গ্রামে আমার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা
গত ২৬ শে ডিসেম্বর আমার সাথে বেশ মজার একটি ঘটনা ঘটেছিলো । সেদিন ছিল সোমবার । গ্রামে আমাদের আত্মীয়বাড়ির এক ছেলে বিকেলবেলা হঠাৎ আমাকে বললো তার সাথে বাইকে করে গ্রামে ঘুরে আসতে । গ্রামের ইঁটের রাস্তায় বাইকে ঘোরা কোনোদিনও হয়নি । নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে ভেবেই মনটা আমার বেশ চঞ্চল হয়ে উঠলো হঠাৎ । তাই সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হয়ে গেলুম ।
বাইক দেখে অবশ্য মনটা খচ খচ করতে লাগলো । কোন সাবেক আমলের এক পুরোনো লজ ঝড়ঝড়ে বাইক । তাও আবার অন্য্ আরেকজনের কাছ থেকে চেয়ে এনেছে চড়ানোর জন্য । এই বাইকে উঠলে জান না শেষ হয়ে যায় তাই ভাবছিলাম । তারপরে ভাবলুম গ্রামের রাস্তা, একসিডেন্টে মরার কোনো চান্স নেই যখন তখন যাই না একটা এডভেঞ্চারে ! যে ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে চড়ে বসলুম বাইকের পেছনটায় । অবশ্য আর কাউকে জানাইনি । যদি যেতে না দেয় সেই ভয়ে ।
তো, বাইকের পেছনে তো উঠলুম । কিন্তু রামো ! এ কি রাস্তা ? ঘটর ঘটর, ঘটর ঘটর ! ইঁটের রাস্তায় সে এক তাজ্জব ব্যাপার । দাঁতে দাঁতে ঠোকাঠুকি লাগছে । আর রাস্তায় শব্দ উঠেছে এই রকম । দাঁতের ঘটর এর সাথে ইঁটের ঘটর । সে এক কান্ড বই কী । তো ঘটর ঘটর করতে করতে চলেছি তো চলেছি । গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন ঘটর ঘটর ভুলেই গিয়েছি ।
এর মধ্যে বাইকার এর ডাকে সম্বিৎ ফিরলো । গ্রামের ইঁটের রাস্তা ছেড়ে একটা কাঁচা রাস্তা ধরেছে । সামনে প্রকান্ড একটা পুকুর । লক্ষ সেই পুকুরের অপর পাড়ের ঘাটে । খুব সরু পুকুর পাড় । তাই দেখে আমি বারে বারে নিষেধ করতে লাগলাম তাকে । কিন্তু, সে কোনো কিছুর পরোয়া না করে বাইক চালিয়ে দিলো সেই সরু পুকুর পাড় ধরে । আর কী ? নিমেষের মধ্যে বাইক ধড়াস করে পিচ্ছিল পুকুর পাড়ে আছড়ে পড়লো । আমি জাস্ট উড়ে গিয়ে পুকুর পাড়ে জলের ধারে একটা ঝোপের মধ্যে গিয়ে পড়লাম । ডান পা জল কাদায় ঢুকে গেলো ।
আমি জাস্ট হতভম্ব ! এ কী হলো ? কোনো রকমে মাঝ পুকুরে শীতের বিকেলে চুবানি খাওয়া থেকে বাঁচলুম । ঝোপে যদি আটকে না যেতাম তো শীতের বিকেলে দাঁতে আরেকটা সাউন্ড বেজে উঠতো - ঠক ঠক ! ঠক ঠক !
এই লাইনটা বেস্ট ছিলো।😂😂হাসতে হাসতে শেষ।কথায় আছে গ্রামে গিয়ে একটু আছাড় না খেলে কি আর হয়!তবে দাদা একটাই আফসোস,আপনার ওই অবস্থায় একটা ছবি দেখতে পারলে খুব মজা হতো।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
I love hearing about fun and memorable experiences like this. Thanks for sharing this with us!
দাদা আমি আপনার গল্পটি প্রথম থেকে পড়ছি আর অপেক্ষা করছি কখন আপনি ঠাস করে পড়ে যান, ঠিক তাই হল। হাসতে হাসতে আমি শেষ আপনার গল্পটি পড়ে। ঠকঠকই তো ভালো ছিল কেন যে পুকুর পাড়ের সরু রাস্তায় গেল ভাগ্য ভালো ঠাণ্ডার ভিতরে পানির ভিতরে চুবানি খাননি কাদায় আটকে গিয়েছিলেন।ছিটকে পরলে কি হবে দাদা দারুন একটি অভিজ্ঞতা পেলেন গ্রামে ঘুরতে এসে। আপনি যে কোন সাহসে ওই মোটরসাইকেলে উঠলেন তাইতো ভেবে পেলাম না। তবে ভালো হয়েছে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। অনেক মজা পেলাম।
দাদা রাত ২ টার সময় আপনার সাথে ঘটে যাওয়া গল্পটি পড়ছি আর অজান্তেই খিল খিল করে হাসছি। কি হল এটা?? যদিও কারো কষ্টে হাসা উচিত নয় কিন্তু আমি পড়তে পড়তে কল্পনা করছিলাম ঘটনাটা এজন্য হাসি আর ধরে রাখতে পারলাম না।ভাগ্য ভাল বড় কেন বিপদ হয়নি দাদা। আল্লাহকে শুকরিয়া। নতুন কোন অভিজ্ঞতা হলো আপনার। যেমন আনাড়ি ছেলেটি, তেমনি ধার করে আনা লক্বর ঝক্কর বাইক। যাই হোক সাবধানে থাকবেন দাদা। অনেক শুভকামনা আপনার জন্য।
হাহাহাহা। বেশ মজাই তো পেলাম. গ্রামের ঠুকুর ঠুকুর রাস্তায় হন্ডা চড়া। ভাগ্যিস, ঝোপঝাড়টি ছিল। তা না হলে কি হত? এ পড়ন্ত বিকেলে ঠান্ডা পানিতে গোসল করতে হতো।
দাদা তাহলে ভালোই অভিজ্ঞতা অর্জন করেছেন ।আমিও আপনার বাইক থেকে পড়ে যাওয়ার গল্পটি মনোযোগ দিয়ে পড়ে অনেক সময় ধরে হেসেছি। গ্রাম্য পরিবেশের সকল ধরনের অভিজ্ঞতা যেটা আপনার হয়ে গেল। ভাগ্যিস এই শীতের সময় পুকুরে পড়ে যান নাই।😍😍😛
সত্যি দাদা গ্রামের রাস্তায় বাইকে চড়ে আপনার নতুন একটা অভিজ্ঞতা হলো।আপনার আত্মীয় দেখছি আপনাকে বাইকে চড়ানোর জন্য সাবেক আমলে পুরোনো লজ ঝড়ঝড়ে বাইক । তাও আবার চেয়ে এনেছে।ইটের রাস্তায় দাঁতের ঘটর এর সাথে ইঁটের ঘটর দারুণ কিন্তু । আর পড়ন্ত বিকেলে পুকুরে পড়লে কি আর হতো শুধু গোসল করতে হতো।
আমি জাস্ট পোস্টটি পড়ে কিছুক্ষণ হাসলাম। ইটের ঘটর দাঁতের ঘটর,,,😂😂
বাড়িতে ফেরার পর বৌদির রিএকশন এর কথা তো বললেন না। আর বাইকও সেই বেচারার কি হলো তাও জানতে পারলাম না।
যাইহোক বেশ মজার ঘটনা দাদা।