প্রকৃতি থেকে নেওয়া কিছু এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ19 hours ago

20250826_211103.jpg

Cover image

আসসালামু আলাইকুম। শুভ সকাল, আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে কিছু চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে দেওয়া এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে চাই। ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমি আমার অবসর সময় গুলো ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করার পাশাপাশি সেগুলো ব্লগিং আকারে আপনাদের মাঝে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগে। আজকে আপনাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি।

নদীর সৌন্দর্য

20250704_092027.jpg

আমি সব সময় ভ্রমণ করতে পছন্দ করি। তাই আমি যখন আমার কোন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আমি নদী ভ্রমণ করেছিলাম। তবে সেই সময়টা নদীতে পানি কম ছিল। নদীতে পানি কম থাকার কারণে আমি নদীর ভেতরে ভ্রমণ করেছিলাম এবং আমি কিছু নৌকার ফটোগ্রাফি করেছিলাম। অবশেষে আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।

হাতের ওপর একটি পাখি

20250711_102557.jpg

আমি গত সপ্তাহে একই রকমের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। হাতের ওপর একটি চমৎকার পাখির ফটোগ্রাফি। আমার ছোট ভাই একটি ছোট পাখির বাসা ধরে ছিল এবং পাখিকে সে প্রতিনিয়ত খাওয়া এবং সেবা যত্ন করে বড় করে তুলেছিল। কারণ ঝড়ের রাতে এই পাখির বাচ্চাটি তার পরিবার হারিয়েছে।

অবশেষে আপনাদের মাঝে চমৎকারভাবে আমি ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নিলাম। হাতের ওপর এই পাখির বাচ্চাটি ফটোগ্রাফি আপনাদের কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।

বাড়ির ভেতরে রসুন ফুল

20250804_115642.jpg

আমাদের বাড়ির ভেতরে একটি ফুলের গাছ রয়েছে। এটাকে আঞ্চলিক ভাষায় রসুন ফুল বলা হয়ে থাকে। আমি যখন বাইরে ছিলাম তখন আমার ভাগিনা এই ফুলের গাছ রোপণ করেছিল। বর্ষাকালে ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।

অবশেষে চমৎকার এই রসুন ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগছে।

দুপুরে নদীর ভেতরের নীল আকাশ

20250703_165149.jpg

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমার সবসময়ই বেশ ভালো লাগে। তাই আমি যখন আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দুপুরে নদী ভ্রমণে গিয়েছিলাম। আকাশে প্রচন্ড রোদ এবং একদিকে নীল আকাশ এবং প্রচুর পরিমাণে বাতাসও ছিল। সবকিছু মিলিয়ে আমি নীল আকাশের সৌন্দর্য উপভোগ করেছিলাম এবং নদীর সুন্দর বাতাস উপভোগ করেছিলাম।

অবশেষে নদীর ভেতরের সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লেগেছে।

বাড়ির পাশের পেঁপে গাছ

20250805_083844.jpg

আমার বাড়ির পাশেই একটি ছোট্ট পেঁপের বাগান রয়েছে। আমি প্রতিনিয়ত আমার বাগানে যাই এবং গাছের পরিচর্যা করি। আমি সব সময় গাছের রোগ মুক্তি রাখার জন্য চেষ্টা করি এবং বিভিন্ন সময় সেগুলো পর্যবেক্ষণ করি।

অবশেষে আপনাদের মাঝে পেঁপে গাছের চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।

আমি এখানে এলোমেলো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রায় ছয় ধরনের এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছি। এর মধ্যে প্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য ও, ফুল নিয়ে আপনাদের মাঝে ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে কোন ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে মন্তব্য করতে ভুলবেন না। আজকের ফটোগ্রাফি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Posted using SteemPro

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 11 hours ago 

অসাধারণ সব ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে দেখতে। আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া।

 6 hours ago 

আমাদের চারপাশে প্রকৃতিতে উপস্থিত সবকিছুরই একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে। গাছপালা, ফুল, পশুপাখি সবকিছুই আমাদের প্রকৃতির অংশ যা দেখতে ভীষণ সুন্দর হয়ে থাকে। আর এইসব প্রকৃতির সুন্দর পাখি, ফুল এবং প্রাকৃতিক দৃশ্য প্রত্যেকটির ফটোগ্রাফি দেখতে চমৎকার হয়েছে। ধন্যবাদ।