||ভিন্ন ধরণের সুন্দর সাতটি ফুলের আলোকচিত্র।||
আসসালামুআলাইকুম/আদাব।
আমি সামশুন নাহার হিরা@samhunnahar। বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা সকলেই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আবার ও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। @amarbanglablog বন্ধুরা তাই আমি আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। ফটোগ্রাফি তেমন সুন্দর করে করতে না পারলেও চেষ্টা করি। কারণ চেষ্টা করলে সবকিছু সম্ভব। জীবনে সফল হতে হলে পরিশ্রম অবধারিত। যে পরেশ্রম করবে তার সফলতা নিচ্চিত। তাই চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভাল ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। আমি আজ বিভিন্ন ধরনের ফুল ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি কিছুটা হলে ও আপনাদের আনন্দ দিতে পারবো আমার ফটোগ্রাফির মাধ্যমে।
মানুষের যখন মন খারাপ থাকে তখন ফুলের বাগানে গেলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। প্রকৃতি এমন এক জিনিস যেদিকে তাকাই সেদিকে সুন্দর দেখায়। প্রকৃতির সাজানো পরিবেশের মধ্যে ফুল অন্যতম। মানুষ সুন্দরের পূজারী তাই ফুলও অনেক বেশি পছন্দ করে সবাই। বিভিন্ন কাজে মানুষ ফুল ব্যবহার করে যে কোন শুভ কাজে ফুল দিয়ে মানুষ শুভ কাজটি শুরু করেন। এছাড়াও বাড়তি সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ বিভিন্ন অফিস আদালত কিংবা বাড়ির আঙিনায় যে যেখানে পারে কিছুটা হলেও ফুলের বাগান করার চেষ্টা করেন। অনেকে আছেন যারা পারেনা বাগান করতে তারা ব্যালকনিতে হলেও দুই একটা ফুলের গাছ রাখতে চাই। আমার তো ফুলের বাগান করতে অনেক ভালো লাগে। ফুলের মাঝে যেয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে। আজ বেশ সুন্দর এবং মনোরম সাতটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।
সেলুসিয়া ফুল
মাঝে মাঝে মনে হয় যে ফুল দেখি না কেন এক দেখাতেই মনে হয় যে সেটি ফুলের রানী। স্যালুসিয়া ফুল যেদিন আমি প্রথম দেখেছি সেদিন ভুলে গেছিলাম আরও যে সুন্দর সুন্দর ফুল আছে। এই স্যালুসিয়া ফুল দেখতে এত সুন্দর ছিল কালার টা কিন্তু দারুন বলতে হয়। একদম টকটকে লাল ফুল গোড়া থেকে একটু মোটা এবং আগা সরু হয়ে সোজা উপরে দিকে ফুটে আছে। গোড়াতে কয়েকটি পাতা থাকে এবং উপরের দিকে কোন পাতা থাকে না শুধু ফুলের অংশ বিশেষ। আপনাদের কেমন লাগে জানি না স্যালুসিয়া ফুলটি আমার কিন্তু অসাধারণ ভালো লাগে।
লালবাগ কেল্লা
ফটোগ্রাফিতে এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন অনেকে অবশ্যই চিনেন। এই সিনারিটা হচ্ছে লালবাগ কেল্লার দৃশ্য। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে ক্যামেরাতে পুরো এরিয়া কভার করা যায়। লালবাগ কেল্লার যে পুরাতন বিল্ডিং গুলো আছে সেখানে দাঁড়িয়ে এই ফটোগ্রাফিটা নিয়েছিলাম। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটি অন্য আরেকটি ভবন লালবাগ কেল্লার। পুরো ঢাকাতে আমার লালবাগ কেল্লা অনেক ভালো লেগেছে। যদি কখনো ঢাকাতে যায় আমি আবারো লালবাগ কেল্লাতে ঘুরতে যাব।
চন্দ্রমল্লিকা ফুল
কথায় আছে ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালবেসে ভুলে যেও না। যখন আমি ফুলের ফটোগ্রাফি করি অথবা ফুলের ফটোগ্রাফি নিয়ে কোন লেখালেখি করি তখন আমার এই বাক্যটি বেশ মনে পড়ে। এখন যে ফুলের ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা জানেন এই ফুলটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। বিশ্বাস করবেন আপনারা আমি এত ফুল সম্পর্কে পরিচিত ছিলাম না। আমার বাংলা ব্লগে এসে কাজ করার পর থেকে আমি অনেক সুন্দর সুন্দর ফুলের সাথে পরিচিত হই। অনেক সুন্দর ফুলের নাম জানি। এই সাদা এবং সোনালী রংয়ের চন্দ্রমল্লিকা ফুলটি অনেক সুন্দর একটি ফুল। দেখেই এত ভালো লাগছিল আমি হাতে ধরে একটি ফটোগ্রাফি নিয়েছিলাম।
