স্বরচিত কবিতাঃ " হৃদয়ের ক্ষত "
18-04-2025
০৫ ঠা বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই হলে মুখ্য বিষয়। আসলে মানুষের জীবনে ব্যস্ততা থাকা ভালো মনে করি। কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলে দেখা যায় মাথার ভিতর অন্য কোনো চিন্তা থাকে না! তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য। কবিতা মূলত অনুভূতির বিষয়! অনুভূতি ছাড়া কবিতা লেখা যায় না।
আজকের কবিতায় একজন প্রেমিকের না পাওয়ার যে বেদনা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা সময় যার সাথে আমাদের অনুভূতির আদান-প্রদান হতো। কোনো এক অভিমানে আজ কথা হয় না। তবে অনেক স্মৃতিই অকপটে থেকে যায়।
হৃদয়ের ক্ষত
অভিমানগুলো আজ অবর্ণনীয়,
স্মৃতির আকাশে ঘন কালো মেঘে জমেছে।
বৃষ্টি হয়ে ঝরে পরার কথা ছিল এ ধারায়,
কিন্তু অভিমান থেকে গেল!
হৃদয়ের ক্ষত কি ঝরে পরে বৃষ্টির মতো!
আমাদের আজ যেন হাজার মাইলের দূরত্ব,
কেউ কাউকে চিনি না,
কিন্তু তুমি জানো-
কি এক অদ্ভূত মায়ায় জড়িয়েছিলে তুমি।
আমাদের আজ কথা হয় না,
পথচলা হয়েছে ভিন্ন,
অনুভূতি যা ছিল তা হয়েছে আজ ফ্যাকাশে,
জানো তো,অনুভূতিরা কখনো মরে না।
আমি আজ কারো প্রেমে আটকায় না,
তুমি ছাড়া কবিতাও হয় না!
আয়নার সামনে কবে দেখিছি নিজেকে, মনে নেই!
তুমি নেই পাশে, শুধু স্মৃতি রয়ে গেছে,
হৃদয়ের অকপটে অদৃশ্য এক মায়ায়!
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি।
ধন্যবাদ আপু কবিতাটি পড়ার জন্য। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আপু।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। সবসময় চেষ্টা করি ভালো করে কবিতা লেখার।