আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। সুন্দর এই কমিউনিটিকে ভালোবেসে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম কবিতা শেয়ার করার জন্য। বেশ কিছু ছোট ছোট কবিতা উপস্থাপন করব। চলুন তাহলে কবিতাগুলো আবৃত্তি করা যাক।
photo editing by Infinix mobile app
অনু কবিতা নং-১
রেখেছি মনের ঘরে খুব যতন করে।
এই ছবি মুছে যাবার নয়।
চোখের দৃষ্টিতে যা বন্দী হয়ে যায়
আজীবন রয়ে যায় মনের দেওয়ালটাই
টাঙিয়ে রাখা চিত্রপটের ন্যায়।
অনু কবিতা নং-২
যেন থেমে যায় জীবন চলাচল।
জীবনের মানে মনে হয় নিষ্ফল
মাঝে মাঝে মনে হয় কি আর আছে আমার সম্বল।
তবুও তোমার পানে চেয়ে থাকি
দেখতে চাই জীবনের কি আর আছে বাকি।
অনু কবিতা নং-৩
ছলনার মধ্যে বসবাস।
আমার জীবনের গুরুত্বটা
তোমার কাছে শুধু পরিহাস।
তাইতো তুমি কাঁদাতে জানো
জানো শুধু মন ভাঙতে।
এমনি করে কোন একটা দিন
হবেই তোমার কানতে।
অনু কবিতা নং-৪
সত্যি তোমায় যাব ভুলে।
ফিরে পাবে না আগের মত
ব্যথা দেবোনা ইয়ার্কি আড্ডার ছলে।
হয়তো বুঝবে তখন কি হারালে
কষ্ট পাবে মায়া বাড়ালে।
ভুলে থেকো আমারই মতন
এখন যেমন পরিচয় দিলে।
ফটোগ্রাফি | ফ্লাইওভার |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আমার আজকের টাস্ক
আপনার প্রত্যেকটি অনু কবিতাই অনেক বেশি সুন্দর হয়েছে। তবে তৃতীয় এবং চতুর্থ অনু কবিতাটি পড়ে মনে হল কোন ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মনের কথা। অনেক ভালো লাগলো আপনার অনু কবিতাগুলো পড়ে।
বাহ আপনি তো খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা কিন্তু অসাধারণ হয়েছে। আসলে মনের ছোট ছোট অনুভূতি গুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে আপনার অনু কবিতা সবগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছ থেকে আজকের এই সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালোই লাগছে। যেভাবে আপনি আজকের সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একই সাথে অনু কবিতা লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এর মধ্যে প্রথম এবং তৃতীয় অনু কবিতাটি আমার অনেক পছন্দ হচ্ছে৷