একটি ফুল গাছ
যখন ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম তখন এই উদ্ভিদের দিকে আমার নজর পড়ে। এটি অবশ্যই কোন একটি ফুলের গাছ ছিল। কিন্তু সাথে অনেকগুলো ফুলের গাছ ছিল যেগুলো ফুলের বিচি সিটিয়ে গাছ বড় করা হচ্ছে যাতে পরবর্তীতে সব গাছগুলো একটা একটা করে সব জায়গায় রোপন করবে। কিন্তু গাছটির নাম আমার জানা ছিল না যদিও দেখতে অনেক সুন্দর ছিল। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানালে অনেক ভালো লাগবে।
গাঢ় লাল রংয়ের চন্দ্রমল্লিকা ফুল
ফুল যদি হয় এমন সুন্দর কেউ কি ভালো না বেসেই পারে ফুলকে! এই দুনিয়াতে এত ধরনের ফুল আছে ভাবতে গেলে আমি অবাক হয়ে যাই। প্রতিটি ফুলের মধ্যে আলাদা একটা সুন্দর্য বিরাজ করে। আপনি কি বলতে পারবেন কোনদিন কোন একটি ফুল দেখে এই ফুল সুন্দর নয়? আমি তো কখনো বলবো না যে কোন ফুল সুন্দর নয় যে ফুল দেখি না কেন সব ফুলের মধ্যে বিশেষ একটা গুণ রয়েছে। এই গাঢ় মেরুন কালারের চন্দ্রমল্লিকা ফুলটি এত মন কেড়েছে আমার অনেক ভালো লেগেছিল। যতই দেখছিলাম ততই ভালো লাগছিল অসাধারণ একটি কালার ফুলের। যদিও আমার ফুল ছিড়তে ইচ্ছে করে না কিন্তু একটু ধরে তো দেখতে হবে কেমন লাগে তাই না!
হলুদ গ্যালফেমিয়া ফুল
বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এ ধরনের ফুল গুলো কিন্তু যথেষ্ট। এই ফুলের নাম আমার জানা ছিল না অনেক সুন্দর একটি ফুল। আমি চার্জ দিয়ে দেখি এই ফুলের নাম গ্যালফেমিয়া ফুল। প্রথমে মনে করছিলাম এটি মাইক ফুল। কিন্তু একটু কাছে যেয়ে দেখি এই ফুল টা কিন্তু বেশি বড় না ছোট সাইজের মাইক ফুলের মত হলেও মাইক ফুল ছিল না। কিছু কিছু ফুল আছে বাগানের সৌন্দর্য আলাদা বৃদ্ধি করে তার মধ্যে এই গ্যালফেমিয়া ফুলটি কিন্তু অন্যরকম ছিল। জানতে পেরেছি এই ফুল গাছে নাকি বারো মাস ফুল ফোটে। তাহলে তো ভালো বাড়িতে এই ধরনের একটি ফুলের গাছ রাখলে তো এনাফ।
পাতাবাহার
আচ্ছা আপনারা বলেন তো পাতাবাহার সম্পর্কে কত ধরনের পাতা বাহার দেখছেন? কিন্তু আমার তো জানা নেই আমি যে কত ধরনের পাতাবাহারের গাছ দেখেছি। এইটা যেহেতু ফুল বাগানেই থাকে আমি এটাকে ফুল গাছই বলি। কারণ কিছু কিছু পাতাবাহার গাছের মধ্যে ফুল দেখা যায়। এই গাঢ় পিংক কালারের পাতাবাহার গাছ বা বাগানটি অনেক সুন্দর ছিল। লম্বা সারি করে অনেকগুলো পাতা বাহারের গাছ। দেখতে অনেক ভালো লাগছিল তাই ফটোগ্রাফি নিয়ে নিলাম।

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
স্থান | location |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। আশা করি আমার আজকের ফুলের ফটোগ্রাফি আপনাদের ভাল লাগবে।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ফুল ভালোবাসা না এমন লোক খুব কমই আছে। আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। লাল গাড় রঙের চন্দ্রমল্লিকা ফুল এবং পাতাবাহার গাছের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মাঝে মাঝে আমি চন্দ্রমল্লিকা ফুলকে সূর্যমুখী ফুলের সাথে মিলিয়ে ফেলি আপু অনেক ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুল দেখতে।
আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে সাতটি ফুলের ফটোগ্রাফিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত বেশি ভালো লেগেছে বলে বোঝানো সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার সব ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি।
ঠিক আপু কোন কাজ শেখার যদি আগ্রহ থাকে ,তাহলে সে কাজ শেখা হয়ে যায়। আপনিও চেস্টা করতে করতে ফটোগ্রাফি কিছুটা হলেও শিখতে পেরেছেন। আপনার ফতোগ্রাফিগুলো বেশ ভাল হয়েছে। এবং সেই সাথে কিছু ফুলের নাম ও জানা হলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
এক সময় ফটোগ্রাফি একদম জানতাম না আমার বাংলা ব্লগে কাজ করার পর থেকে সবার ফটোগ্রাফি দেখে এখন কিন্তু কিছুটা হলেও ভালো পারি।
আপনাদের দেখছি খুব চমৎকার ফটোগ্রাফি করতে পারেন। অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনার এই পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। যথাযথ বর্ণনার মাধ্যমে তুলে ধরায় অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি দেখে খুব সুন্দর উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য।
ভিন্ন ধরনের সুন্দর সাতটি ফুলের আলোকচিত্র দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আসলে আমার কাছে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে সব কিছুর থেকে। আর আপনার ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে আমি তো একেবারেই মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দরভাবে করেছেন। গাড়ো লাল রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।
আপনি ঠিক বলছেন আপু আপনার মত আমারও ফুলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে।
কে বলেছে ফটোগ্রাফি পারেন না ৷ প্রতিটি কথা ফুল দেখি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ছবিতে ৷ আসলে ফটোগ্রাফি করার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন ৷ আর যা আপনার মধ্যে আছে ৷ প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছিল আপু ৷সেই সাথে বর্ণনা ও
ভালো থাকবেন আপু আর এভাবেই নিত্য নতুন ফটোগ্রাফি ব্লগ শেয়ার করবেন ৷ অসংখ্য ধন্যবাদ
আপনি ঠিক বলছেন ভাইয়া মনের মধ্যে যদি আনন্দ থাকে সুন্দর অনুভূতি থাকে তাহলে ফটোগ্রাফিও ভালোভাবে নেওয়া যায় আপনার ফটোগ্রাফিও অসাধারণ হয় সব সময়।
ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। আমি ফুল খুব পছন্দ করি তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ফুল ভালো লাগার জন্য। তাহলে তো আমি অনেক ভালো করেছি ফুলের ফটোগ্রাফিগুলো শেয়ার করে আপনাকে কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/5zwzaq-or-or-or-or
আপু আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলোর অনেক সুন্দর বর্ণনা দেখে আরো বেশি খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল আপু।
জ্বী ভাইয়া ফুলের সাথে কিছুটা ফুলের পরিচয় সম্পর্কে কথা বলতে ভালো লাগে।
আপনার জন্য শুভকামনা রইল আপু।
আপু ঠিকই বলেছেন, ফুল ছিড়তে আমার কাছেও ভালো লাগেনা। তাই কাউকে ফুল ছিড়তে দেখলেও আমি নিষেধ করি। যাইহোক আপু,ভিন্ন ধরনের সুন্দর সাতটি ফুলের আলোকচিত্র খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে খয়রি রংয়ের চন্দ্রমল্লিকা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিন্ন ধরনের সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফুলের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগানে কিন্তু হাতে আসলে ফুল কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়।