লঙ্কা সহ লঙ্কা গাছের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করব। প্রত্যেক সপ্তাহে বেশ কয়েকটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করি। ফটোগ্রাফির প্রতি অনেক বেশি শখের কারণে ফটোগ্রাফি বেশি শেয়ার করা হয়। ফুল, ফল, শাকসবজি, প্রকৃতি, নদী, পাহাড়, সমুদ্র সব কিছুর ফটোগ্রাফি কমবেশি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যাইহোক, আজকের এই ব্লগে তোমাদের সাথে লঙ্কা সহ লঙ্কা গাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আমি যেগুলোকে লঙ্কা বলছি এটির কিন্তু অনেক প্রকার নাম রয়েছে। তবে আমাদের এইখানে লঙ্কা নামেই পরিচিত। আমাদের এই কমিউনিটিতে বাংলাদেশি ইউজারদের সংখ্যা অনেক বেশি। আর বাংলাদেশি ইউজাররা এগুলোকে মরিচ নামে চিনে থাকবে।

20250202_140441.jpg

20250202_140522.jpg

20250202_140420.jpg

এগুলো আসলে সবারই পরিচিত একটি সবজি। এগুলো সব প্রকার তরকারি রান্নাতেই ব্যবহার করা হয়। এই লঙ্কা ছাড়া কোন তরকারি রান্না করলে তা আর টেস্টি হয় না। এই সবজিকে মসলার একটা অবিচ্ছন্ন অংশ বলা যেতে পারে। যাইহোক, এই লঙ্কা গাছের ফটোগ্রাফি গুলো বেশ কিছুদিন আগে আমি আমাদের পূর্বের কলেজে গিয়ে করেছিলাম। আসলে পূর্বের কলেজে গিয়ে অনেক কিছুরই ফটোগ্রাফি করেছিলাম। তবে পূর্বের কলেজে গিয়ে কলেজ প্রাঙ্গনে যে এই লঙ্কা গাছ দেখতে পাব, এটা প্রথমে ভাবতে পারিনি। যাই হোক, সেখানে গিয়ে যে বিভিন্ন ধরনের লঙ্কা সহ লঙ্কা গাছের কিছু ফটোগ্রাফি করেছিলাম তা এখানে তোমরা দেখতে পাবে।

20250202_140415.jpg

20250202_140403.jpg

20250202_140401.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 2 months ago 

লঙ্কাসহ লঙ্কা গাছের বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

InShot_20250207_023908055.jpg

 2 months ago 

লঙ্কা সহ লঙ্কা গাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।ফটোগ্ৰাফি করাটা এখন নেশায় পরিনত হয়েছে। আপনার ফটোগ্রাফি করার অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে পাঁকা লাল লঙ্কার ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার লঙ্কা গাছের ফটোগ্রাফি গুলো একেবারে অসাধারণ।দেখতে দেখতে মনে হলো যেন প্রতিটি ছবি নিজেই একটি গল্প বলছে। আপনার ফটোগ্রাফি স্টাইলটা সত্যিই খুব প্রফেশনাল। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ।এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 2 months ago 

আপনার এগুলোকে লঙ্কা বলেন কিন্তু আমরা এগুলোকে বলি কাঁচা মরিচ। বেশ অনেক ধরনের লঙ্কার ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন ধরনের লঙ্কাগুলো দেখে বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করেন আমার জন্য।

 2 months ago 

আপনি আমাদের সাথে সুন্দর সুন্দর সব কিছুর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়ে থাকেন আজ বরাবরের মতোই চমৎকার সুন্দর কাঁচা লঙ্কার ফটোগ্রাফি শেয়ার করেছেন। পূর্বের কলেজে গিয়ে লঙ্কা গাছের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর লঙ্কার ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

আমরা এটাকে কাঁচা মরিচ বলে থাকি। আর এই কাঁচা মরিচ বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করা হয়। যাইহোক কাঁচা মরিচ সহ গাছের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আপনি তো দেখছি ইদানীং প্রচুর পরিমাণে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছেন। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

টপে লাগানো লঙ্কা সহ লঙ্কা গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন । যেগুলো দেখে অনেক ভালো লাগলো ।ধন্যবাদ লঙ্কা গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।