ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ8 days ago

ABB 1 আগস্ট 2025 শুক্রবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000326189.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

নয়নতারা ফুল

20241023_142649.jpg

  • আজ আমি লাল কালারের খুবই চমৎকার একটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছি। নয়নতারা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। আমি যখন নয়ন তারা ফুল দেখি তখন ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি একটা নার্সারি থেকে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। লাল কালারের হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

কচুরিপানা ফুল

20241122_155341.jpg

  • খুবই চমৎকার একটি ফুল হলো কচুরিপানা। কচুরিপানা ফুল আমার খুবই পছন্দের। শীতকালীন সময়ে এই ফুল সবচাইতে বেশি দেখা যায়। আমাদের বাড়ির পিছনে একটি ছোট মাছের খামার রয়েছে। সেখানে খুবই সুন্দর সুন্দর কচুরিপানা ফুল দেখা যায়। কচুরিপানা ফুলগুলো এত বেশি নরম হয়ে থাকে যা স্পর্শ করলে নিজের কাছে খুবই ভালো লাগে। যেকোনো জাতের কচুরিপানা ফুল দেখতে অনেক বেশি সুন্দর হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।

হলুদ গাঁদা ফুল

20241202_143211.jpg

  • হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি। আমাদের সবারই খুব পরিচিত একটি ফুলের নাম হলো গাঁদা ফুল। গাঁদা ফুলের সৌন্দর্য আমাদের সবারই হৃদয়ে দাগ কাটে। যার কারণে আমি যে কোথাও যে কোনো রাস্তাতে গেলে আমি ফুলের ছবি তোলার চেষ্টা করি। গত শীতের মৌসুমে আমি এই হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যার কারণে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের দেশে গাঁদা ফুলের অসংখ্য জাত রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

ছন্দ প্রভা ফুল

20241202_143030.jpg

  • খুবই ইউনিক এবং সুন্দর একটি ফুলের নাম হলো ছন্দ প্রভা ফুল। আমি যখনই নতুন ইউনিট কোন ফুল দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসলে এ ফুলটি হলুদ হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর। হলুদ কালার আমার খুবই পছন্দের। যার কারণে হলুদ যে কোনো কিছু দেখলে আমার ছবি তুলতে ইচ্ছে করে। এর আগে আমি কখনো এই ফুলের ফটোগ্রাফি করেছি বলে মনে হয় না। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

লাউ গাছের ফুল।

20241129_171436.jpg

  • লাউ হলো শীতকালীন একটি সবজি। আমার কাছে খুবই ভালো লাগে যখন এই সবজি খাই। আমাদের ঘরের ছাদের উপর লাউ গাছের অনেক ফুল ফুটে আছে। সাদা হওয়ার কারণে এটি দেখতে অনেক বেশি সুন্দর হয়। যার কারণে আমি ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি করার পর আমার বেশ ভালো লাগে যার কারনে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

সাদা নয়ন তারা ফুল

20241202_143755.jpg

  • সাদা কালারের যে কোন ফুল দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি খুব সুন্দর একটি নয়ন তারা গাছ লাগিয়েছিলাম। । কিন্তু আমি যখন গাছটি লাগিয়ে ছিলাম এত সুন্দর ফুল ফুটবে তখন ভাবতে পারি নাই। কিন্তু সাদা কালার হওয়ার কারণে অনেক বেশি ভালো লেগেছে। সাদা কালারের যে কোনো ফুল আমার পছন্দের যার কারণে ফটোগ্রাফি করেছে এবং আজ আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের চমৎকার সাদা কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Posted using SteemPro

Sort:  
 8 days ago 

ফুলের ফটোগ্রাফি আমার বরাবরই খুবই পছন্দের। ছন্দপ্রভা ফুল এবং লাল নয়ন তারা ফুল এর আগে কখনো দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 6 days ago 

ফুলের ফটোগ্রাফি আপনার পছন্দের শুনে খুব খুশি হলাম।

 8 days ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল দুর্দান্ত।খুবই চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 days ago 

আমার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত ছিল এটা ভাবতেই ভালো লাগছে।।

 8 days ago 

অনেকদিন পর নয়ন জুড়ানো বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। কচুরিপানার ফুল নয়ন তারা ফুল এবং লাউ গাছের ফুলগুলি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির বর্ণনাও কিন্তু খুবই গোছালোভাবে দিয়েছেন।

 6 days ago 

সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ভাবে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে আমার কাছে।

 8 days ago 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। সত্যি বলতে এই ধরনের ফটোগ্রাফি দেখলে বারবার দেখতে মন চায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি করার জন্য।

 6 days ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ফটোগ্রাফি করার জন্য আরও বেশি উৎসাহিত হলাম ‌

 8 days ago 

আপনার ফটোগ্রাফি দক্ষতা ভীষণই ভালো। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার করে ধারণ করেন আপনি। ভীষণ সুন্দর লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি গুলি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

আমি ধৈর্য আর দক্ষতাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি সব সময়।

 8 days ago 

1000326280.jpg

 8 days ago 

ভীষণ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল আমার ভীষণ পছন্দের একটি জিনিস আর আপনি এই ফুলের এত সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর আপনার ফটোগ্রাফি দক্ষতা।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 7 days ago 

ওয়াও আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া।সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে লাল নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনার কাছে লাল নয়নতারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।