সাতটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩১ শে মার্চ,সোমবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000037186.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ আমি হাজির হয়েছি একগুচ্ছ ফুলের ফটোগ্রাফি নিয়ে । ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি করতে আমি বেশি পছন্দ করি।বেশ কিছুদিন আগে ক্যাম্পাস থেকে অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আরো কয়েকটি শেয়ার করব। কিছু ফটোগ্রাফি বাসার ছাদের বাগান থেকে ক্যাপচার করেছিলাম সেগুলো এখানে রয়েছে। চলুন তাহলে আমার ক্যাপচার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000037187.jpg

ক্যাপশন: ডালিয়া।
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। ক্যাম্পাসের একপাশ জুড়ে একটি ছোট্ট সুন্দর ডালিয়া ফুলের বাগান রয়েছে। সেখানে রয়েছে নানান রঙের ডালিয়া ফুল। রংবেরঙের ডালিয়া ফুলে যেন ক্যাম্পাসের ওই পাশটা সেজে থাকে সব সময়। সেখান থেকে এই সুন্দর সাদা রঙের ডালিয়া ফুলটি ফটোগ্রাফি করেছিলাম। এত বড় বড় ফুল গুলো দেখে এমনিতেই প্রাণটা জড়িয়ে যায়। অনেকেই বাড়ির আঙিনা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আশেপাশে এই ফুল চাষ করে থাকে। নার্সারিতে গেলেও এই ফুলের অভাব নেই।

ফটোগ্রাফি নং-২


1000037188.jpg

ক্যাপশন:ভাটিয়া ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে ভাটিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি রাস্তার ধারে ফুটে থাকা এক ধরনের ফুল। ভীষণ অযত্নে বড় হও এ রাস্তার ধারে ফুলগুলো সৌন্দর্য বিলিয়ে যায়। রাস্তার ধারে অনেক ফুল রয়েছে যেগুলো দেখতে ভারী মিষ্টি। এই ফুলের আসল নাম আমার জানা নেই। তবে গ্রাম অঞ্চলের সবাই ফুলটিকে ভাটিয়া ফুল নামেই চিনে থাকে।যত্নে গড়া ফুলগুলোর থেকে এই অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো সৌন্দর্যের দিক দিয়ে কোন অংশে কম নয়। রাস্তার ধার থেকেই ফুলের ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।

ফটোগ্রাফি নং-৩


1000037189.jpg

ক্যাপশন: পিটুনিয়া ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটিও ক্যাম্পাস থেকে ক্যাপচার করেছিলাম। ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রং এর পিটুনিয়া ফুল রয়েছে। সৌন্দর্য দিক দিয়ে অন্য কোন ফুলের থেকে কোন অংশে কম নয়। একটি গাছে অনেক পিটুনিয়া ফুল ফুটে থাকে। রংবেরঙের পিটুনি আর ফুল গুলো দেখতে ভারী মিষ্টি।

ফটোগ্রাফি নং-৪


1000037190.jpg

ক্যাপশন: নয়ন তারা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল আমরা সকলেই চিনি। এই ফুলগুলো অনেকেই পছন্দ করে। শখের বসে নিজের বাড়িতে কিংবা যেকোনো জায়গায় ফুল চাষ করা হয়। এটি ছাদবাগান থেকে ক্যাপচার করেছিলাম। ছাদ বাগানে রংবেরঙের ফুল গুলোর মধ্যে নয়ন তারা ফুল অন্যতম। নয়নতারা ফুল সারা বছর ফুটতে দেখা যায়। সাদা এবং গোলাপি রঙে নয়নতারা ফুল বেশি হয়ে থাকে।


ফটোগ্রাফি নং-৫


1000037191.jpg

ক্যাপশন: কাঁটা মুকুট ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে কাঁটামোকোট ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিকেও ছাদবাগান থেকে ক্যাপচার করেছিলাম। গুচ্ছ গুচ্ছ হয়ে এই ফুলের গাছে ফুলগুলো ফুটে থাকে। কাটাযুক্ত গাছে এই ফুল হয়ে থাকে। গাছ কাঁটা যুক্ত হওয়ায় হয়তো এর নাম হয়েছে কাঁটামুকুট ফুল। কাঁটামুকুর ফুল সারা বছর ফুটতে দেখা যায়। এই ফুলের অন্য কোন রং আছে কিনা আমার জানা নেই।আমার দেখা কাঁটা মুকুট ফুলের একটি রং।


ফটোগ্রাফি নং-৬


1000037192.jpg

ক্যাপশন:নাম না জানা ফুল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের গাছগুলো লতার মতো পেঁচানো থাকে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই ফুল গাছ রয়েছে। একটি গাছের সাথে এরকম ফুল দেখতে চমৎকার লাগে। ফুল গুলো দেখতে একেবারে অন্যরকম। তবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। প্রথম দিন ফুটলে পরবর্তী দিন গাছ থেকে ঝরে পড়ে যায়। এই ফুলের নামটি আমার জানা নেই। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।


ফটোগ্রাফি নং-৭


1000037193.jpg

ক্যাপশন: বাগান বিলাস ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। আমাদের ক্যাম্পাসের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হলো এই বাগান বিলাস ফুল। ক্যাম্পাসে প্রবেশ করতে গেটের সামনে রয়েছে এই ফুল। এই গাছটির জন্য ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বেশি বেড়ে গিয়েছে। বছরের সব সময় বাগান বিলাস ফুল ফুটতে দেখা যায়। দেখতে অপূর্ব লাগে। বাগান বিলাস ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে। তবে এই রংটি একটু বেশি দেখা যায়। এ রংটা আমার কাছেও বেশ ভালো লাগে।
আজ এই পর্যন্তই।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 11 days ago 

আপনার তোলা প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে। আপনি তো বরাবরই খুব ভালো ফুলের ফটোগ্রাফি করেন তাই আপনার ফটোগ্রাফির এক প্রকার ফ্যান আমি। আজ ওর সব কটা ছবি ভালো লেগেছে তবে নয়ন তারা টা একটুখানি কেটে গেছে ওটা পুরোটা হলে আমার মনে হয় আরো ভালো লাগতো। তবে ফটোগ্রাফিতে যে খুব খারাপ লাগছে এমন নয়।

 6 days ago 

হ্যাঁ দিদি নয়নতারা ফুলটা একটুখানি কেটে গেছে।ফটোগ্রাফিগুলো যে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো দিদি। আপনার প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ দিদি।

 10 days ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 10 days ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। আজকে শেয়ার করা তোমার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। সাদা, ডালিয়া ফুল ভীষণ ভালো লাগে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।

 10 days ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। সাদা রংয়ের ডালিয়া ফুল আমার আগে কখনো দেখা হয়নি। দেখে সত্যিই খুব ভালো লাগলো। বিশেষ করে বাগান বিলাস এর ফটোগ্রাফিতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 9 days ago 

একবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে প্রথমে যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি যেরকম ভালো লেগেছে৷ পঞ্চম নাম্বারের ফটোগ্রাফিটিও আমার অনেক পছন্দ হয়েছে৷