কক্সবাজার ভ্রমণ || পাটুয়ারটেকঃ পর্ব: ৪
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে।আর মাত্র ৮-৯ দিন আছে ফিরে যাবো ইংল্যান্ডে।এরই মাঝে নিজের আপনজনদেরকে নিয়ে বেশ ঘোরাফেরা করেছি, খুব বেশি এনজয় হয়েছে সকলেরই।তবে সবচেয়ে বেশি ইনজয় হয়েছে সিলেটে যখন আমার মা ও ভাই বোনেরা এসেছিল।বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম তাদের নিয়ে, সাথে আমার দুই ভাসুরের ফ্যামিলিও ছিল।প্রায় ২৫-২৬ জনের টিম ছিল আমাদের।তাহলে চিন্তা করুন কত আনন্দ হয়েছিল আমাদের।যাইহোক আজকে কক্সবাজার ভ্রমনের ৫ম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।কক্সবাজার যাওয়ার ২য় দিন সকলে মিলে গিয়েছিলাম মিনি বান্দরবান।সেখান থেকে ফিরে গিয়েছিলাম পাটুয়ারটেক সমুদ্র সৈকতে।কিন্তু প্রবলেম হলো সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল।ভালোভাবে ফটোগুলো নিতে পারেনি। কিন্তু সন্ধ্যা হলেও চারিদিকের দৃশ্য ছিল চমৎকার।আসলে আমার কাছে মনে হয় সন্ধ্যার পরও সাগর এক অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়।অন্ধকারের মধ্যে সাদা সাদা ঢেউগুলো দেখতে খুবই চমৎকার লাগে।আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন আকাশ ছিল নীল।আকাশ নীল, সমুদ্র নীল।কি যে চমৎকার লাগছিল তা বলে বোঝাতে পারবো না।আর ঢেউগুলো যখন পায়ের উপর আছড়ে পড়ছিল তখন অন্যরকম এক আনন্দ অনুভূত হচ্ছিল।
এখানকার বীচে ছিল বড় বড় পাথর সাজানো।কিছুটা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মত।যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছিল তাই ভালোভাবে উপভোগ করতে পারেনি।কিন্তু তারপরও সকলে মিলে পানিতে নেমেছিলাম।তবে বেশি দূর যায়নি যেহেতু রাত হয়ে গিয়েছিল।আসলে সাগরের কাছে গেলে এত ভালো লাগে যে সেখান থেকে ফিরে আসতে মন চায় না।যাইহোক সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম পাশের একটি রেস্টুরেন্টে। সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে অবশেষে আমাদের হোটেলে ফিরে এলাম।
যাওয়ার পথে এই সাম্পান গুলো দেখেছিলাম। কাছ থেকে যদিও দেখতে পারিনি দূর থেকে ফটো তুলে নেয়া হয়েছিল যখন গাড়িতে ছিলাম।এর আগে যখন কক্সবাজারে এসেছিলাম তখন কাছ থেকে সাম্পান গুলো দেখে বেশ ভালো লেগেছিল। কারণ এটি ছিল আমার প্রথম সাম্পান দেখা।এর আগে সাম্পানওয়ালার গান শুনেছিলাম কিন্তু কখনো সাম্পান দেখা হয়েছিল না।তাই চোখের সামনে সাম্পান গুলো দেখে কিছু ফটোগ্রাফি নিয়ে নিলাম।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Wow, @tangera! What a beautiful glimpse into your Cox's Bazar trip! Your photos truly capture the magic of the beach, especially those stunning sunset shots at Patuartek. The way you describe the feeling of the waves and the colors of the sky is just captivating. It sounds like an amazing time with your family, 25-26 people enjoying the sea together–what could be better? I especially loved hearing about your first encounter with a Sampan. Thanks for sharing these special moments and I am already anticipating the next installment of your travel series! Keep up the excellent work!
মিনি বান্দরবানে ঘুরতে খুব ভালো লাগে। গত বছর আমরাও মিনি বান্দরবানে গিয়ে ঘুরাঘুরি করেছিলাম। যাইহোক পাটুয়ারটেক সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। পাটুয়ারটেক সমুদ্র সৈকত আসলেই খুব সুন্দর। আমি যতবার কক্সবাজারে গিয়েছি,ঠিক ততবারই পাটুয়ারটেক সমুদ্র সৈকতে গিয়েছি। তাছাড়া মেরিন ড্রাইভের রাস্তাটাও দারুণ লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।