স্বরচিত কবিতা-বিরহের ব্যথা

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

Growth (3).png

ভালোবাসা তো একান্ত নিজের বিষয়। কে ভালোবাসলো আর কে বাসলো না সেটা দেখে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীতে অনেক মানুষই আছে যে কিনা তার প্রিয় মানুষটিকে মনের মাঝে ধারন করে দিনের পর দিন পার করে দেয়। কত বার আর কত দিন যে তার মনের মাঝে লুকিয়ে থাকা স্বপ্নগুলো ভেঙ্গে খান খান হয়ে যায় তার হয়তো কোন সীমাও থাকে না। তবুও মানুষটি মনের মাঝে নতুন করে স্বপ্ন বুনে প্রিয় মানুষের জন্য। কত কিছুই না মনের মাঝে ভেবে চলে প্রিয় মানুষ কে নিয়ে। ভালোবাসার বিনিময়ে যদিও সে দুঃখ আর বেদনা ছাড়া আর কিছুই পায় না। তবুও সে ভালোবেসে যায় যুগ যুগ ধরে। আর আজ আমি তেমনই একটি বিষয় কে ঘিরে আরও একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করি বেশ ভালো লাগবে আপনাদের কাছে।

স্ব-রচিত কবিতা-বিরহের ব্যথা

লেখা- মাহফুজা নীলা

রাত গভীর হলে জেগে থাকি,
নিস্তব্ধতায় তোমার স্মৃতি বাজে,
চাঁদের আলোয় ছায়া ফেলে,
তোমার মুখটা মনে পড়ে।।

শুধু একটুখানি কথা বলো,
বলো, কেমন আছো তুমি?
আমার হৃদয় ছিঁড়ে যায়,
শুধু তোমার অভাবেই আমি।।

তোমার ছোঁয়া, তোমার হাসি,
সবই আজ স্মৃতির বাঁধনে,
দূরে থেকেও কাছে আছো,
স্বপ্ন হয়ে আমার মনে।।

তোমার বিদায়ের সে দিন,
শুধু অশ্রু দিয়েছিলাম,
বুঝিনি তখনই বুঝবে তুমি,
আমার ব্যথার গভীরতা।।

এখনো চোখে ভাসে তুমি,
সেই বিকেলের শেষ রঙে,
হাত বাড়ালেও ধরতে পারি না,
তুমি যে এখন কালের গাঙে।।

কেন এমন করে গেলে,
একটুও কি ভাবলে না?
আমার হৃদয়ের কান্না শুনে,
একবারও কি থামলে না?

আমার শহর, আমার আকাশ,
সব কিছু ফ্যাকাশে আজ,
তোমার ছোঁয়ার উষ্ণতা ছাড়া,
এ জীবন শুধুই অনুতাপ।।

তবুও আমি বেঁচে থাকি,
তোমার স্মৃতির গভীরে,
কখনো যদি ফিরে আসো,
দেখবে আমিই রয়েছি অপেক্ষায়।।

তোমার ছায়া, তোমার গান,
এখনো বাজে আমার প্রাণে,
বিরহের ব্যথা নিয়ে একা,
তোমায় খুঁজি চাঁদের কণায়।।

তুমি সুখে থেকো দূর আকাশে,
আমার দুঃখ আর বোঝার দরকার নেই,
শুধু জানবে, এই হৃদয় জুড়ে,
আজও শুধু তুমি রয়ে গেছো।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 yesterday 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।