কিছু পোকার ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000052480.jpg



প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে আরো অপরূপ সুন্দর কিছু কীটপতঙ্গ। আমাদের প্রকৃতিকে সুন্দরভাবে মেইনটেইন করার জন্য পৃথিবীতে অনেক কীটপতঙ্গ জন্ম নিয়ে থাকে। আর এই কীটপতঙ্গ সব সময় আমাদের পরিবেশের কোন না কোন উপকারের কাজে লেগে থাকে যা আমরা জানি আবার কিছু কিছু জানিনা। তবে এইসব কীটপতঙ্গ যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির কাজ করে চলে তেমন এই কীটপতঙ্গ নিজেই অনেক বেশি সুন্দর। আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রত্যেকটি কীটপতঙ্গ তার নিজস্ব সৌন্দর্যে আবৃত থাকে। কিছু কিছু পোকামাকড় তো এমন সুন্দর দেখতে হয় যে বিশ্বাস করাই সম্ভব হয় না যে তারা আমাদের ক্ষতিও করতে পারে। আসলে কিছু কিছু পোকামাকড় আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে কিন্তু তাদের দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে, ফলে তাদের সৌন্দর্য দেখে চোখ ফেরানো খুবই মুশকিল। এই কীটপতঙ্গ বড় থেকে শুরু করে অনেক ছোট এবং ক্ষুদ্র আকারেরও হয়ে থাকে। অনেক কীটপতঙ্গ বা পোকা তো এমন হয়ে থাকে যাকে খালি চোখে দেখা যায় না বা হঠাৎ করে খেয়াল করা যায় না। ভালো করে দেখলে তবেই কিছু কিছু পোকার সৌন্দর্য চোখে পড়ে। তেমনি আজ বিভিন্ন স্থানে এবং বিভিন্নভাবে তোলা কিছু পোকার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যাদের দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তবে এই পোকাদের ফটোগ্রাফি করা ভীষণই কঠিন একটি কাজ। কারণ এই পোকাগুলো অনেক বেশি চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ছটফট করতে থাকে যার ফলে ফটোগ্রাফি করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে।


-:প্রথম ফটোগ্রাফি:-


1000052483.jpg


1000052495.jpg



প্রথম যে ফটোগ্রাফিটি আপনারা দেখতে পারছেন এই পোকাটি আমি হঠাৎ দেখতে পেয়েছিলাম কচুপাতার উপরে। বেশ কিছু কচু গাছ ছিল তার পাশে আমি দাঁড়িয়ে কি যেন দেখছিলাম এমন সময় কচু পাতার উপরে কিছু একটা পরল বলে মনে হলো তাকিয়ে দেখি ভীষণ ছোট একটি পোকা। কিন্তু পোকাটি দেখতে ভীষণই সুন্দর লাগছিল আমার কাছে। একদম বাদামি রং তার ওপরে নকশা করা পোকাটির গায়ে। পোকাটি অসম্ভব রকমের চঞ্চল কয়েক সেকেন্ডের জন্যও একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলাম না। শুধু হেঁটেই যাচ্ছিল আবার মাঝে মধ্যে উড়ে চলে যাচ্ছিল আবার এসে বসছিল, তাই এই পোকাটির ফটোগ্রাফি করতে যে এতটা কষ্ট হয়েছে যা বলে বোঝানোর মত নয়। প্রচুর ছটফটে কিন্তু দেখতে ভীষণই কিউট পোকাটি।


-:দ্বিতীয় ফটোগ্রাফি:-


1000052395.jpg



1000052397.jpg



রাতে ঘুমানোর আগে বসে হাজবেন্ডের সাথে গল্প করছিলাম, এমন সময় হাজব্যান্ড দেখতে পেল আমার কাঁধের উপর একটি পোকা উড়ে এসে বসেছে। আমাকে যেই বললো যে, 'তোমার কাঁধে পোকা বসেছে' অমনি এক লাফ দিয়ে উঠে দাঁড়ালাম এবং পোকাটি উড়ে গিয়ে বসলো জানালার পাশে কাঠের ফ্রেমের ওপর। পরক্ষণে পোকার দিকে আবার তাকিয়ে দেখলাম পোকাটি দেখতে ভীষণ সুন্দর। মাথাটি লাল শরীর কালো আবার শরীরের কোনার দিকে লাল রং বেশ সুন্দর দেখতে। এই ধরনের পোকা আগে কখনো দেখিনি। বেশ ভালো লাগলো পোকাটিকে দেখে তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম।


-:তৃতীয় ফটোগ্রাফি:-


1000051905.jpg


1000051907.jpg



তৃতীয় পোকাটি আমার অতি পরিচিত। এই পোকাটি দেখতে কিছুটা ওই এক ধরনের প্রজাপতি বা মথের মত দেখতে। তবে ভীষনে ছোট আকৃতির হয়ে থাকে এই পোকাগুলি। প্রায় সচরাচর দেখা যায় এই পোকা গুলি। এই পোকাটি হঠাৎ করে টেবিলের পরে এসে বসলো, আমি পোকাটিকে দেখে যেই ফু দিয়ে উড়িয়ে দিলাম ওমনি দেয়ালে লাগানো একটা কাগজের উপর গিয়ে বসলো। তখন আমার মনে হল এই সুন্দর পোকাটির একটি ফটোগ্রাফি করে রাখা যায়। ভাবতেই কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


-:চতুর্থ ফটোগ্রাফি:-


1000051728.jpg


1000051729.jpg



এই ফটোগ্রাফির যে পোকাটি দেখা যাচ্ছে এটিও আমি দু একবার দেখেছি। একবার তো রাতে আমার মশারির মধ্যে ঢুকে পড়েছিল এবং মশারির সাথে সুন্দর করে ঝুলে ছিল। সেদিন যদিও মশারি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু পরে আবার একদিন রান্নাঘরে এই পোকাটিকে দেখতে পেয়েছিলাম। সাদা বাটির উপরে সুন্দর হাঁটাচলা করে বেড়াচ্ছিল। দেখে বেশ ভালোই লাগলো সাদার উপরে কালো রংয়ের এমন পোকা বেশ ফুটেছিল। জানিনা এই পোকাগুলো বিষাক্ত বা ক্ষতিকারক কিনা তবে দেখতে বেশ ভালোই লাগে।


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 4 days ago 

অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

ভিন্ন রকম ভিন্ন রকম কয়েকটি পোকার ফটোগ্রাফি শেয়ার করলেন। সবচেয়ে বেশি শেষের এবং প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তাছাড়া এই পোকা গুলোর ফটোগ্রাফি করতে গেলেও অনেক সময় দিয়ে করতে হয়। কারণ এদিক থেকে অধিক উড়ে যায়। তাই ধৈর্য ধরে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 4 days ago 

ছোট ছোট পোকার সৌন্দর্য আপনি কিন্তু অনেক সুন্দর করে তুলে ধরেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে। দারুন ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।

 yesterday 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ পোস্ট দেখে বেশ ভালই লাগছে৷ এখানে যেভাবে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্য দিয়ে এখানে আপনি খুবই সুন্দর কিছু পোকার ফটোগ্রাফিকে একের পর এক আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।