীন এই সৌন্দর্যের সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগলো৷
গ্রীষ্মকালের প্রভাব ইতিমধ্যে বোঝা যাচ্ছে। চারিদিকে প্রকৃতি টা এইরকমই হয়ে উঠেছে। আপনি কবিতার মাধ্যমে দারুণ ভাবে সেটা তুলে ধরেছেন আপু। চমৎকার লাগল আপনার কবিতা টা। বেশ সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।