ভ্রমণের পথে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমি অনেকদিন পর শহর থেকে গ্রামে গিয়েছিলাম। আর গ্রামে যাওয়ার মুহূর্তটা অসাধারণ ছিল। শহরে চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে গ্রামের আবহাওয়া উপভোগ করতে খুবই ইচ্ছা করতেছিলো।যার কারণে আমি শহর থেকে গ্রামে গিয়েছিলাম। আর এই যাত্রা পথে চারপাশের দৃশ্যের ফটোগ্রাফি করে রেখেছি। আসলে ভ্রমণের মুহূর্তটা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আর ফটোগ্রাফি করে রেখেছি। যে ফটোগ্রাফি গুলো এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখা শুরু করা যাক।


ফটোগ্রাফি-১👇

IMG_20250411_195140.jpg

গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রথমে আমি রিকশায় উঠলাম। রিকশায় উঠে শহরে চারপাশের দৃশ্য দেখতেছিলাম। আসলে শহরের চারপাশে দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছিল। কারণ এই রাস্তা চারপাশে সবুজ প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্যগুলো উপভোগ করতে ছিলাম। আর মুহূর্তগুলো আমি আনন্দের সাথে ফটোগ্রাফি করতেছিলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20250411_195159.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20250411_194820.jpg

যাত্রা পথে দেখতে পেলাম তিনটি তালগাছ একসাথে দাঁড়িয়ে রয়েছে এবং নীল আকাশের অপরূপ সৌন্দর্যময় সাদা মেঘের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল।তারপর আমি বাজার স্টেশনে আসলাম। স্টেশনে এসে আমি সিএনজি ভাড়া করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20250411_195544.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20250411_195602.jpg

সিএনজি করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন চারপাশে দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে এই রাস্তাটা একদম নিরিবিলি এবং অনেক সুন্দর ছিল। আর এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে চারপাশে সৌন্দর্যময় এবং রাস্তার দৃশ্যগুলো আমি ভালোভাবে উপভোগ করতেছিলাম। অনেকদিন পর শহরের দৃশ্যের মাঝ থেকে গ্রামের উদ্দেশ্য এবং রাস্তার পাশে দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম, তাই বেশি ভালো লেগেলে আমার।
ফটোগ্রাফি-৬👇

IMG_20250411_195638.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20250411_195219.jpg

যখন আমাদের সিএনজিটা ফ্লাইওভারের উপরে ছিলো,তখন দেখতে পেলাম একটি ট্রাক এবং একটি বাস যাচ্ছে, যাত্রাপথে একটি দুর্ঘটনা ঘটা সম্ভাবনা ছিল, কারণ ট্রাকের মাঝখান থেকে হঠাৎ আগুন লেগে যায়। এবং কালো ধোঁয়া বেড় হতে থাকে। তখন বাসের ড্রাইভার সেই ট্রাকের মালিককে সাথে সাথে বলে ব্যবস্থা নেয়।তা না হলে অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারতো।
ফটোগ্রাফি-৮👇

IMG_20250411_195232.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20250411_195243.jpg

তারপরে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ রোডে আসলাম। সারা বাংলাদেশের মধ্যে এই জায়গাটির নাম করা। আর এসে দেখতে পেলাম রোড আগের মত আর নেই। সকল দোকানপাট ভেঙ্গে দিয়েছে এবং এখানে অনেক সুন্দর ভাবে ফ্লাইওভার করা হবে। নতুনভাবে রোড যেন আরো বাংলাদেশের বুকে নাম করবে। সেই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফি-১০👇

IMG_20250411_195258.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

আসলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে। অনেকদিন পর যখন গ্রামে আসা হয় তখন অনেক বেশি ভালো লাগে। আর এই ভ্রমণের মুহূর্তটা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। যার কারণে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ফটোগ্রাফি গুলো করেছিলাম। এই ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

বাহ বেশ দারুণ তো। খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে রাস্তার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ করেছেন আপনি। এবং ওয়েদার টাও বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে অসাধারণ করেছেন। ধন্যবাদ আপনাকে।।