এলোমেলো ফটোগ্রাফি
"যেখানে দেখিবে ছাই,উড়াইয়া দেখ তাই,
পাইলেও পাইতে পারো,অমুল্য রতন।"
একজন ফটোগ্রাফারের সফল হতে হলে এই উক্তিটি মেনে চলে হয়। একজন সাধারণ মানুষের থেকে তার নজর হতে হয় আলাদা। এমন অনেক জিনিস আছে যা সবার চোখে সাধারণ,কিন্তু এই সাধারণ জিনিস গুলোই অসাধারণ হয়ে ধরা দেয়। যদিও আফসোস এই গুণ টা অর্জন করতে পারি নি। তবে কথায় আছে না, "গাইতে গাইতে গায়েন।"তাই প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি।আজকেও আপনাদের সাথে শেয়ার করব আমার তোলা কিছু ফটোগ্রাফ।
এই ছোট্ট সুন্দর ফুলটির বাংলা নাম পর্তুলিকা।ইংরেজী নাম টাও সুন্দর মস-রোজ।এটা কিন্তু আমাদের খুবই পরিচিত। অনেকে এটাকে ঘাসফুল ও বলে। এটা বিভিন্ন রংয়ের হয়। সব থেকে কমন রঙ হল গোলাপী। এই রংয়ের পর্তুলিকা আমার এবারই প্রথম দেখা।
এটিও কিন্তু আমাদের বড়ই পরিচিত। সাধারণত আমরা বাড়ির শোভাবর্ধনের জন্য এই ফুলের গাছ লাগিয়ে থাকি।এটাও দুইটি রংয়ের হয়।একটি এমন গোলাপী আরেকটি সবুজাভ সাদা।ফুলটি দেখতে বেশ লাগে, কাগজ দিয়ে বানানো কৃত্রিম ফুল মনে হয়।
এগুলো রক্তকরবী।সাহিত্যে কিন্তু করবী ফুলের বেশ উল্লেখ পাওয়া যায়।আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই আছে রক্তকরবী নামে। এই গাছটি রুক্ষ পরিবেশে খুব সহজেই টিকতে পারে। তাই বিভিন্ন জায়গার সৌন্দর্য পরিবর্ধনে এই ফুল ব্যবহৃত হয়।
আশা করি এটার বিষয়ে কাউকে নতুন করে কিছু বলতে হবে না।সত্য কথা কি এর সম্পর্কে বেশি কিছুই জানিনা যে বলব। শুধু জানি এটি একটি পাতাবাহার। এর কাজ বাগানের অন্য গাছ কে পাহাড়া দেওয়া।কারন বাগানে কোনভাবে গরু ছাগল ঢুকলে আগে একেই আক্রমন করে।কেউ আবার সত্য ভাববেন না,এটা আমার সম্পূর্ণ বানানো কথা।হাহাহাহা
প্রথম দেখায় আপনার মনে হতে পারে কেউ যেন রাস্তার মাঝে আলুর ডালা একটির উপর অন্যটি ডাই করে রেখেছে।কিন্তু আদপে এটি একটি ভাস্কর্য। অনেকেই জানেন আমাদের বগুড়া শুধুমাত্র দইয়ের জন্য কিন্তু বিখ্যাত নয়,দইয়ের পাশাপাশি বগুড়া আলুঘাটির জন্য বিখ্যাত।এটি সেই আলু ঘাটির আলু।
ছবিটি দেখে কার কি মনে হচ্ছে জানিনা। আমি প্রথম যখন দেখেছি তখন আমার মনে হচ্ছিল সূর্যকে কেউ যেন ঐ টাওয়ারের সাথে বেধে রেখেছে।তাই সূর্য ওখানেই আটকে আছে।বেশ হাস্যকর মনে হওয়ায় ছবিটি ক্যামেরা বন্দী করেছি।
ইহা একটি ডালিয়া। ডালিয়া ইম্পেরিয়ালিস এই প্রজাতির নাম।এই দুনিয়ায় যে ডালিয়া কত প্রজাতির আছে সেটাই আমার কনফিউশন হয়। যেটাকে কসমস ভাবি গুগল লেন্সে গিয়ে দেখি সেটিও ডালিয়া।যাই হোক ফটোগ্রাফি পোস্টের দৌলতে অনেক ফুলকে নতুন করে চিনতেছি।
ফটোগ্রাফার | বৃত্ত |
---|---|
ডিভাইস | পোকো এক্স২ |
লোকেশন | মম ইন বিনোদন জগৎ, বগুড়া সদর |
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
এই ফুলের নাম আজকেই প্রথম শুনলাম তবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তাছাড়া অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লাগছে দাদা। আপনার শেয়ার করা সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে। ধন্যবাদ ভাইয়া।
অনেক মহামূল্যবান উক্তির মাধ্যমে আপনার পোস্ট শুরু করেছেন । ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় । আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । আপনার শেয়ার কৃত ফুল গুলির মধ্যে বাগান বিলাস ও ডালিয়া আমার খুব প্রিয় ফুল।
