আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। বেশ কয়েকটা সুন্দর সুন্দর কবিতা উপহার দিব। কবিতাগুলো সবাই আবৃত্তি করবেন। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
photography by Infinix hot 50 pro mobile
অনু কবিতা নং-১
আমি ভালো নাই,ভালো নাই আমার মন
যা ছিল ভালো লাগা ধ্বংস করে দিয়েছে আপনজন।
নিঝুম রাতে মরীচিকার এসে করে আলিঙ্গন
বিরহ বেদনায় একাকিত্বের যন্ত্রণায়
গুমড়ে কেঁদে ওঠে মন।
যেন দাবানলের মত জ্বলে উঠে বুকখানি
নিরবে পুড়তে থাকে মনের ভালোলাগা
নিঃশেষ হয়ে যায় মনের যত চাওয়া পাওয়া।
অনু কবিতা নং-২
হাসিখুশি নিয়ে থাকতো সারাখন।
কখন যেন হারিয়ে গেল
সে মনের ভালোলাগা।
কোন এক বিরহ বেদনা এনে দিয়েছে
ঘুমহীন রাত্রি জাগা।
স্বপ্নগুলো শুধু আঁধারে থেকে যায়
আশাহীন নিরাশ মনে পূর্ণতা আর নাই।
অনু কবিতা নং-৩
স্বপ্ন সাথী যেন নীরবে দু'হাত বাড়ায়।
মনে মনে হয় তার সাথে আলিঙ্গন
শীতলা বাতাস এসে বুঝিয়ে দেয় তখন।
ঝিরিঝিরি মৃদু হাওয়া বয়ে চলে যখন
অনুভূতির চাদর মড়িয়ে প্রিয় আসো তখন।
ভাবনার করিডরে উঁকি দিয়ে যায়
নিঃস্বার্থ ভালোবাসার কোন কোমল হৃদয়।
অনু কবিতা নং-৪
আমি হব তোমার বৃষ্টি।
ফুলে ফুলে সাজিয়ে তুলবো
যতদূর যায় তোমার দৃষ্টি।
যদি তুমি হও মনের মতন
হৃদয় ভরে দেবো ভালোবাসা।
নেব তোমার অনেক যতন
বাঁধবো সুখের বাসা।
ফটোগ্রাফি | কাঞ্চন ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার আজকের টাস্ক
অনু কবিতাগুলো যেন হৃদয়ের অনুভূতির নরম ছোঁয়া।একাকিত্ব, বিরহ, স্বপ্ন আর ভালোবাসার সুন্দর মিশেলে প্রতিটি কবিতা এক আলাদা অনুভূতি জাগিয়ে তোলে। বিশেষ করে চতুর্থ কবিতার ভালোবাসার প্রতিচ্ছবি আর তৃতীয় কবিতার নির্জনতার সৌন্দর্য মন ছুঁয়ে যায়। সংক্ষিপ্ত হলেও প্রতিটি কবিতার গভীরতা প্রশংসনীয়।ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর কিছু অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লাগলো। আপনার লেখা সবগুলো অনু কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন। ধন্যবাদ অনু কবিতা গুলো এত সুন্দর করে শেয়ার করার জন্য।
প্রথম তিনটি অনুকবিতায় বেশ হৃদয়বিদারক কিছু শব্দ এবং অনুভূতির প্রকাশ ঘটেছে। খুব সুন্দর করে অনু কবিতাগুলো লিখেছেন ভাইয়া। আসলে এরকম ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে যেমন ভালো লাগে লিখতেও তেমন ভালো লাগে। আপনার কবিতা গুলো পড়ে আজ ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।