স্বরচিত কবিতা: বড় ভাইয়ের ভালোবাসা
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে বড় ভাইয়ের ভালোবাসা স্বরচিত কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
অবিচ্ছেদ্য সুরক্ষা বড় ভাই পরিবারের প্রথম "প্রহরী"। তার উপস্থিতিই ছোট ভাই-বোনের মনে আত্মবিশ্বাস আনে।
- ভুল-শোধরানোর দায়িত্ব: সে শাসনও করে, আবার সেই হাতেই গোপনে পাশে দাঁড়ায়।
- অনুকরণীয় আদর্শ: বড় ভাইয়ের পদচিহ্নই ছোটদের প্রথম জীবনের পথনির্দেশ।
এই সম্পর্ক রক্তের বাঁধন থেকে বড়, কারণ এখানে দায়িত্ব আর স্নেহ একাকার। আপনার যদি বড় ভাই থাকেন, তার জন্য একটি আদরের ডাক ("দাদা ভাইয়া") বা একটি ছোট চিরকুটও হতে পারে অমূল্য উপহার!
"বড় ভাইয়ের ভালোবাসা আকাশের মতো—চোখে দেখা যায় না, কিন্তু সে সবসময়ই উপরে।"
বড় ভাইয়ের ভালোবাসা
লেখক আমি আবু বকর সিদ্দিক
তুমি যেন জীবনের প্রথম পাঠ,
অনুভূতির অক্ষরে লেখা এক ব্যাকরণ;
ভুললে যে ছোট ভাইয়ের সব ভুল,
আড়ালে থেকে শেখানো এক নির্মল শিক্ষা।
তুমি শক্ত হাতে ধরালে পথ,
ভয়ের অন্ধকারে জ্বালালে আলো;
খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী,
কিন্তু বিপদে একাকার ভালোবাসার সাথী।
তোমার ডাকে জড়ো হয়েছিলাম
ঝড়ের রাতে একই ছাতার তলে—
বড় হওয়ার মানে তুমিই জানো,
ভালোবাসার ভাষা বড় ভাইয়ের চোখে!
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
Comment Link: 🖇️
1.https://x.com/Moto5g638776/status/1911092148101124376?t=KOl6TrtifJU3KHPinKhHKA&s=19
2.https://x.com/Moto5g638776/status/1911092719008825740?t=q_vDGndxZriYxFx_zv2DEQ&s=19
3.https://x.com/Moto5g638776/status/1911094090202272042?t=SDpPANEKOBHGvCsnHSaCtw&s=19
4.https://x.com/Moto5g638776/status/1911100552135741727?t=n3fvCcboVc19mxC9OrNuYw&s=19
5.https://x.com/Moto5g638776/status/1911100084156244142?t=JbU5UhJ-dLwSdu5VAcjZ7g&s=19