আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। ভালো লাগবে আমার কবিতাগুলো। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
photo editing by Infinix mobile app
অনু কবিতা নং-১
নেই কোন স্বাদ।
আছে এক বুক ভালোলাগা বা অভিমান
আনন্দ বেদনার গান।
তাইতো ভালবাসতে ভয় হয়
না জানি কখন তার দেখি পরাজয়।
সত্যিকারের ভালোবাসা গুলো
শুধু শুধু কষ্ট পায়।
কখনো নিভে যায় আশার আলো
কষ্ট পায় অত্যাধিক বাসলে ভালো।
অনু কবিতা নং-২
থেকো তুমি পাশে।
কথা বলো আর নাই বলো
একটু ভালোবাসা দিও।
তখনো জানবো তুমি আমার আছ
শত কষ্টের মাঝে আমায় ভালোবাসো।
জানি তুমি পারবে
হারানোর ভয় শুধু আমার নয়।
দুজনার মধ্যেই থাকতে হয়
সত্যি কারের ভালোবাসলে।
অনু কবিতা নং-৩
সযত্নে ভালোবেসে ভেঙ্গে দিল মন।
ভেঙে দিল অন্তর গ্লাসের মতন
এক আঘাত মনে হল অজস্র তারার মত।
কালো আঁধারের মতো ছেয়ে আসলো জীবন
একাকিত্বের যন্ত্রণা নিয়ে কাটছে এখন।
অনু কবিতা নং-৪
রিমিঝিম শব্দে শুনি নুপুরের সুর।
এ যেন যৌবনের ভরা দুপুর
পেয়েছিলাম এমন অনুভব আমার রাঙা বধুর।
কোথায় হারিয়ে গেল সেই নুপুরের সুর
মুষলধারে বৃষ্টি হচ্ছে মেঘলা দুপুর।
এখনো বেঁজে ওঠে মনের ঘরে
ধ্বনিত ঝনাক ঝনাক তার পায়ের নুপুর।
ফটোগ্রাফি | ঢাকা শহর |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার আজকের টাস্ক
Twitter-promotion
https://x.com/dream_boy56923/status/1913209459176030432?t=mZ77GrTePu8fz-NIFXau_A&s=19
https://x.com/dream_boy56923/status/1913209483398168896?t=hM4ml9Cuf1m4DmLgkiisxQ&s=19
https://x.com/dream_boy56923/status/1913210390827122943?t=jb5RJLtsTdobQEIxTJhwvA&s=19
https://x.com/dream_boy56923/status/1913210362381681031?t=6VPj51d0L0CuqxvTtzG5mw&s=19
https://x.com/dream_boy56923/status/1913210866989969896?t=lIu1H23VvVo70xLYn4yrjg&s=19
https://x.com/dream_boy56923/status/1913210390827122943?t=d3HirZNzjllyfdaSY2hYbw&s=19
https://x.com/dream_boy56923/status/1913212034130547093?t=NW3LiaRz7IIqwtTw5KphXg&s=19
https://x.com/dream_boy56923/status/1913213696781779046?t=ijhHV5ExHgzljc0vlXhwOg&s=19
https://x.com/dream_boy56923/status/1913211950613626925?t=aQDaCHBT58xvYH7r-fFa6g&s=19
https://x.com/dream_boy56923/status/1913213648782393666?t=P3HZaiMXFh9VSeAox8333w&s=19
আপনার অনু কবিতা প্রত্যেকটি অনেক বেশি সুন্দর হয়েছে। তবে প্রথম কবিতার শেষের লাইনটি সব ক্ষেত্রেই এবং প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই অতি বাস্তব। আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
মন্তব্য করার জন্য ধন্যবাদ