আমাদের বাড়ির একটি ফলের জীবনী।

in আমার বাংলা ব্লগ12 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000038048.jpg



আজকে আমি আপনাদের মাঝে একটি ফলের জীবন সম্পর্কে জানাবো। আমাদের বাড়িতে বেশ অনেক রকমের ফল গাছ রয়েছে এবং প্রায় ফল গাছের জীবনী এই একই রকমের হয়ে থাকে। আজকে আমি যে ফলের জীবনী নিয়ে আপনাদের শোনাতে চলেছি সেটি হল একটি বেদানা, আনার বা ডালিম যে কোন নামে আপনারা চিনতে পারেন। এই বেদানা ফলটি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। অনেক গুনাগুনে ভরপুর। সেই জন্য খুব শখ করে একটি বেদানা গাছ আমাদের বাড়িতে লাগানো হয়েছে। গাছটি বেশ কয়েক মাসেই বড়সড়ো এবং ঝাপটালো হয়ে উঠেছে। বেশ কয়েকটা ডাল বেরিয়েছে সুন্দর দেখতে লাগে গাছটাকে। বেশ কয়েক মাস পর সেই বেদানার গাছে একটি ফুল দেখা দিয়েছে লাল রঙের বেশ সুন্দর দেখতে। ফুলটি দেখে বুঝতে পেরেছি ফল আসতে চলেছে। সেই আনন্দে তখনই সেই ফুলের ছবি তুলে রেখেছি যেন প্রতিটি ধাপের আমি সাক্ষী হতে পারি এবং সুন্দরভাবে পরিবর্তনগুলি লক্ষ্য করে দেখতে পারি। বেশ আনন্দ হচ্ছিল আবার ভয় হচ্ছিল যে ফলটা চুরি হয়ে না যায় বা কেউ নষ্ট না করে দেয়। ফলটি ধীরে ধীরে চোখের সামনে বড় হতে লাগলো এবং আমি যখনই সেই গাছটির কাছে যেতাম ভালো করে ফলটিকে পর্যবেক্ষণ করে দেখতাম যে কতটুকু বড় হয়েছে এবং তার ছবি তুলে রাখতাম।

1000038049.jpg


1000038052.jpg


প্রথমে ফুলটি ছিল লাল রঙের তারপর ধীরে ধীরে যখন বড় হল অর্থাৎ ফলটি সুন্দরভাবে তৈরি হলো তখনও লাল রঙেরই ফলটি ছিল তারপর ধীরে ধীরে দেখলাম লাল রং পরিবর্তন হয়ে একটু বাদামী রঙের ফলটি ধারণ করল। আসলে আমি কখনো চোখের সামনে এই বেদানা ফল হতে দেখিনি তাই একটু ভালো করেই খেয়াল করতাম। রং পরিবর্তনের সাথে সাথে ফলটি ছোট থেকে বড় হতে লাগলো। আমারও বেশ আনন্দ হতো পুরো গাছটিতে একটি মাত্র ফল ধরেছিল এবং সেই ফলটি আশা করেছিলাম বড় হবে। কিন্তু আমার আশায় জল ঢালার জন্য মনে হয় কেউ ফলটির বড় হওয়ার জন্য অপেক্ষা করছিল। আমার যতদূর মনে হয় ফলটি পাকার মত হয়েও পারিনি এখনো পাকতে হয়ত অনেক দেরি হত। কিন্তু একদিন যখন বাগানে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ খেয়াল আসলো ফলটির কি অবস্থা গিয়ে দেখি। বেদানা গাছের কাছে গিয়ে বেদানাটি খুঁজে না পাওয়ায় ভালো করে গাছটি তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, তবুও ফলটির দেখা পেলাম না তখনই বুঝে গেছি যে এই ফলটি চুরি হয়েছে। কারণ ফলটি যদি চুরি না হতো ঝড়-বৃষ্টিতে যদি পড়ে যেত বা অন্য কোন কারণে যদি গাছ থেকে ফলটি পড়ে যেত তবে আশেপাশে বা সেখানেই নিচে পড়া থাকতো।

