সুন্দর প্রকৃতির কিছু প্রাণবন্ত আলোকচিত্র।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১২ ই জুলাই, শনিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি করা একটি আর্ট। আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রগুলো আপনাদের সাথে তুলে ধরতে অনেক বেশি ভালো লাগে আমার। আজকেও হাজির হয়েছে প্রাকৃতিক নানা বিষয়ের কিছু ফটোগ্রাফি নিয়ে। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আকাশ, অপরাজিতা ফুল এবং একটি মরা গাছের সুন্দর আলোকচিত্র। এ ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে উভয় আমি ভীষণই পছন্দ করি। আকাশের সাথে ফটোগ্রাফির কম্বিনেশন টা কিন্তু দারুন হয়েছে। ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকলে যে কোন ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর লাগে। মরা গাছে সুন্দর ফুলটি রেখে গাছের সৌন্দর্য যেন পরিপূর্ণতা পেয়েছে। আর পেছনে মেঘের ঢেউ সে যেন অনন্য রকম সৌন্দর্যের চেয়ে আছে।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে সাদা রংয়ের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অপরাজিতা ফুল নীল এবং সাদা রঙের হয়ে থাকে। আমাদের মেসের ছাদে নীল এবং সাদা উভয় রং এর অপরাজিতা ফুল রয়েছে। দুইটি ফুল দুই রকম দেখতে। তবে সাদা অপরাজিতা যেমন শুধু শুভ্রতা ছড়ায় তেমনি নীল অপরাজিতা সৌন্দর্যের লাবণ্য বইয়ে দেয়।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সবুজ ঘাসের সাথে নীল আকাশের চমৎকার একটি আলোকচিত্র। বাতাসের ফটোগ্রাফি তো আর করে দেখানো যায় না সেজন্যই সৌন্দর্যটা এত ভালোভাবে উপভোগ করা যাবে না। খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো।হাওয়ার তালে তালে যখন এই সবুজ ঘাসের নরম ডগাগুলো দুলছিল তখন যেন দেখতে অপরূপ সুন্দর লাগছিল। ছোট ছোট ঘাসফুলের মাঝ দিয়ে যখন সাদা এবং নীল রঙের চমৎকার আকাশ চোখে পড়ছিল তখন যেন চোখের শান্তি এখানেই সমাপ্তি এমনটাই মনে হচ্ছিল।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ড্রাগন ফুলের ফটোগ্রাফি। এটা ড্রাগন ফুল বলেই মনে হচ্ছে। আসলে ড্রাগন ফুল আমি এর আগে দেখিনি। সেদিন ছাদে গিয়ে দেখি ড্রাগন গাছে এরকম ছোট ছোট ফুল বেরিয়েছে। দেখতে ভীষণই চমৎকার লাগছে না। তাই ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে তো মনে হচ্ছে ড্রাগন ফুল। আসলেই কি ড্রাগন ফুল এরকম হয় কিনা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।
ফটোগ্রাফি নং-৫
এটা হল আকাশ এবং সুন্দর প্রকৃতির কম্বিনেশনে একটি ফটোগ্রাফি। এ ফটোগ্রাফিটি অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। এটি আমাদের গ্রামের একটি মাঠের আলোকচিত্র। গ্রাম বাংলার মাঠে যখন খোলা হাওয়ায় নিজের প্রাণকে বিলিয়ে দেওয়া যায় এর থেকে শান্তির যেন আর কিছু হয় না। সঙ্গে যদি থাকে এরকম চমৎকার আকাশ এবং সুন্দর প্রকৃতি। আমি এরকম প্রকৃতির ভীষণই ভালবাসি।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে টাইম ফুলের ফটোগ্রাফি। এ ফুলগুলোকে অনেক এলাকায় টাইম ফুল নামের চেনে। তবে আমরা এই ফুলগুলোকে গ্রাম্য ভাষায় ঘাসফুল বলেই চিনে থাকি। ছোটবেলায় আমাদের বাড়িতে এই ফুলগুলো অনেক ছিল। সাদা লাল হলুদ থেকে শুরু করে বিভিন্ন রঙের এই ফুল হয়ে থাকে। গোলাপি রঙের ফুলটি কিন্তু দারুন মানিয়েছে। এই ফুলে নিজস্ব কোন গন্ধ নেই তবে দেখতে কিন্তু সে অপরূপা। সূর্যের এক চিমটি আলোয় যেন তা দ্বিগুণ করে প্রকাশ পাচ্ছিল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৬ ই জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1944334823713329187?t=lQ80GJB2xuvZWZJNNalw2w&s=19
https://x.com/PurnimaBis34652/status/1944335319718912171?t=-bb5O8BQX7ggFmYMWduwKA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1944335711303610413?t=R2bW_o_34fsYrDxIEVtqkQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1944336072302903366?t=tH9E6--S-eUrhkbOH2NdEQ&s=19
আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।
ভালো লাগার মত চমৎকার কিছু প্রকৃতির এবং ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং আকাশ ও প্রকৃতির ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। তবে আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।