বিকেলে তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৮ ই জুলাই , শুক্রবার , ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হল একটি আর্ট। ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে আমি ভীষণ পছন্দ করি। আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আজকেও একগুচ্ছ ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি মেসের ছাদ থেকে ক্যাপচার করেছি। এখন প্রায় প্রত্যেকদিনই ছাদে যাওয়া হয়। ছাদে গেলে ফুরফুরে হাওয়ার সাথে সুন্দর প্রকৃতি দেখে মনটা শান্ত হয়ে যায়। সুন্দর প্রকৃতির সাহায্যে মন শান্ত করার পাশাপাশি সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখতেও পছন্দ করি। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই গোলাপ ফুলটি মূলত কমলা এবং লাল রঙের সংমিশ্রণে একটি অন্যরকম কালারের ছিল। গোলাপ ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সূর্যের আলো ফুলটির উপরে ঝলকানি দিচ্ছিল। তখন যেন এর রং দ্বিগুণ সুন্দর হয়ে গেছিল। গোলাপ ফুল আমি এমনিতেই অনেক পছন্দ করি। আশা করি আপনারা অনেকেই গোলাপ ফুল খুব পছন্দ করেন।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে গাছ এবং আকাশের ফটোগ্রাফি। এই গাছের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।এই গাছটি অনেকদিন আগে থেকেই দেখছি মরে গেছে। কিছুদিন দেখেছিলাম এই গাছের সাথে কিছু লতাপাতা জড়িয়ে বেশ সুন্দর আকৃতি ধারণ করেছে। গাছটি দেখতে ভীষণ সুন্দর লাগে। গাছটি যেমন সুন্দর তেমনি স্বচ্ছ আকাশ ও ভীষণ সৌন্দর্যে ভরপুর ছিল।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে সাদা রংয়ের টাইম ফুলের ফটোগ্রাফি। এটাকে তো আমরা টাইম ফুল বলেই চিনি। এসব ফুলের নাম অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। এক এক অঞ্চলের মানুষ এক এক নামে চিনে থাকে। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। প্রত্যেকটি রং দেখতে ভীষণ সুন্দর। আমাদের মেসের ছাদে সাদা এবং গোলাপি রঙের টাইম ফুল রয়েছে।এ দুটি রং দেখতে ভীষণ সুন্দর।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সবচেয়ে সুন্দর আকাশ এবং শহরে দালান কোঠা। শহরে দালানকোঠার মধ্যে থেকে আকাশ দেখা এবং প্রকৃতি দেখা কষ্টসাধ্য হলেও খোলা ছাদে গিয়ে প্রাণ ভরে প্রকৃতি অনুভব করা যায়। ছাদে গিয়ে প্রকৃতি দেখতে একটু বেশি ভালো লাগে। চারিপাশে শহুরে দালানকোঠা আর মাথার উপর আকাশ এবং প্রকৃতি। সব মিলিয়ে এক অনন্য সুন্দর মুহূর্ত সৃষ্টি করে।
ফটোগ্রাফি নং-৫
এই ফটোগ্রাফি তে রয়েছে সন্ধ্যার আকাশের ফটোগ্রাফি। প্রতিদিন বিকেল বেলা ছাদে গিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকি। আজ পরীক্ষার কারণে যেতে পারিনি। এই ফটোগ্রাফিটি কয়েকদিন আগে ক্যামেরাবন্দি করেছিলাম। বর্ষাকালের এই আকাশটা একটু বেশি সুন্দর লাগে। বিকেল হলে আকাশটা বিভিন্ন রঙ ধারণ করে। আস্তে আস্তে গোধূলি লগ্ন বিদ্যমান হয় এবং তার পরে সন্ধ্যা। পুরো সময়টা সৌন্দর্যে ভরপুর থাকে। এ সময় আকাশটা দেখতে অন্য ঋতুর থেকে বেশি সুন্দর লাগে।
ফটোগ্রাফি নং-৬
এই ফটোগ্রাফি তে রয়েছে সাদা রংয়ের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অপরাজিতা ফুলের সাথে আমরা সকলেই বেশ পরিচিত বলে মনে করি। এই ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। তবে নীল রঙের অপরাজিতা গুলো একটু বেশি সুন্দর। গাছে এই সুন্দর সাদা রঙের ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি আবার একটি ফুল গাছ থেকে তুলে নিয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। সূর্যের আলোতে এই সাদা অপরাজিতা ফুলটি দেখতে একটু বেশি ভালো লাগছিল আমার কাছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


প্রতি সপ্তাহের ন্যায় আজকেও দেখছি আপনি কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপু আপনার ফটোগ্ৰাফি গুলো যত বেশি দেখি,, আমি ততই ফটোগ্ৰাফি করার উৎসাহ পাই। সত্যি বলতে ব্যক্তিগত ভাবে আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অনেক বেশি ভালো লাগে যা আমি আমার নিজের ভাষায় বলে বোঝাতে পারবো না। আপনি দূর্দান্ত ফটোগ্রাফি করেন।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে এতটা ভালো লেগেছে জেনে সত্যি খুব ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য পেয়ে আরো ফটোগ্রাফি করার আচ্ছা মনে জাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়।
চমৎকার মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছেন আপনি।
আমার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। সব সময়ের মতো সুন্দর মন্তব্য প্রদান করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।
https://x.com/PurnimaBis34652/status/1946503496641228872?t=abslGwsO2EEeLfL5rVZboA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1946503828075147553?t=vUMz7OIa4fHZIUrWdW259g&s=19
https://x.com/PurnimaBis34652/status/1946504215821791439?t=bKtNjQxSfgv6kQfvxkmhTw&s=19
ভীষণ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলি। প্রথমে গোলাপের ফটোগ্রাফিটি দেখেই চোখ আটকে গেছিল চমৎকার লাগছিল ফুলটি। এছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল ভীষণ সুন্দর। আপনার উপস্থাপনা ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি খুব ভালোভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে আপনি দ্বিতীয় নাম্বারে যে গাছ এবং আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