একটি না পাওয়া ভালবাসা নিয়ে কবিতা

in আমার বাংলা ব্লগ6 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

 আস্সালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টে মাধ্যমে একটি সুন্দর ভালবাসার কবিতা উপহার দিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

প্রতিটি মানুষের জীবনে একবার হলেও সত্যিকারের ভালবাসা আসে। যে ভালবাসা কখনও পূর্ণতা পায় আবার কখনও পূর্ণতা পায় না। যেটা সময়ের প্ররিপ্রেক্ষিতে মেনে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যেতে হয়। তবে জীবনের প্রতিটি ক্ষনে যেন সেই ভালবাসার ছোয়া তাড়া করিতে থাকে। সব সময় মনেপড়ে সেই সোনালী অতিতের কথা আর সেই ভেবে চোখের কোনে জ্বল চলে আসে। তাই বলে জীবন যুদ্ধ থেমে থাকে না। সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন পরিবেশের সাথে অভিনয় করে চলতে হয়। তবে যখন মনটা খারাপ থাকে তখন সেই পুরাতন স্মৃতি বার বার তাড়া করিতে থাকে আর সেই সোনালী অতিতের সময়ে ফিরে যেতে বার বার মন চায়। কিন্তু সেটা কখনও সম্ভব হয় না। তবে পুরাতন সব স্মৃতি মনে করিতে করিতে মনকে শান্তনা দিতে থাকি এবং নতুন করে পথ চলার সাহস যোগাতে থাকি।

hearts-1450300_1920.jpg

Image Source

আজকে সেই সত্যিকারের একটি না পাওয়া ভালবাসা নিয়ে একটি কবিতা লিখতে যাচ্ছি আশাকরি সবার কাছে অনেক ভাল লাগবে তবে অনেকে বিরহ পছন্দ করে না কিন্তু আমার কাছে যেন বিরহটাই বেশি ভাল লাগে। তাই আমার জীবটা ও বেশি বিরহ দিয়ে আল্লাহ সাজিয়েছে। যাইহোক কবিতা আমি কখনও লিখি নাই। বাংলা ব্লগে এসে কবিতার আসর আর হাফিজুল্লাহ ভাইয়ের বিভিন্ন সময়ে কবিতা লেখা দেখে অনুপ্রেরনা পেয়ে কবিতা লেখার প্রতি অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। কারন কবিতার মাধ্যমে মনের মধ্যে লুকিয়ে থাকা অনেক ব্যাথা বেদনা প্রকাশ করা যাই। যাইহোক আজকের কবিতাটি পড়াযাক।

তুমি যে আমার সব
তুমি জীবনের আলো
তোমার জন্য বাঁচি আমি
তুমিই সুখের আলো

তোমায় ছাড়া সব ফাঁকা,
তোমাতেই মোর সব আশা,
তাই বলি, কি দোষ আমার,
ভালবাসি যে শুধুই তোমায়।

শ্বাস নিতে কষ্ট হয়,
তোমার স্মৃতি পুড়ায় সব,
কেন এতো দূরে গেলে তুমি,
এ হৃদয় আজ কাঁদে নিরব।

তোমার ছোঁয়ায় প্রাণ ফিরবে,
সেই আশা কি বৃথা হবে?
তোমায় ছাড়া বাঁচব না আর,
ভালবাসায় গড়া এ মায়ার ঘর।

কাঁদছি নিরবে রাতের আঁধারে,
তোমার ফেরার প্রতীক্ষায়,
ভালবাসা ভাঙল, কিন্তু স্বপ্ন ভাঙে না,
এ জীবন তোমায় ছাড়া কিছুতেই সাজে না।

আশা করি আজকের কবিতাটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আহা! ভালোবাসা না পাওয়া নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন মনের গভীরের অনুভূতি থেকে। কবিতাটি পড়ে বেশ মজা পেলাম।

 6 months ago 

আপু আমি তেমন কবিতা লিখতে পারি না। তবুও চেষ্টা করেছি সুন্দর করে লেখার জন্য আর এটি আপনার কাছে অনেক ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।