বৃষ্টির দিনে অফিসযাত্রা আর কিছু ভিজে ভিজে মুহূর্ত।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- বৃষ্টির দিনে
- ১৫,জুলাই ,২০২৫
- শুক্রবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গতকাল ছিল বৃহস্পতিবার। রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করার কারণে প্রায়ই প্রজেক্ট পর্যায়ে যেতে হয়, আবার অনেক সময় হেড অফিসেও ঢুঁ মারতে হয়। কারণ প্রজেক্টে থাকা অসংখ্য স্টাফদের সেলারি ক্যাশে দেওয়ার জন্য টাকা আনতে হয় হেড অফিস থেকে। তাই সকাল থেকেই ঠিক করেছিলাম, দুপুরের দিকে গুলশান-১-এর পথে রওনা হবো।
আমি থাকি উত্তরায় আর হাতে বাইক আছে বলে রাস্তার ঝক্কি-ঝামেলা নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না। দুপুর ১১টার দিকে আমি আর আমার এক সহকর্মী হেড অফিসের উদ্দেশ্যে বের হলাম।উত্তরা থেকে মিরপুর ডিওএসএইসে পৌঁছাতেই আকাশ কালো হয়ে এলো, তারপর শুরু হলো একেবারে টুপটাপ বৃষ্টি। প্রথমে ভেবেছিলাম একটু ঝিরিঝিরি হবে, কিন্তু ধীরে ধীরে তা পরিণত হলো একেবারে ঝুম বৃষ্টিতে। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে বৃষ্টির থামার অপেক্ষা করতে লাগলাম। প্রায় কিছুক্ষণ পরে বৃষ্টি কিছুটা কমতেই আবার ছুটে চলা শুরু করলাম।
Device : pixel 7
What's 3 Word Location :
কিন্তু বনানীতে পৌঁছাতেই আকাশ আবার নিজের মেজাজ দেখাতে শুরু করল। একেবারে আছড়ে পড়তে লাগল বৃষ্টির ধারা। বাধ্য হয়ে আমরা এক ফ্লাইওভারের নিচে আশ্রয় নিলাম।
ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখলাম রাস্তা ব্যস্ততম গাড়ি আর বাইকের অবিরাম চলাচল আর তাদের গায়ে ভিজে ওঠা বৃষ্টির ফোঁটা যেন আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। হাতে সময় সামনে এমন মনোমুগ্ধকর দৃশ্য তখনই মাথায় এলো কিছু ছবি তোলা যাক।
Device : pixel 7
What's 3 Word Location :
ফোনের স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটি ফ্রেমই যেন গল্প বলছিল— কেউ তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছে কেউ বা ধীরে ধীরে এগোচ্ছে বৃষ্টির স্বাদ নিতে নিতে। সেই মুহূর্তে মনে হচ্ছিল বৃষ্টি শুধু ভিজিয়ে দেয় না স্মৃতিকেও ভিজিয়ে দেয়।
Device : pixel 7
What's 3 Word Location :
প্রায় আধা ঘণ্টা পর বৃষ্টি থামল। আমরা আবার বাইকে চড়ে গুলশানের পথে রওনা দিলাম। শেষমেষ হেড অফিসে পৌঁছে কাজ সেরে ফেললাম, কিন্তু মনে হচ্ছিল আসল প্রাপ্তি ছিল সেই ভিজে ভিজে ফটোগ্রাফির মুহূর্তগুলো।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
বৃষ্টির সময় কোথাও যাওয়ার সময় বৃষ্টি আসলে তখন যেতে বিলম্ব না হয়। তবে আপনার বাইক থাকার কারণে আপনারা হেড অফিসে যেতে সুবিধা হয়েছে। আর এটি শুনে ভালো লাগলো খুব দরকারি কাজ দিয়ে সেরে ফেলেছেন। আর বৃষ্টির সময় বাইক চালাতেও কিন্তু ভালো লাগে।