ফুলের রাজ্যে প্রশান্তির খোঁজে (অসাধারণ সুন্দর সাতটি ফুল)
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা সকলেই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আবার ও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। @amarbanglablog বন্ধুরা তাই আমি আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। ফটোগ্রাফি তেমন সুন্দর করে করতে না পারলেও চেষ্টা করি। কারণ চেষ্টা করলে সবকিছু সম্ভব। জীবনে সফল হতে হলে পরিশ্রম অবধারিত। যে পরেশ্রম করবে তার সফলতা নিচ্চিত। তাই চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভাল ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। আমি আজ বিভিন্ন ধরনের ফুল ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি কিছুটা হলে ও আপনাদের আনন্দ দিতে পারবো আমার ফটোগ্রাফির মাধ্যমে।
মানুষের যখন মন খারাপ থাকে তখন ফুলের বাগানে গেলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। প্রকৃতি এমন এক জিনিস যেদিকে তাকাই সেদিকে সুন্দর দেখায়। প্রকৃতির সাজানো পরিবেশের মধ্যে ফুল অন্যতম। মানুষ সুন্দরের পূজারী তাই ফুলও অনেক বেশি পছন্দ করে সবাই। বিভিন্ন কাজে মানুষ ফুল ব্যবহার করে যে কোন শুভ কাজে ফুল দিয়ে মানুষ শুভ কাজটি শুরু করেন। এছাড়াও বাড়তি সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ বিভিন্ন অফিস আদালত কিংবা বাড়ির আঙিনায় যে যেখানে পারে কিছুটা হলেও ফুলের বাগান করার চেষ্টা করেন। অনেকে আছেন যারা পারেনা বাগান করতে তারা ব্যালকনিতে হলেও দুই একটা ফুলের গাছ রাখতে চাই। আমার তো ফুলের বাগান করতে অনেক ভালো লাগে। ফুলের মাঝে যেয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে। আজ বেশ সুন্দর এবং মনোরম সাতটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।
সাদা নয়ন তারা ফুল
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। যদি হয় এমন সুন্দর সুন্দর ফুল তাহলে অনেক ভালো লাগে। বিশেষ করে সাদা রংয়ের ফুল গুলো অনেক সুন্দর। তার মধ্যে সাদা নয়ন তারা ফুল অন্য রকমের একটি সুন্দর ফুল। মাঝ খানে পিঙ্ক কালার এবং পাপড়ি গুলো সাদা। দেখতে বেশ সুন্দর একটি ফুল সাদা নয়ন তারা ফুল। দুইটা কালারের সমন্বয়ে দেখতে অসাধারণ আজকের এই ফুলটি।
মিলি ফুল/কাঁটা মুকুট ফুল
এই ফুলের নাম আমার একদম জানা ছিল না। ফুল তো ফুলই যে কোন ফুল দেখতে তো অনেক ভালো লাগে। যদি একটা ফুল বাগানে যাই আমরা সেখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। কিন্তু আমার নির্দিষ্ট ভাবে কোন ফুলকে ভালো লাগে না সবগুলো ফুল আমার অনেক পছন্দের। এই ফুলটির নাম হচ্ছে মিলি ফুল বা কাঁটা মুকুট ফুল। এই ফুলের নাম আমার আগে জানা ছিল না আমার বাংলা ব্লগে এমন সুন্দর কাঁটামুকুট বা মিলি ফুল দেখতে পায় সব সময়। আমিও ফুলের গাছ থেকে অনেকগুলো মিলি ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
পিঙ্ক নয়ন তারা ফুল
এই ফুলের ফটোগ্রাফি টা হচ্ছে নয়ন তারা ফুল। নয়ন তারা ফুল দেখতে আমার অনেক ভালো লাগে। গাঢ় পিঙ্ক কালারের নয়নতারা ফুলটি দেখতে অসাধারণ ছিল। আমরা সবাই কম বেশি সকলেই ফুল অনেক বেশি পছন্দ করি ফুল দেখতে অনেক ভালবাসি। ফুল হাতে নিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যায় কিন্তু গাছে থাকলে সুন্দর বৃদ্ধি করে। নয়ন তারা ফুলের অনেক সুন্দর সুন্দর কালার দেখেছি আমি তবে এই ফুলের কালারটি কিন্তু অসাধারণ ছিল। আগে শুধু সাদা নয়ন তারা ফুল দেখেছিলাম। এখন কিন্তু বিভিন্ন কালার মিক্স করা নয়ন তারা ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলের ও দুইটি কালার আছে একটি পিঙ্ক কালার অন্যটি হচ্ছে মাঝখানে লাল।
মাইক/মধু ফুল
এই হলুদ কালারের ফুলকে আমরা আমাদের লোকাল ভাষায় মধু ফুল অথবা মাইক ফুল নামে চিনি। এই ফুল আমার এত সুন্দর লাগে সত্যি কলিটা অনেক ভাল লাগছিল। আমার বাড়িতে এই ফুলের একটি গাছ ছিল সারা বছর ফুল ফুটে এই গাছে। ফুলের বাগানে এই ধরনের ফুল আমি দেখতে পাই। এই ফুলের ও বিভিন্ন কালার আছে। বিভিন্ন জায়গায় অনেক সুন্দর করে এমন সুন্দর ফুল গাছ গুলো দেখা যায়। দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে ফুল। তাই আমি ফুল দেখলেই ফটোগ্রাফি নিয়ে রেখে দিই।
