ফটোগ্রাফি পোস্ট।। আজকের ফটোগ্রাফিতে কৃষকের কর্মজীবন কে ফুটিয়ে তুলেছি।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
কোদাল হাতে ব্যস্তময় কৃষক।
- উপরের ফটোগ্রাফি দুটির মধ্যে একজন কৃষককে দেখতে পাচ্ছেন। তিনি জমিতে যাচ্ছিলেন কোদাল নিয়ে কাজ করার জন্য। ঠিক সে সময়েই এই ফটোটা আমি সংগ্রহ করেছিলাম। এইতো গতকালকেই এই ফটোটি সংগ্রহ করেছি। তবে কৃষকের মাথার চুলের স্টাইল করার দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জমিতে কাজ করে তাই বলে কি স্টাইল করতে পারবে না? সবার জন্যই নিজের বাক স্বাধীনতা রয়েছে এবং ইচ্ছা স্বাধীনতা রয়েছে।
📸ফটোগ্রাফি দুই📸:
সরিষা ক্ষেতে ব্যস্তময় কৃষক।
- আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই সরিষা ক্ষেতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো। তবে এখন সরিষার ফুল ঝরে গিয়ে সেগুলোতে সরিষা হয়েছে। আর সেই সরিষা ঘরে উঠানোর তাগিদে কৃষকরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। সেই সরিষা ক্ষেতে একজন কৃষকের কর্মব্যস্তময় সময়কে ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম।
📸ফটোগ্রাফি তিন📸:
বিচণ উঠাচ্ছে কৃষক।
- কৃষক জীবন সত্যিকার অর্থেই অনেক বেশি কষ্টের। তার কারণ যতই বৃষ্টি হোক শীত হোক কিংবা প্রচন্ড পরিমাণের রোদ হোক তাদের কাজ তাদেরকে করতেই হয়। কোনো প্রতিকূল পরিবেশই তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমার উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একজন কৃষক পানিতে বসে কিছু একটা তুলতেছে, তাই না? আমাদের এই দিকে এই জিনিসগুলোকে বিচন বলে। আপনাদের ঐদিকে কি বলে কমেন্টে জানাতে পারেন।
📸ফটোগ্রাফি চার📸:
সরিষা সংগ্রহ করছে কৃষক।
- সরিষা ক্ষেতে সরিষা পরিপক্ক হওয়ার পরে সেগুলোকে জমি থেকে উঠিয়ে বাসায় নিয়ে আসতে হয়। তাই গাছে হওয়া সরিষা গুলিকে গাছ সহ কৃষকরা জমি থেকে তুলে নিয়ে আসে।তেমনি একটি চিত্র উপরের ফটোগ্রাফিতে তুলে ধরেছি।
📸ফটোগ্রাফি পাঁচ 📸:
আলু ক্ষেতে কীটনাশক প্রয়োগ।
- এই ফটোটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। কারণ এই ফটোটি ওঠানোর সময় ওয়েদার অনেক বেশি ভালো ছিলো। বন্ধুরা উপরের ফটোগ্রাফিতে একজন কৃষককে দেখতে পাচ্ছেন তিনি তার আলু ক্ষেতে কীটনাশক প্রয়োগ করছেন। এই ফটোটাও এক কৃষকের জমি থেকে সংগ্রহ করেছিলাম।
📸ফটোগ্রাফি ছয়📸:
পরিত্যক্ত সরিষা সংগ্রহ।
- কৃষকদের জমি থেকে সরিষা উঠিয়ে নিয়ে আসার পর সেই জমিগুলোতে আরো বেশ কিছু সরিষা থেকে যায়। আর ঠিক সে কারণেই পরবর্তীতে পুনরায় সেই জমিগুলো থেকে ঐ পরিত্যক্ত সরিষা গুলোকে সংগ্রহ করা হয়। যেমনটা আমার উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন।
📸ফটোগ্রাফি সাত 📸:
জমিতে সার প্রয়োগ।
- আমার আজকের ফটোগ্রাফি পোস্টের শেষের তথা উপরের ফটোগ্রাফি তিনটি যদিও বা দেখতে একটু খারাপ হয়েছে তবে এই ফটোর মধ্যেও কৃষকদের জীবন যাত্রার একটি রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা যে ভাত খেয়ে থাকি তার জন্য কৃষকরা ছোট থেকেই ধানের জমিতে পরিচর্যা করে থাকেন। তারই প্রেক্ষিতে কৃষক জমিতে সার প্রয়োগ করছেন। তারই একটি দৃশ্য ক্যামেরা বন্দী করে শেয়ার করলাম।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ডেইলি টাস্ক প্রুফ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1894017397444489721?t=YM2fRyZqBu6ylMRGKDOWpQ&s=19
সত্যি ভাইয়া কৃষকের জীবনটা অনেক কষ্টের। তবে এত কষ্ট করে যখন সোনার ফসল হাতে পায় তখন তাদের হাসি দেখলে মনটা ভরে যায়। আপনি খুবই সুন্দর ভাবে কৃষকের কর্মজীবন কে আমাদের মাঝে ফোটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ।
কৃষকের মুখের হাসি আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে কৃষি আছে বলে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারি।আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিভিন্ন পেশার মতো কৃষিকাজের একটা অন্যতম পেশা। এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি চাহিদামূলক পেশা হলো এই কৃষি কাজ কারণ কৃষিকাজ ছাড়া আমাদের জীবন কিন্তু একেবারেই অচল এমনকি শিল্পকর্ম থেমে যায়। অথচ এই কৃষকদের জীবনে কষ্টের শেষ নেই এমনকি তারা যে চাষবাস করে বিশাল লাভের মুখ দেখে তাও কিন্তু নয়। আপনি চমৎকার সব ছবি তুলেছেন যার মধ্য দিয়ে আমরা কৃষকের পরিশ্রমের নানান দিকও দেখতে পাচ্ছি এবং দুবেলা দুমুঠো খেতে পাওয়ার শুরুটা দেখছি। খুব ভালো হয়েছে ফটোগ্রাফি গুলো।
আসলে একজন কৃষক যে সারাদিন কতটা বেশি কটর পরিশ্রম করে তা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। আসলে প্রত্যেক দেশের কৃষকেরা তাদের জমিতে সোনার ফসল ফলানোর জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে থাকে। এত সুন্দর একটা টপিক নিয়ে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনার তোলা প্রত্যেকটি ছবি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
ভাইয়া আজকে আপনি ফটোগ্রাফিতে কৃষকের কর্মজীবন কে ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দর করে। এটা একদম ঠিক ভাই কৃষকের জীবন অনেক কষ্টের। অনেক কষ্টের পর তারা যে ফসল ঘর তোলে এবং অনেক বেশি লাভ করে তাও এমন না। আপনার ধারণ করা আজকে সবগুলো ফটোগ্রাফি অনেক দুর্দান্ত ছিল। ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।
কৃষকের কর্মজীবনকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে, এটা দেখে অনেক ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করা হয়েছে। কৃষকরা অনেক সুন্দর ভাবে কাজ করছে মাঠে। এক কথায় চমৎকার ছিল প্রতিটা ফটোগ্রাফি। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের অর্থনীতি টিকে আছে কৃষির উপর। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। কৃষিকাজ করছে এমন রিলেটেড ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।