"রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড" কক্সবাজার ফটোগ্রাফি-পর্ব-১।।২৮.০৬.২০২২।।
আপনারা সবাই আশা করি ভাল এবং সুস্থ্য আছেন? আলহামদুলিল্লাহ আমি ও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। “আমার বাংলা ব্লগ” এর সকল বন্ধুরা, আমি একজন নতুন সদস্য হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভাল কিছু শেয়ার করার। আমি বিভিন্ন ধরনের পোস্ট তৈরী করতে পছন্দ করি এবং চেষ্টা ও করি। প্রতিবারের ন্যায় আজ ও আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। সবাই সাথে থাকবেন অবশ্যই।
“আমার বাংলা ব্লগ” এর বন্ধুরা আমি গত শুক্রবার ২৪.০৬২০২২ তারিখ আমার মেয়েদের সাথে ঘুরতে বের হয়। আমরা কক্সবাজার এর ঝাউতলা রোড, গাড়ির মাঠ এর পাশে অবস্থিত “রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” এ গেছিলাম। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ না গেলে বুঝা যাবেনা সেখানে কত ধরনের মাছ আছে এবং মাছের জগত কি?
কক্সবাজারে যে সব পর্যটক আসেন উনারা প্রত্যেকে এই “রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” পরির্দশন করেন এবং প্রত্যেকের উচিত একবার করে দেখে যাওয়া।
এমন সুন্দর একটি পরিবেশ তৈরী করেছে সত্যি অনেক মনোরম একটি জায়গা।
আমি আমার মোবাইল দিয়ে কিছু ছবি ধারণ করেছি যা আপনাদের সাথে শেয়ার করবোঃ
এটা হচ্ছে রেডিয়েন্ট ফিস এর সামনের দৃশ্য। যেখান থেকে বিতরে যাওয়া হয় এবং গাড়ি পার্কিং এর জায়গা।
এই দৃশ্যটা হচ্ছে রেডিয়েন্ট ফিস ওয়ার্লড এর বিতরে ডুকার পর
এই মাছ গুলো হচ্ছে জীবিত কোন ছবি থেকে তুলা নয়।
ফিস গুলো সত্যি এত সুন্দর লাইভ না দেখলে বুঝা যাবে না।
এই মাছ গুলো্কে যখন কোন খাবার ফিডার দিয়ে দিবেন তখন সব মাছ একসাথে এসে জড়ো হয়ে একদম হাতের উপর চলে আসে।
এই মাছ টা সাইজে অনেক বড়। অনেকটা আমাদের দেশের কাঁটা মাছের মতই দেখতে।
আমার বড় মেয়ে আদিলা
আমার দুই মেয়ে।
মাছের ছবি।
বন্যপ্রাণির দৃশ্য ও রাখছে তবে জীবন্ত নয়। বাঘের ছবি।
কুমির এর ছবি।
আমরা একসাথে জঙ্গলের ছবিতে।
আরেক প্রজাতির মাছ।
আমার শেয়ার করা সব ছবি আমার মোবাইল দিয়ে করা।ছবির সমস্ত তথ্য নিচে টেবিল আকারে দেয়া হলো-
ছবির সোর্সঃ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Wiko,T3 |
ফটোগ্রাফার | @samhunnahar |
মডেল | W-V770 |
লোকেশন | কক্সবাজার, বাহার ছরা, বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে
আমি সামশুন নাহার হিরা
কক্সবাজার, বাংলাদেশ।
কক্সবাজারের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর কথা অনেক শুনেছি। কিন্তু আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন যাওয়া হয়নি। ভাবছি সামনে কখনো কক্সবাজার গেলে। অনেক দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। কালারফুল মাটিগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু, কক্সবাজার আসলেই অবশ্যই দেখে যাবেন খুব সুন্দর একটি জায়গা।
এখানে কখনও আমার যাওয়া হয়নি। তবে পরিকল্পনা আছে এরপরে কক্সবাজার ঘুরতে গেলে অবশ্যই এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যাবো। ছবিগুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনাকে কক্সবাজার "রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড" এর পক্ষ থেকে স্বাগতম।
“রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” মাছের রাজ্য আহা কতই না মনো মুগ্ধকর দৃশ্যছিল এই গুলো, যা আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি । তবে আপু পিরানহা মাছ গুলো কি জীবিত? নাকি আর্ট বুঝতে পারিনি ।
ভাইয়া সব মাছ জীবিত। সাগরতলের সব রহস্য এখানে আছে। সময় করে দেখতে আসবেন। ভাল লাগবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।