বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানো পর্ব : ১৪ ( sea beach)
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর ১৫ তম পর্ব নিয়ে।আজকে আপনাদের সাথে শেয়ার করব Eastbourne Sea beach সিরিজ এর ৭ম পর্ব। দেখতে দেখতে এখানকার ৬ টি পর্ব আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি।হ্যাঁ বন্ধুরা গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পাখিদের সমুদ্রের পাড়ে উপভোগ করা কিছু ফটোগ্রাফি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রপাড়ে করা আমার বাকি ফটোগ্রাফি গুলো।ফটোগ্রাফি গুলো দেখছি আর তখনকার মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। কতই না সুন্দর দিনটি আমরা কাটিয়েছিলাম পরিবারের সকলকে নিয়ে।আর তখনকার ওয়েদার খুবই চমৎকার ছিল। আর এখনকার ওয়েদারের কথা আর কি বলব?বাইরে যাওয়ার কথা হলেই কান্না পায়। প্রচন্ড ঠান্ডা,বাতাস এবং সাথে রয়েছে বৃষ্টি। এ কারণেই ইংল্যান্ডের উইন্টার সিজন আমার কাছে মোটেও ভালো লাগেনা। এদেশের বেশিরভাগ লোকই সামার সিজন কে বেশি পছন্দ করে।যাইহোক চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে, আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।
এরপর বেশ কিছুক্ষণ সকলে এনজয় করার পর বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে।এরপর সকলে মিলে বাসা থেকে আনা বিরিয়ানি দিয়ে পিকনিক শেষ করে ফেললাম।
খাওয়ার পর বাবা ও মেয়ে রিলাক্স করছে। এরপর পরিবারের সকলে মিলে বেশ কিছু গ্রুপ ফটোগ্রাফি করে ফেললাম
ফেরার পূর্বে মেয়ে আরেকটু এনজয় করে নিল।
বন্ধুরা আজকের পর্বের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ব্রাইটন সমুদ্র সৈকতের উপভোগ করা আমাদের কিছু মুহূর্ত। আশা করছি এই সমুদ্র সৈকত সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন আপনারা। আগামী পর্বে সমুদ্র সৈকতের আশপাশের কিছু এলাকা আপনাদের সাথে শেয়ার করব।আজ তাহলে এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
Location |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

শীতের সিজনে থাকে এমনিতেই ঠান্ডা তার উপর বাতাস ও বৃষ্টি হলে বিরক্তিকর লাগবেই।
ফটোগ্রাফি গুলোর মধ্যেও ওয়েদারটা বেশ সুন্দর দেখাচ্ছে খুব। মেয়েরা খুব উপভোগ করছে তা দেখাই যাচ্ছে।
ঘোরাঘুরি দারুণ একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। খুবই ভালো লাগলো অচেনা জায়গার সমুদ্রপাড়ের মাটির সুন্দর দৃশ্য দেখতে পেরে। যেখানে আপনারা বাচ্চাদের সাথে দারুন মুহুর্ত অতিবাহিত করেছেন। বাসা থেকে নিয়ে আসা বিরিয়ানি খেয়ে ক্ষুধা নিবারণ করেছেন। এরপর আপনার মেয়ে আবারো কিছুটা এনজয় করে নিল। সব মিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো।
ইংল্যান্ডে এমনিতেই প্রচুর ঠান্ডা, তার মধ্যে বৃষ্টিপাত হলে তো বিরক্ত লাগবেই বাহিরে যেতে। তবে বাংলাদেশের শীতকাল দারুণ লাগে। যাইহোক সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। এমন খোলামেলা জায়গায় বিরিয়ানি দিয়ে পিকনিক করা হয়ে গেল। পরিবারের সবাই মিলে এভাবে ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। সবমিলিয়ে চমৎকার সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বাচ্চাদের স্কুল হলিডেতে বাচ্চারা খুব ই ইনজয় করেছে। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এমন খোলামেলা পরিবেশে বাচ্চাদের সময় সুন্দর কেটেছে।আর সাথে মজার বিরিয়ানি খেতে পারলে আনন্দ তো দিগুন হয়ে যায়। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।