ফটোগ্রাফি-একটি ফুলের ভিন্ন ভিন্ন কালার।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ বিকালের শুভেচ্ছা সবাইকে।


WhatsApp Image 2023-06-04 at 4.39.20 PM.jpeg

প্রিয় আমার বাংলা ব্লগ বাসিরা সবাই কেমন আছেন? আমি সামশুন নাহার হিরা আমার ইউজার আইডি @samhunnahar। প্রিয় @amarbanglablog বন্ধুরা প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। আপনারা জানেন সবাই আমরা সকলেই কমবেশি ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি তেমনি অন্যের ফটোগ্রাফি গুলো দেখতে পছন্দ করি। সবার এত সুন্দর এবং ইউনিক ফটোগ্রাফি গুলো দেখলে বেশ অনুপ্রেরণা জাগে। তাই আমিও বের হলে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করি। কারণ ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে। যদি একটু সময় দিয়ে ধৈর্য সহকারে করা হয় তাহলে সুন্দর ফটো নেওয়া সম্ভব হয়।

আমি আজ যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে যে কসমস ফুলের ফটোগ্রাফি। আপনারা সবাই সুন্দর সুন্দর কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেন দেখতে ভালো লাগে। আমি আজ যে কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করব তা হচ্ছে যে একটি ফুলের মধ্যে অনেক গুলো কালার। একটি ফুলের ভিন্ন ভিন্ন কালার দেখতে দারুন লাগে আমার কাছে। প্রতিটি কালার ভিন্ন ভিন্ন সুন্দর বহন করে। তো আমি চেষ্টা করলাম কসমস ফুলের সবগুলো কালারের ভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। তাহলে চলুন বন্ধুরা আমার ফটোগ্রাফি গুলা আপনাদের সাথে শেয়ার করে নিব।

"একটি ফুলের ভিন্ন ভিন্ন কালারের ফটোগ্রাফি"


ফটোগ্রাফি-১


f1.jpeg

যেকোনো ধরনের সাদা রংয়ের ফুলগুলো ও দেখতে অসাধারণ সুন্দর হয়। সাদা রঙের ফুল গুলোর মধ্যে বিশেষ করে সাদা জবা ফুল, সাদা গোলাপ ফুল অনেক সুন্দর হয়। এছাড়াও এই সাদা কালারের কসমস ফুলটি অনেক সুন্দর একটি ফুল ছিল। বলতে গেলে সাদা রঙের যেকোনো ফুল আমার অনেক সুন্দর লাগে। ফুল বলতেই আমার সব কালারের ফুল অনেক সুন্দর লাগে। এই সাদা কালারের কসমস ফুলটি দেখতে দারুন দেখাচ্ছিল।


ফটোগ্রাফি-২


f.jpeg

ফুলের রাজ্যে ঘুরে বেড়াতে যেমন পছন্দ করি সবাই তেমনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে ও সবার বেশ ভালোই লাগে দেখতেছি। আগেই ফুলের ফটোগ্রাফি তেমন করতে জানতাম না। তবে সবার ফটোগ্রাফি গুলো দেখে বেশ অনুপ্রেরণা জাগে। এই হালকা পিংক কালারের কসমস ফুল অনেক সুন্দর দেখতে। পিংক কালারের ফুল গুলো অনেক সুন্দর হয়। তবে আমার ভাবতেই কেমন জানি অবাক লাগে একটি কালার এর মধ্যে এত ধরনের কালার সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এই পিঙ্ক কালারকে কত প্রকার করে ভাগ করলেন সৃষ্টিকর্তা। একটি কালারের মধ্যেও অনেক গুলো কালারের মিশ্রণ দেখা যাচ্ছে বর্তমানে। বেশ সুন্দর ছিল এই হালকা পিঙ্ক কালারের কসমস ফুল।


ফটোগ্রাফি-৩


f3.jpeg

এখন আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন কসমস ফুলের একটু খেয়াল করলেই বুঝতে পারবেন গাঢ় পিঙ্ক কালারের মধ্যে বেগুনি কালারের মিশ্রণের একটি ফুল। একটি ফুলের মধ্যে দুটি কালারের মিশ্রণ সৃষ্টিকর্তার এ কেমন সুন্দর সৃষ্টি। একটি ফুলের মধ্যে দুই তিনটি কালারের মিশ্রন ফুল গুলো তো দারুন দেখতে লাগে। এই ফুলের কালারটিও দেখতে অসাধারণ ছিল। পাপড়ি গুলোর উপরের দিকে বেগুনি কালার এবং মাঝখানে গাঢ় পিঙ্ক কালারের।


ফটোগ্রাফি-৪


f4.jpeg

আমি আগে কসমস ফুল বলতে গেলে একটি না দুটি কালার দেখেছিলাম। কিন্তু যখন পার্কে ঘুরতে গিয়েছিলাম তখন এত গুলো কালার দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। একটি ফুলের মধ্যে এত গুলো কালার দেখতে কার না ভালো লাগে। এই কসমস ফুলের কালারটিও অসাধারণ ছিল। হালকা বেগুনি কালারের কসমস ফুল অসাধারণ একটি ফুল। বলতে গেলে আমি যত গুলো কসমস ফুলের কালার শেয়ার করেছি সব গুলো কসমস ফুলের কালার অনেক সুন্দর ছিল। তার মধ্যে হালকা বেগুনি কালারের কসমস ফুল দেখতেও দারুন।


