মানুষ চেনা অসম্ভব...কণ্ঠে বৃষ্টি চাকী
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আশরাফ আহমদের জন্ম ১৯৫৬ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জের বুড়িস্থল গ্রামে। বাবা আক্কর আলী ও মা রোকেয়া খাতুনের বড় ছেলে। স্ত্রী কথাসাহিত্যিক নাসরীন জাহান আর কন্যা বিবিসির সাংবাদিক অর্চি অতন্দ্রিলাকে নিয়ে তাঁর জীবন-সংসার ১৯৭২ থেকে ১৯৭৫ সাল ছিল তাঁর সাহিত্যচর্চার প্রস্তুতিকাল। '৭৬ সালে ঢাকায় এসে বের করেন লিটলম্যাগ 'স্বকাল'। সেই থেকে ঢাকার সব কাগজে নিয়মিত লিখতে শুরু করেন। ১৯৮৪ সালে তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয়। দীর্ঘ সময় কবিতার ঘোরে কাটালেও খুব বেশিসংখ্যক কবিতা লেখেন নি। মাঝপথে পেশাগত ব্যস্ততায় লেখালেখিকে সময় দিতে পেরেছেন কম।
মানুষ চেনা অসম্ভব
লিখেছেনঃ আশরাফ আহমেদ
দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে দীর্ঘদিন
সেই রাস্তার ধারে গাছের বিল্ডিং থেকে শুরু করে
প্রতিটা দোকান চেনা হয়ে যায়,মুখস্ত হয়ে যায়
কোথায় কি আছে?দীর্ঘদিন একই জুতো পড়ার পর
হুবহু আর একটা জুতো ভুলবশত পায়ে দিলেও
দেখার আগেই টের পাওয়া যায়,অনুভব করা যায়
জুতো জোড়া অন্য কারো।কিন্তু বহু বছর ধরে
মারবেল আকৃতির দুটো চোখের দিকে তাকাবার পরও
মানুষ চেনা যায় না।আসলে মানুষ চেনা অসম্ভব,একেবারেই অসম্ভব....
লেখাঃ আশরাফ আহমেদ
কণ্ঠে @bristychaki
আজকে যে কবিতাটি আমি পাঠ করেছি এটার সাথে বাস্তবতার অনেক মিল রয়েছে।আমাদের আশেপাশের যেসব মানুষজন আছে তাদেরকে আমরা অনেক আপন মনে করি কিন্তু আসলেই কি তারা আপন হয়,আমরা কি তাদের পুরোপুরি ভাবে চিনতে পারি?এমন কিছু মানুষ আছে দিনের পর দিন আমাদের সাথে চলাচল করবে সব সময় পাশে থাকবে কিন্তু আমরা বুঝতেই পারিনা যে সেই মানুষটি আসলে আমাদের আপন নয়।পৃথিবীতে সব কিছু সহজ ভাবে করতে পারলেও মানুষ চেনা অনেক কঠিন।আসলেই মানুষ চেনা অসম্ভব একেবারেই অসম্ভব...!
আশাকরি আমার কবিতা আবৃত্তি টি আপনাদের ভালো লেগেছে!কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন। আর ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রোমোশন লিংক
এটা কোন সন্দেহ ছাড়া ঠিক। সত্যি মানুষের পক্ষে মানুষ চেনা অসম্ভব। চাইলে সবকিছু চেনা যায় রাস্তাঘাট প্রকৃতি কিন্তু মানুষ না। দারুণ আবৃত্তি করেছেন আপু। বেশ চমৎকার লাগল আপনার কন্ঠে শুনতে। খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।