বাহ আপনার প্রিয় ফুলগুলোর নাম জেনে ভাল লাগল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফির সবগুলি ফটো অনেক সুন্দর হয়েছে । বিশেষ করে রক্ত কবরী ফুলের কথাটি না বললেই নয় । তাছাড়া আপনার ছয় নাম্বার ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে আজকে আপনার ফটোগ্রাফির প্রশংসা করতে হয়। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া প্রশংসার মাধ্যমে উৎসাহিত করার জন্য।
আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি টা একটু বেশি ভাল ছিল। আর হ্যাঁ আপনার কাছে যেটা কাগজ দিয়ে বানানো কৃত্রিম ফুল মনে হয়। ওই ফুলটার নাম আমার ঠিক মনে নেই তবে ওই ফুল টা শুধু দুইটা কালার নয় আমি ওই ফুলটাকে হলুদ কালারের ও হতে দেখেছি। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঐ ফুলটার নাম বাগান বিলাস। আমার ভুলও হতে পারে। আমি শুধু দুইটি রংয়ের দেখেছি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
দাদা ভাই তো দেখি কবি কবি ভাব ৷ বেশ ভালোই তো লিখেছেন ৷ অনেক ভালো লাগলো লেখা গুলো পড়ে ৷ সর্বোপরি প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল ৷ তবে বগুড়ার আলুর ভাস্কর্য দেখে তো অনেক হাসি পেলো ৷ তবে দেখতে সত্যি অনেক ভালো লাগছে ৷
এত কবির মাঝে থাকি, কবি না হয়ে উপায় আছে? ধন্যবাদ দাদা সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
আপনার ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো দেখে তো আমি একেবারেই মুগ্ধ। আপনি একেবারে মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল। আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে থেকে ফুলের কিছু ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এক এবং তিন নাম্বার ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ আপু।
পর্তুলিকা ফুল গুলোকে আগে আমরা ঘাস ফুল নামেই চিনতাম। এখন এর নাম জানি। তাছাড়া দুই নম্বর ফুল টাকে আসলে কৃত্রিম ফুল মনে হচ্ছে। ৪ নাম্বার ফুলটাকে না বললে তো আমিও আপনার মত আলুর ডালাই মনে করতাম। সেরকমই লাগছে দেখতে। তাছাড়া সূর্যের ছবিটা আসলেই অসাধারণ হয়েছে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ভালো লাগলো দেখে। ধন্যবাদ।
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে। ধন্যবাদ আপু।
আপনি চমৎকার উক্তির মাধ্যমে পোস্ট করেছেন। আসলে কখনো কখনো ভালো উক্তিগুলো শুনতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
এই কথাটা আমি নিজেও খুব মানি। কারণ অন্যদের থেকে আশেপাশে বা প্রকৃতিতে যদি আপনি আলাদা কিছু না খুঁজে পান তাহলে একজন ভালো ফটোগ্রাফার হয়ে ওঠা সম্ভব নয়।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর আপনার উপস্থাপনাও বেশ ভাল ছিল। তবে তারপরেও ছয় নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে একটু ইউনিক এবং বেশ ভালো লেগেছে।
সম মনের মানুষদের চিন্তা ভাবনা নাকি এক রকম হয়।আপনি আমার সাথে একমত হয়ে এটাই প্রমান করলেন। ধন্যবাদ দাদা অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে।