পরীক্ষার শেষ দিনের অনুভূতি //১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 👩👩

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌼🌼

  • আাশা করি সবাই ভালো আছেন আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাত্র জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে আমরা সামনে অগ্রসর হই। কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে অনুভূতি টা একটু অন্যরকম হয়।পরীক্ষা শেষ হলে একদিকে রিলাক্স মুডে থাকা যায়।আর অন্য দিকে মন ও খারাপ হয়ে যায়। কারণ পরীক্ষার আগে আমরা ফ্রেন্ডদের সাথে অনেক আনন্দময় সেরা সময় গুলো কাটাই।যা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে।
  • আসলে ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের সময়।
  • ফ্রেন্ড হচ্ছে জীবনের শক্তি
  • শিক্ষক হচ্ছে জীবনের অনুস্মারক
  • বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনার্স ফাইনাল পরীক্ষার শেষ দিনের অনুভূতি। তাহলে চলুন শুরু করা যাক

20220302_170314.jpg

লোকেশান

  • রমজানের আগেই পরীক্ষাটা শেষ হয়ে যায়।আমার ভার্সিটি হচ্ছে লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ। আমার ফাইনাল পরীক্ষা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তাই লাকসাম থেকে কুমিল্লা যাই।
  • আমার একজন ফ্রেন্ড এর সাথে ট্রেন স্টেশন মিলিত হই।কারণ আমরা ঠিক করেছি ট্রেনে করে যাবো।

20220302_102613.jpg

লোকেশান

20220302_115322.jpg

লোকেশান

  • তারপর আমরা ট্রেন আসা পর্যন্ত ট্রেন স্টেশনে অপেক্ষা করি।গল্প করি আর এদিক সেদিক সব রকমের ব্যস্ত মানুষ দেখি।

20220302_102635.jpg

লোকেশান

20220302_115217.jpg

লোকেশান

  • তারপর আমরা দেখি ট্রেন চলে এসেছে। ট্রেনে করে আমরা কুমিল্লা পৌঁছি।

20220302_111049.jpg

লোকেশান

  • পরীক্ষার হলে ঢুকার আগে আমরা কেন্টিনে বসে গরম গরম সিঙ্গারা খাই।কারণ পরীক্ষা ৪ ঘন্টা। খিদা লেগে যেতে পারে🙂।

20220302_120958.jpg
লোকেশান

  • তারপর আমি কলেজের চারপাশের কিছু ফটোগ্রাফি করি।

20220302_122103.jpg
লোকেশান

20220302_122106.jpg
লোকেশান

20220302_122138.jpg
লোকেশান

20220302_122140.jpg
লোকেশান

20220302_122327.jpg
লোকেশান

  • সবশেষে পরীক্ষার হলে বসে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে একটি ছবি তুলি।

20220302_122451.jpg
লোকেশান

ফটোগ্রাফারঃ@morioum

ডিভাইসঃsamsungA22

এভাবেই আমার পরীক্ষার শেষ দিন আমি কাটাই। সব বন্ধুদের সাথে অনেক সময় কাটিয়েছি সেই ছবি গুলো তোলা হয়।আমার পোস্টের অনুভূতি নিয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ 😍😍

Sort:  
 3 years ago 

পরীক্ষা শেষ হলে সবারই ভালো লাগে। আমারও সেই দিনগুলোর কথা মনে পরে গেল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

 3 years ago 

প্রথমেই বলি বোরকা তে আপনাকে অনেক সুন্দর লাগছিল। আসলেই ঠিক বলেছেন বন্ধু হচ্ছে জীবনের শক্তি তবে বন্ধু নির্বাচনে যদি ভুল হয় তাহলে জীবন শেষ হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে যায়। সব মিলিয়ে আপনার অনুভূতিটা শেয়ার করেছেন আমাদের মাঝে সত্যিই খুব ভাল লাগল। ট্রেনে যাওয়ার ভালোলাগাটা সত্যি ভিন্ন রকমের।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

পরীক্ষা শেষ হলে, অন্যরকম ভালো লাগা কাজ করে।আসলেই বন্ধু নিবার্চন ভুল হলে ঝামেলা হয়।কিন্তু জি আর করা সব সময় ভালোভাবে বন্ধু নিবার্চন করা যায় না।যাই হোক সিঙ্গারগুলো দেখে লোভ হচ্ছে। ধন্যবাদ

 3 years ago 

সবারই ভালো বন্ধু নির্বাচন করা উচিত। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

পরীক্ষা শেষ মানেই আনন্দ। আর কিছু সময় বই পড়া থেকে বিরত থাকা। সেই সময় টা শুধু ঘুম আর ঘুম। অনেক ভালো লাগে আর সুন্দর সময় কাটে পরীক্ষা শেষ হলে। আপনার পরীক্ষার শেষ দিনটি বেশ ভালো ছিল। শুভকামনা রইলো আপনার প্রতি

 3 years ago 

পরীক্ষা শেষে স্থীর হওয়া যায়।অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

 3 years ago 

আপনার শেষ পরিক্ষার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। যাক এখন থেকে রেগুলার আমাদের সাথে সময় কাটাতে পারবেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।