আমার করা কিছু ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
২ রা ডিসেম্বর ২০২৪
|
---|
এই ফুলটা হচ্ছে কাঠ গোলাপ। কেউ কেউ বলে চাপা নাগ।এই ফুলটা আমার বেশ ভালো লাগে,এই ফুলটার ঘ্রান টাও আমার কাছে বেশ ভালো লাগে।তবে এই কালার টা আমার তেমন দেখা হয়নি।আমি বৃক্ষমেলাতেই প্রথম দেখেছি, দেখেই ভালো লেগেছিলো।লাল ও না আবার রানী গোলাপি ও না আবার খয়েরীও না।ছবিতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনি কালার টা।
এই ফুলটার নাম অ্যালমন্ডা ফুল,কেউ কেউ মাইক ফুল ও বলে।অনেকে কি আমি নিজেই বলতাম পরে বেশ কিছু দিন আগে জানতে পারি এটার নাম অ্যালমন্ডা।এর অনেক গুলো কালার হয় তবে আমি বেশির ভাগ হলুদ দেখেছি।এর তেমন সুবাস নেই।
এই হচ্ছে রঙ্গন ফুল। এর ও অনেকগুলো কালার আছে। তবে আমার কাছে লাল কালার তাই বেশি ভালো লাগে। আগে এই ফুল টা আগে দেখলে ছোট ছোট ফুল আলাদা করে ডাল গুলো মিস্টি মিস্টি লাগতো ,আগে মনে করতাম এইটাই মধু আছে।
এই হচ্ছে কাঠগোলাপের আরেকটি কালার। হালকা পিঙ্ক কালার। জায়গায় সমান হলুদ হলুদ আছে দেখতে বেশ ভালোই লাগে। বৃষ্টি পরাতে দেখতে আরো বেশ ভালো লাগছে। এই ফুলটার পাতা গুলো ও বেশ ভালো লাগে।আমার বাসায় একটা আছে সাদা কালারের।
এই হচ্ছে আম গাছ। এমন যদি আমের কয়েকটি গাছ থাকতো তাহলে আর কি লাগে। আসলেই আমার কাটিমন আর কলম আর গাছ ছিল ,আম ও ধরেছিলো। আম একটু বড় হলেই বানর ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় ,ডাল পালাও ভেঙে ফেলে তাই বানরের উৎপাতে কোন কিছু লাগাতে ভালো লাগে না।
আরো আরো আম কলাম করা। আমার বেশ ইচ্ছে একটা যদি পেরে নিজে খেতে পারতাম। দেখলেই অন্য রকম ভালো লাগে।
আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কাঠ গোলাপ ফুল আমারও খুব পছন্দের। এই রঙের কাঠ গোলাপ ফুল আমি কখনো দেখিনি। ফুল গুলো ভীষণ সুন্দর। আপনার ফটোগ্রাফি তে দেখে ভালো লাগলো। আম গুলো দেখে আমারও পেড়ে খেতে ইচ্ছে করছে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমিও এর আগে দেখেনি সেই দিনই প্রথম দেখেছি।আপনাকে ধন্যবাদ
আপনার বাবুর জন্য দোয়া রইল। বাচ্চারা পড়ে ব্যথা পেলে খুব কষ্ট লাগে। তারা ছোট মানুষ মুখ ফুটে কিছু বলতেও পারে না। যাই হোক বাবুকে নিয়ে বৃক্ষমেলায় গিয়ে বেশ চমৎকার সব ফটোগ্রাফি করেছেন। নিশ্চয়ই সন্তান কে নিয়ে খুব সুন্দর সময় পার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলেই আপু,বাবু না ব্যথা না পেয়ে আমরা পেতাম তাহলেও মনে হয় এত খারাপ লাগতো না।আপনাকে ধন্যবাদ
আজকে আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে কাঠগোলা ফুলের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি।ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার বাবুর জন্য দোয়া রইল। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। কাঠ গোলাপের কালার দুটো আমার অনেক ভালো লেগেছে এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি ও খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
বাহ্ প্রতি টা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে আপু। এইরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অ্যালমন্ডা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
প্রতিটি ফটোগ্রাফি আপনি দেখেছেন জেনে বেশ ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ
জাস্ট চমৎকার দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আপনি করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের ফটোগ্রাফি করার চেষ্টা করেন, তাহলে ভবিষ্যতে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। এরকম সুন্দর ফটোগ্রাফি এগুলোর প্রশংসা করতেই হচ্ছে।
আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো।অ্যালমন্ডা ফুল আগে কখনো এই কালারের দেখি নাই আমি। ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনাকে ধন্যবাদ