মিনি জেসমিন ফুল
জেসমিন ফুল সবার পরিচিত একটি ফুল। শহরে কিংবা গ্রামে যেকোনো পরিবেশেই দেখতে পাওয়া যায় জেসমিন ফুল। বিশেষ করে যেসব এরিয়া দর্শনার্থীদের জন্য রাখা হয় সেখানে খুব সুন্দর করে গোলাকারের সেডো করে রাখা হয়। প্রায় সময় ছেঁটে দেওয়া হয় যাতে ফুল গুলো গোলাকারের করে রাখার জন্য। এই মিনি জেসমিন ফুল দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে যে কোন হোটেল, রেস্টুরেন্ট কিংবা দর্শনীয় স্থানে রাখা হয়। দেখতে বেশ ভালো লাগে সবুজের মাঝে সাদা সাদা ছোট ফুল গুলো।
কাগজ/বাগান বিলাস ফুল
কাগজ ফুল বা বাগান বিলাস আমাদের প্রায় সকলের বাড়ির গেটের সামনে দেখা যায়। বিশেষ করে গ্রামের কিংবা শহরের যারা সখের বসে দালান গুলো তৈরি করেন তাদের এরিয়াতে এই বাগান বিলাস ফুলগুলো দেখা যায়। তবে আমরা বেশির ভাগ গ্রামের ভাষায় এই ফুল গুলোকে কাগজ ফুল বলে থাকি। কাগজের মত অনেক পাতলা বিভিন্ন কালারের এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। এই পিঙ্ক কালারের ফুলটি দেখতে অসাধারণ সুন্দর। যে কোন ধরনের গেটের সামনে বেশ মানানসই একটি ফুল।
সোনালু ফুল
আমার কাছে এই ফুলটি যেমন নতুন পরিচিত তেমনি নামটাও নতুন নাম। এই ফুলটি নাম জানা ছিল না গুগল সার্চ করে অনেক কষ্ট করে নামটি সোনালু ফুল জানতে পারলাম। কিন্তু এর আগে নামটা শুনেছি কিন্তু ফুল দেখি নাই। অনেক সুন্দর একটি ফুল সোনালু ফুল। পুরো গাছটি একদম গোল্ডেন কালারের অথবা হলুদ কালারের ও বলা যাবে। সুন্দর একটি ফুল পাতার পরিমাণ খুবই কম কিন্তু ফুলের পরিমাণ বেশি এই গাছের।

আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমারো ভাল লাগতেছে। |
---|
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
লোকেশন-কক্সবাজার, বাংলাদেশ | location |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সাদা রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি এবং সোনালু ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আমাদের এলাকায় এই ফুলটি সোনালী ফুল নামে পরিচিত।
অনেক ধন্যবাদ ভাইয়া আসলে সোনালু ফুল অনেক সুন্দর একটি ফুল এছাড়া সাদা নয়ন তারা ফুল অসাধারণ।
ঠিকই বলেছেন আপনি কারো মন খারাপ থাকলে ফুলের বাগানে গেলে মন এমনিতে খুবই ভালো হয়ে যায়। আর আপনি যেকোনো কাজের শ্রম দিলে তার সফলতা আসবেই। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফিগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে সাদা নয়ন তারা ফুল জেসমিন ফুলের ফটোগ্রাফি এবং সোনালু ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে খুব সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন যা বড় অনেক ভালো লাগলো। আর আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7u2kjh
সত্যি বলেছেন আপু মন খারাপ থাকলে কিন্তু ফুলের বাগানে বা প্রকৃতির কাছে গেলে মনটা বেশ সতেজ হয়ে যায়। আর আজ আপনার ফটোগ্রাফি গুলো দেখেতে মন জুড়িয়ে গেল। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করলেন । এক কথায় অসাধারণ।
প্রকৃতি এমন এক জিনিস মানুষের মনকে অনেক বেশি সতেজ করে দেয় যখন মন খারাপ থাকে তখন। অনেক ভালো লেগেছে আপনার মন্তব্যটি পড়ে।
Twitter link
দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।। বিশেষ করে প্রথম তিনটা ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে এর মধ্যে নয়নতারা ফুল থেকে যেন চোখ সরাতে পারছে না।।
ফটোগ্রাফি গুলা সম্পর্কে সুন্দর উপস্থাপনা পেশ করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
অনেক ধন্যবাদ আপনাকে তবে আপনার ফটোগ্রাফি গুলোর ধারের কাছেও যেতে পারবেনা ভাইয়া। চেষ্টা করি আপনাদের গুলো দেখে দেখে অনেক বেশি অনুপ্রেরণা জাগে।
আপু নিজেকে এত ছোট বানালেন কেন বুঝলাম না।
আপনি তো অসম্ভব ভালো ফটোগ্রাফি করেন আর রেসিপি কথা কি বলব দেখলেই তো খেতে ইচ্ছে করে।
ভাইয়া নিজেকে ছোট বানাইনি 😊😊😊রিয়েলি আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভাল লাগে। আমিতো চেষ্টা করি আপনাদের থেকে দেখে 😍😍। ধন্যবাদ নিজের প্রশংসা শুনে খুশি হলাম।
♥️♥️♥️