যমুনা নদীর পারে বিকেল বেলার মুহূর্তের ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে নদীর পাড়ে ভ্রমণের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আর এই ফটোগ্রাফি গুলো আমি ঈদের দিন বিকেলবেলা করেছি। ঈদের দিন বিকাল বেলা আমি নদীর পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। আসলে নদীর পাড়ে ভ্রমণ করার মজাটাই অন্যরকম। আমার খুবই ভালো লাগে। যার কারণে ঈদের দিন বিকাল বেলা আমি নদীর পাড়ে গিয়ে হাজার হাজার মানুষের সাথে মুহূর্তগুলো উপভোগ করলাম। আর কিছু ফটোগ্রাফি করেছি, যে ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে।
অপরূপ সৌন্দর্যময় নদীর পাড়ে গিয়ে আমি নদীর কিনারায় বসে থাকলাম। সেখানে নৌকা বাধা ছিল এবং দেখতে পেলাম আরো অনেকেই নদীর কিনারায় ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়েছে। সকলেই ঈদের দিন বিকেলবেলা আনন্দের সাথে সময়টা উপভোগ করছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
নদীর কিনারায় দাঁড়িয়ে দেখতে পেলাম অনেক নৌকা চলাচল করছে। আসলে ঈদের দিন বিকেলবেলা অনেকেই নৌকায় করে নদীর বুকে ভ্রমণ করছে। নৌকায় করে ভ্রমণ করার মজাটাই অন্যরকম, আমি নদীর কিনারায় বসে থেকে নদীর শীতল বাতাস উপভোগ করতেছিলাম আর এই দৃশ্যগুলো দেখতেছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
আমি নদীর কিনারার দিকে তাকিয়ে সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে পেলাম। নদীর অন্যদিকে সবুজ দৃশ্য রয়েছে, সেখানে পাটের চাষাবাদ এবং সবুজ প্রকৃতির একটি পাহাড়ের মত দৃশ্য দেখতে পেলাম। এই নদীর কিনারায় আমি প্রথম প্রথম এসেছি, যার কারণে চারপাশে দৃশ্যগুলো দেখেই ভালো লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
চারপাশের প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে সেখানে দাঁড়িয়ে আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম। স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। এই সকল ফটোগ্রাফি আর সুন্দর পরিবেশের মধ্যে অনেক মানুষের ভিড় রয়েছে, যার কারণে মুহূর্তটাও অনেক আনন্দদায়ক ছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সৌন্দর্যময় এই নদীর পাড়ে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে, মনে হচ্ছিল প্রকৃতির মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলি। তাইতো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো উপভোগ করতে পেরে আমি আনন্দিত আর আমি প্রকৃতির মাঝে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1933499242829766741?t=D0yr683MaCMoyU8hQ05sMw&s=19
নদীর পাড়ের শীতল হাওয়ায় দারুন সময় অতিবাহিত করেছেন ভাইয়া। এরকম সুন্দর জায়গায় গেলে সত্যিই অনেক ভালো লাগে। আর মন ভালো হয়ে যায়।
https://x.com/rayhan111s/status/1934623826249441282?t=oUhSgSr6sRfKABt73sib-Q&s=19
https://x.com/rayhan111s/status/1934624249077244230?t=6EUOKLSKNGG7uHItE1ZXrQ&s=19
https://x.com/rayhan111s/status/1934625221488873554?t=GqL0vW2Wy-25Ahx5KrNCOg&s=19