On the way to Bandarban - ফটোগ্রাফি #৭
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আজ চলে এলাম বান্দরবান ফটোগ্রাফির সপ্তম পর্ব নিয়ে। গত পর্ব যখন শেয়ার করেছিলাম তখন বান্দরবানে খুব অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল। সমস্যা যত বড়ই হোক সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন একটু আলোচনা হয় তারপরে আবার সব থেমে যায়। বান্দরবনে ওই অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমাদের দেশের সেনাবাহিনীরা নিরলস কাজ করে যাচ্ছে বান্দরবানকে সন্ত্রাসী মুক্ত করতে। এটি আসলে দু এক দিনার কোন বিষয় না। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করলে তবেই বান্দরবানে শান্তি ফিরে আসবে।
যাহোক, আজকে ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম আবার। আমার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ৷ শুধুমাত্র প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছি। যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি সেটাকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি। আজকে আমি মোট দশটি ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি গুলোর প্রত্যেকটি সাঙ্গু নদী এবং সাঙ্গু নদী সংলগ্ন আশেপাশের অঞ্চল থেকে তোলা।
প্রত্যেকটি ফটোতে ছোট্ট করে বর্ণনা দেওয়া আছে। কোন ফটো সম্পর্কে আপনি যদি স্পেশালি কোন তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের দশটি ফটো৷
বিষয়: পিপাসার্ত ব্যক্তিকে ঠান্ডা পানি পান করালে সে যেমন তৃপ্তি পায়, এরকম সজীবতার মাঝে নিজেকে সেরকম তৃপ্ত মনে হয়।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: স্বচ্ছ জলে একটুখানি গা ভেজানোর আয়োজন চলছে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: পাহাড়ি বাচ্চারা স্কুলে যাচ্ছে। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সবখানে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: গোসল সেরে নৌকার উপরেই জামা কাপড় শুকানো হচ্ছে। রোদ আর প্রচন্ড বাতাসে নিমিষেই শুকিয়ে যাচ্ছিল।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: ঝিরির পানি সাঙ্গু নদীতে এসে পতিত হচ্ছে। এটাই রেমাক্রি জলপ্রপাত।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: এই পাথরগুলোর গায়ে অনেক প্রেমিক পুরুষ তাদের প্রেমিকার নাম খোদাই করে রেখে গেছে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: সাঙ্গু নদীর এই অংশে পানির গভীরতা খুবই অল্প।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: চোখের শান্তি এমন দৃশ্যে। খেয়াল করলে দেখবেন পাহাড়ীরা বিভিন্ন ফসল চাষ করেছে নদীর উপরের ঢালু অংশে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: ওই যে দূরে দেখা যায় ডিম পাহাড়ের চূড়া। আকাশ তখন মেঘলা ছিল। এক চিলতে আলো পড়েছে ডিম পাহাড়ের ওপারে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: দূর থেকে দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো ওখানে রান্না হচ্ছে। কাছে যেতেই বুঝলাম অপ্রয়োজনীয় খরকুটোতে আগুন ধরানো হয়েছে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

বান্দরবানে যেহেতু প্রায় দুই বছর থাকার সুযোগ হয়েছে তাই কিছু কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তবে তখন যেহেতু অনেকটাই ছোট ছিলাম তাই সেভাবে সৌন্দর্য উপভোগ করতে পারিনি। শুধু পাহাড়ের কথাই মনে পড়ে। আর এই সুন্দর জায়গা গুলোতে যদি সন্ত্রাসীদের উপদ্রব বেড়ে যায় তাহলে সত্যিই অনেক খারাপ লাগে। সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেনে ভালো লাগলো। ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো।
ছোটবেলার স্মৃতি গুলো আসলে ওই ভাবে মনে থাকে না। তবে আফসা আফসা কিছু মনে পড়ে এই যা!!
সাঙ্গু নদীর নামটা শুনেছি। বান্দরবন এর মধ্যে দর্শনীয় একটা স্থান এই নদীটা। সাঙ্গু নদীর ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। সাঙ্গু নদীর শীতল স্বচ্ছ পানি নদীর সুন্দর বাঁক। সবমিলিয়ে চমৎকার একটা দৃশ্য। সেগুলোর ক্যাপচার বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
সেনাবাহিনীরা যদি তাদের চেষ্টা অব্যাহত রাখে,তাহলে অবশ্যই বান্দরবানকে সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হবে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। সাঙ্গু নদী এবং সাঙ্গু নদী সংলগ্ন আশেপাশের অঞ্চল থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাই। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বান্দরবান রাঙামাটি এগুলো হচ্ছে সন্ত্রাসীদের এলাকা। এখানে সন্ত্রাসী একেবার চিরতরে মুছে ফেলা এত বেশি সহজ নয়। লেগেই থাকবে সন্ত্রাসীদের আনাগোনা। আপনারা বেশ ঘোরাফেরা করেছিলেন বান্দারবাম। প্রতিনিয়ত ফটোগ্রাফি গুলো শেয়ার করে যাচ্ছেন। আজকে আপনি সাঙ্গু নদীর ১০ টি ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।