ফটোগ্রাফি-৫


f6.jpeg

বর্তমান সময়ে যেকোনো পার্কে কিংবা অফিস আদালতের সামনে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে পাওয়া যায়। এছাড়াও নার্সারিতে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। তার মধ্যে চন্দ্রমল্লিকা ফুল গুলো কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি লক্ষ্য করা যায়। এই লাল টকটকে চন্দ্রমল্লিকা ফুলটি অনেক সুন্দর একটি ফুল। এখানে দেখতে পাচ্ছেন অনেক গুলো চন্দ্রমল্লিকা ফুলের একটি বাগান। প্রতিটি ফুল দেখতে অনেক সুন্দর ছিল। গাঢ় লাল রঙের চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে আছে।


ফটোগ্রাফি-৬


f5.jpeg

মন চায় মাঝে মাঝে ফুলের রাজ্যে হারিয়ে যাই। কিন্তু তা কিভাবে সম্ভব ফুলের রাজ্যে কি হারিয়ে থাকা যায়। হয়তো কিছু সময় সেখানে কাটানো যায়। তারপরেও তো আবার গন্তব্যস্থলে ফিরে আসতে হয়। এই বেগুনি কালারের চন্দ্রমল্লিকা ফুলটি আমাকে তাই ভাবাচ্ছিল। মন চাইছিল এই বেগুনি কালার চন্দ্রমল্লিকা ফুল গুলোর মধ্যে আমি হারিয়ে যাই। এত সুন্দর ছিল কিছু ফুল ফুটে আছে আবার কিছু কলি হয়ে আছে। কালারটা অসাধারণ সুন্দর ছিল। এই পর্যন্ত কোন ফুলের কালার অপছন্দ হয়নি আমার সব কালার এবং সব ফুল আমার কাছে ভালো লাগে।

qara-xett.png

আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনlocation


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 2 years ago 

মাশাল্লাহ, আপু কি অসাধারণ ফটোগ্রাফি এত কাছ থেকে এত চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি এক এবং দুই যতই তাকিয়ে থাকি ততইয়ের এই ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে মন চায়। আমার কাছেও একটা ফুলের অনেকগুলো কালার খুবই ভালো লাগে। আপনি আজকে কসমস ফুলের বেশ কয়েকটি কালারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার প্রতিটি ফটোগ্রাফির কালার আপনার অনেক ভালো লেগেছে শুনে আমার অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago (edited)

একই ফুল কয়েক রকমের দেখে বেশ ভালো লাগছে। আসলেই ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে সুন্দর ফটো তোলা সম্ভব হয়। কসমস ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফির হাত ভালো তা বলতে হয়। আশাকরি পরবর্তীতে ভালো ভালো ফটোগ্রাফি দেখতে পারবো।
শুভকামনা রইল আপু।

 2 years ago 

একদম তাই আপু শুধু ফটোগ্রাফি কেন যে কোন কাজ করতে গেলে সময় দিয়ে ধৈর্য ধরে করলে বেশ সুন্দর ফলাফল পাওয়া যায়।

 2 years ago 

খুব সুন্দর কসমস ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি হল ধৈর্য্যের বিষয়। যে যত ধৈর্য্য নিয়ে ফটোগ্রাফি করবে তার ফটোগ্রাফি তত সুন্দর হবে। বেশ ধৈর্য্য নিয়ে ফটোগ্রাফি করেছেন তা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় তাই অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছে আপু ফটোগ্রাফি করার জন্য একটু ধৈর্যের প্রয়োজন ৷ ধৈর্যের সাথে ফটোগ্রাফি করলে ছবি গুলো অনেক সুন্দর আসে ৷ আপনি তো আজ দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

জি ভাইয়া ফুলগুলো অনেক সুন্দর ছিল করতেও আমার অনেক বেশি ভালো লাগছিল। আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরো বেশি আনন্দ উপভোগ করেছি।

 2 years ago 

বাহ্ আপনি তো দেখছি বেশ অসাধারন কিছু ফুলের ফটোগ্রাফি করে নিয়েছেন আমা জাস্ট মগ্ধ ’হয়ে গেলাম। একটি ফুল কে কয়েকভাবে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই ‍বুঝা যাচ্ছে যে বেশ সময় আর ধৈর্য নিয়ে আপন ফটোগ্রাফি গুলো করেছেন।

 2 years ago 

একটি ফুলের অনেক গুলো কালার দেখতে অনেক ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক আর ফুল সবাই ভালবাসে। কসমস ফুলের ফটোগ্রাফি গুলা আরো সুন্দর হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ফুল এমন এক জিনিস যা দেখে চোখ ফেরানো যায় না আমার কাছে সব ধরনের ফুল অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফ গুলো কিন্তু দারুন হয়েছে আপু। বিশেষ করে প্রথম ফটোগ্রাফ গুলো একদম অনবদ্য। দেখে চোখ জুড়িয়ে গেল। বর্ণনাও বেশ ভাল হয়েছে। ধন্যবাদ আপু অসাধারণ ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও অনেক সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন আমার ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

১থেকে ৪ একই ফুল তার আবার এতো বাহারি কালার বেশ ভালো লাগছে দেখতে ফটোগ্রাফি গুলো।আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন,যেটা দেখেই অনেক ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিজেও মুগ্ধ হয়ে গেছিলাম আপু যখন ফটোগ্রাফি গুলো করছিলাম একটি ফুলের এতগুলো কালার সত্যি ভাবতে কেমন জানি অবাক লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago