স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
নীরবতার মাঝেই খুঁজে পাই সুখ,
চঞ্চলতায় শুধু বাড়ে মনের দুখ,
নিঃসঙ্গতায় জমে হতাশার পাহাড়,
কষ্টেরা জমে হয়ে যায় আষাঢ়।
(২)
মনের গোপন কথা রয় অজান্তে,
ভালোবাসার আবেগ ছড়ায় শিহরণে,
তোমাকে পেয়ে ধন্য আমি নিরবে,
ভালোবেসে তোমায় রেখেছি গহীনে।
(৩)
ভালোবাসি বলেই এত আয়োজন,
নিঃসঙ্গতার মাঝেও তোমায় করি আপন।
ভালোবেসে বলে দাও জীবন কেমন,
রঙিন হলে জীবনে হবে না ভাঙন।
(৪)
দূরত্ব যতই হোক পাহাড় সমান,
হৃদয় খুঁজে নেয় ভালোবাসার মান।
আবেগে ভেসে যায় হৃদয়ের ঠিকানা,,
ভালোবাসা থাকে নিরবে অজানা।
(৫)
অভিমান,অভিযোগ তখনই মানায়,
যেখানে ভালোবাসা নিজেকে সুধায়,
আবেগহীন হৃদয় যেন শক্ত মরুভূমি,
নেই কোনো ভালোবাসা নেই অনুভূতি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
নীরবতা, মনের কথা ,ভালোবাসা ,মান অভিমান সব কিছুর সমন্বয়ে খুবই চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতার লাইন গুলি সত্যিই খুবই সুন্দর হয়েছে।
আপু আজকে আপনি সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে পাঁচটি অনু কবিতা রেখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আর নিজের মনের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার চমৎকার টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।