আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ23 days ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। সকলের সুন্দর সুন্দর কবিতা গুলো অনুভব করে, নিজের মতো করে ভালোলাগার কবিতা লিখার চেষ্টা করেছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।


1000012065.jpg

photo editing by Infinix mobile app




অনু কবিতা নং-১


যদি তুমি বুঝতে পারো আমার বাস্তবতা

মুখ ফুটে বলতে না গালাগালি দিয়ে কথা।

ভাবতে তুমি আমায় নিয়ে কেন এমন আমি
কঠিন মুহূর্ত পার করেছি জানে অন্তর্যামী।

এখনো আমি সঠিক পথে পা রাখতে চাই
আশা ভরসার প্রদীপ খানি ভেবে রেখেছি তোমায়।

তাউ যদি না বোঝো তুমি আমার মনের কথা
কবিদের মতো হয়ে যাব একদম নীরবতা।



অনু কবিতা নং-২


দুই দিনের এই ছোট্ট দুনিয়ায়

সবাই নিজের স্বার্থ খুঁজতে চাই।

বুঝতে চায় না কারো মনের কথা
কোন কারনে নিজের ভুল হয়ে যায়।

কোন মন মানুষিকতা স্বার্থলোভী বানায়
কেন নিজের ভুলের জন্য প্রিয়জনকে হারায়।

সময় থাকতে হতে হবে একটু সচেতন
দুঃখ সুখের মাঝখানে সবকিছু বুঝবে মন।



অনু কবিতা নং-৩


আমি যখন একা থাকি

নিজেকে কঙ্কাল রূপে ভাবি।

মাঝে মাঝে কিছুটা সময়
যখন একা বিছানায় ঘুমায়।

ভাবনার গভীর অরণ্যে চলে যায়
নিজেকে কঙ্কাল রূপে খুঁজে পাই।

মনে হয় বিছানার এক কোনায়
প্রান শূন্য শরীরটার জন্য আমি।

হয়ে আছি একটা মমি
দমটা ফুরিয়ে গেলেই শূন্য হৃদয়।

অশান্ত মন আমার মানে না বারণ
তোমায় শুধু খুঁজে ফিরি কারণ অকারণ

হৃদয়ের শূন্যতা তুমি বুঝবে না
কতখানি ভালোবেসে জন্মীয়েছে সেথা।



অনু কবিতা নং-৪


হাসি আর খুশি মিলে মানুষের জীবন

তার মাঝে দুঃখ-বেদনা থাকবে সারা জীবন।

সবকিছুর মাঝে চির আপন প্রিয়জন
ভালোবেসে জয় করে রাখতে হবে প্রিয়জনের মন।

একে অপরের পাশাপাশি থাকার নাম জীবন
দুঃখ কষ্ট আসবে সেখানে ভালোলাগা ধরে রাখবে।

জীবন যুদ্ধ থামিয়ে দেয় অনেক মানুষের আশা
হারিয়ে দেয় যত্নে গড়া সাধের ভালোবাসা।

তবুও দুজন দুজনার পাশে থাকার নাম জীবন
দূরে দূরে থাকা সে তো মিথ্যে বন্ধন ও সন্দেহের কারণ।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরমনা পার্ক
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী। ব্লগ শেয়ার করতে আমার ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হয়ে অনেক কিছু শিখতে পেরে, আমি অনেক খুশি।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 23 days ago 
 23 days ago 

আমার আজকের টাস্ক

1000012071.jpg

1000012069.jpg

1000012067.jpg

 23 days ago 

চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতাগুলো অনু আর কোথায় বেশ বড় কবিতা। যাইহোক ভাইয়া, কবিতাগুলো কিন্তু চমৎকার হয়েছে। সত্যি, এই দুই দিনের দুনিয়া এসেও আমরা স্বার্থ নিয়ে কতটা ব্যস্ত। স্বার্থ ছাড়া যেন কিছুই বুঝি না। দারুন দারুন টপিক নিয়ে কবিতাগুলো লিখেছেন। আবৃতি করে ভালো লাগলো।

 23 days ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন ভাষাগুলো খুবই ভালো লাগলো আমার।

 23 days ago 

ভীষণ সুন্দর কয়েকটি অণু কবিতা লিখে আমাদের সঙ্গে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। সব থেকে ভালো লাগলো ছন্দে ছন্দে আপনি কবিতাগুলো বেশ সুন্দর লিখেছেন। একদম প্রথম কবিতাটি একেবারে নির্ভুল ছন্দে বেশ সুন্দর লিখেছেন। আসলে অন্ত্যমিলের কবিতা পড়তে আমার সব সময় ভালো লাগে।

 22 days ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চারটি অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। তবে আমার কাছে দ্বিতীয় অনু কবিতাটি অসাধারণ লাগলো। সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

আপনার এই অনু কবিতাগুলো সত্যিই গভীর ও হৃদয়স্পর্শী। প্রতিটি কবিতায় জীবনের বাস্তবতা, সম্পর্কের জটিলতা এবং একাকীত্বের যন্ত্রণা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে প্রথম কবিতায় নিজের অনুভূতির প্রকাশ, দ্বিতীয় কবিতায় জীবনের স্বার্থপরতা এবং চতুর্থ কবিতায় প্রিয়জনের গুরুত্ব খুবই প্রাসঙ্গিক। তৃতীয় কবিতায় একাকীত্বের বেদনা এবং শূন্যতার চিত্র অসাধারণভাবে প্রকাশ পেয়েছে। আপনার লেখা সত্যিই প্রেরণাদায়ক এবং মনের গভীরতা থেকে আসে। ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

বাবা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে দারুন লেগেছে এশার করার জন্য ধন্যবাদ

 20 days ago 

আসলেই বর্তমান যুগে স্বার্থপর মানুষের ছড়াছড়ি। সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়েই ভাবে। যাইহোক দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।