1000040970.jpg

1000040969.jpg



কিন্তু ফলটি আশেপাশে কোন জায়গায় পড়ে নেই। অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার আমার কাছে যে, কেউ একজন চুরি করে নিয়েছে। আর আমি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পেছনেও অনেক কারণ আছে। বিগত দিনগুলিতে যতবার যত গাছে ফল ধরেছে ততবার চুরি হয়েছে। এমনকি আমি শখ করে একটা আনারস গাছ লাগিয়েছিলাম এবং তাতে বেশ সুন্দর ছোট্ট একটা আনারস ধরেছিল। আনারসটা যেই এক আঙুল বড় হয়েছে ওমনি সেটা চুরি হয়ে গেছে। জানিনা যে চুরি করেছে বা আনারসটি নষ্ট করেছে সে কি আনন্দ পেয়েছে। কারণ ওইটুকু ছোট আনারস তো সে খেতেও পারেনি। আসলে ফল চুরি হওয়ার পর মাঝেমধ্যে শোনা যায় যে সেই ফল কে চুরি করেছে তবে যেহেতু হাতেনাতে ধরার কোন ব্যবস্থা নেই বা কোন প্রমাণ নেই তাই কাউকেই কিছু বলা যায় না। তাই এবার জন্ম নেওয়া বেদানা ফলটির ব্যাপারেও আমি প্রথম থেকেই একটু চিন্তিত ছিলাম চুরি হওয়া নিয়ে, আর পরবর্তীতে সেই ব্যাপারটি ঘটেছে তাই কষ্ট একটু কম পেয়েছি। কারণ এটা আমাদের বাড়িতে হওয়ারই ছিল।


1000042331.jpg


1000042328.jpg



তবে এটাও ভেবেছিলাম যে যদি বেদানাটি কিছুই না হয় এবং বড় হতে পারে তারপর বেদানা পেকে গেলে ঘরে নিয়ে আসব এবং প্রথম বেদানা গাছের প্রথম বেদানা কেটে পুজো দেবো আর সবার সাথে শেয়ার করব। কিন্তু মানুষের সব মনের ইচ্ছা পূরণ হয় না তাই সেটা আর হলো না। আমাদের বাড়িতে বর্তমানে এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার হয়ে গেছে কোন গাছের ফল হলে সেটা চুরি হবেই। শুধুমাত্র যেসব গাছের প্রচুর পরিমাণে ফল হয় যেমন লেবু গাছে অনেক বেশি লেবু হয় এবং সবেদা গাছে অনেক বেশি সবেদা হয় এছাড়াও পেঁপে গাছে বেশি করে পেঁপে হয় তাই সেই সব গাছের ফল চুরি হওয়ার পরেও আমরা কয়েকটা পেয়ে যাই আর সেগুলো নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। আমাদের বাড়িতে কলার কাঁদি ধরেও চুরি হয় কিন্তু কলার কাঁদি চুরি আমাদের বাড়ির মানুষেরা করে না বাড়ির বাইরে মানুষ যারা সেই কলার কাঁদি লাগালে পায় তারা নিয়ে নেয়, অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে আমাদের প্রতিবেশী। ফুল গাছে যখন ফুল ফোটে তখন যেমন দেখতে সুন্দর লাগে তেমন ফলের গাছে যখন ফল হয় তখন দেখতে যেমন ভালো লাগে মনে তেমন আশা ও জন্ম নেয়। তাই ফল চুরি হলে নিজের মনকে যতই মানিয়ে নেওয়া হোক না কেন কষ্ট অনেকটাই লাগে।

1000053292.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 12 days ago 

আপনি বেদানা ফলের স্বাস্থ্য উপকারিতার কথা উল্লেখ করেছেন। এর পুষ্টিগুণ (যেমন: অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার ইত্যাদি) এবং রোগ প্রতিরোধে এর ভূমিকা সম্পর্কে কিছু তথ্য যোগ করলে পোস্টটি আরও সমৃদ্ধ হতো।

 12 days ago 

ধন্যবাদ আপনার মতামত জেনে ভালো লাগলো। আসলে ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে ভুলে গেছি পুষ্টিগুণ গুলি উল্লেখ করতে।