"নীলাকাশ আর পাতার ফাঁকে হারানো সাদা মেঘ"📸
আজ আমি আবারও আপনাদের মাঝে নীল আকাশের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ইদানিং লক্ষ্য করেছি, আমার ফোনের গ্যালারিতে শুধু আকাশের ছবিই বেশি জমছে। গরমকাল বললেই অনেকের কাছে এক বিরক্তিকর সময়, প্রচণ্ড রোদ, গরমের হাঁসফাঁস করা দিন সব মিলিয়ে যেন জীবনটা অস্বস্তির হয়ে ওঠে। আমিও দিনশেষে সেই একই গরমের ভুক্তভোগী। তবে এই গরমের মধ্যেও একটা জিনিস আমাকে প্রতিদিন নতুন করে শান্তি দেয়, আর সেটা হলো আকাশ। জানি না কেন, গরমকালের আকাশটা আমার বরাবরই ভীষণ প্রিয়।
যখন দুপুরবেলা চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, বাতাসে তাপের দমবন্ধ করা গন্ধ ঠিক তখনই আমি একবার ছাদে উঠে যাই। তাকিয়ে দেখি, পুরো আকাশজুড়ে নীলের রাজত্ব। সেই নীলের মাঝে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ। কত রকমের আকার, কখনো ঘোড়ার মতন, কখনো পাহাড়ের মতো, কখনো আবার মানুষের মুখের অবয়ব। এই মেঘ দেখা, তাদের গুনে গুনে নতুন নতুন রূপ কল্পনা করা এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি এনে দেয়।আসলে প্রকৃতি যে কত রকম ভাবে রূপ বদলায়, সেটা উপলব্ধি করার জন্য প্রকৃতির সান্নিধ্যে আসতে হয়। শুধু জানালা দিয়ে তাকিয়ে নয়, প্রকৃতির কাছে যেতে হবে, তার রূপের ভেতরে ডুবে যেতে হবে। তখন দেখা যাবে, গরমের গালাগালি করা মানুষটাও সেই নীল আকাশের নীচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। প্রকৃতির এই সৌন্দর্য বুঝতে হলে হৃদয়টাকে একটু খোলা রাখতে হয়।
আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন গাছের পাতার ফাঁক দিয়ে আকাশ দেখি। মনে হয়, পাতাগুলো যেন মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলছে। পাতার আড়াল থেকে যখন আকাশটা উঁকি দেয়, তখন সেটাকে একদম জীবন্ত মনে হয়। কখনো মনে হয় আকাশটা চলন্ত, আবার কখনো মনে হয় মেঘগুলো পাতার ফাঁক দিয়ে লুকিয়ে পড়ছে। গাছের সবুজের ভিড়ে সাদা মেঘের ভাসমান দৃশ্য যেন প্রকৃতির নিজের হাতে আঁকা কোনো ছবি।আমি যখন ক্লান্ত হই, যখন মন খারাপ থাকে, তখন আকাশের দিকে তাকাই। জানি, আকাশ আমার কোনো কথা শুনবে না। কিন্তু তার অপার বিস্তৃত নীল রঙটা, সেই সাদা মেঘের অবিরাম ঘুরে বেড়ানো, এইসব দেখলে মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। তখন মনে হয়, এই পৃথিবীটা এখনও সুন্দর আছে।
আমার বিশ্বাস, প্রকৃতি নিজেই এক অনন্য শিল্পকর্ম। প্রতিদিন এক নতুন রূপে সে ধরা দেয়। কখনো সকালবেলার রোদ্দুর, কখনো বিকেলের সোনালি আলো, কখনো রাতের নরম জ্যোৎস্না। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই এতো দৌড়ঝাঁপের ভিড়ে প্রকৃতির এই রূপ উপভোগ করা ভুলে যাই। অথচ একটু সময় বের করে ছাদে গিয়ে আকাশের দিকে তাকালে, এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়ালে দেখবেন কত সুন্দর একটা অনুভূতি আসে।
আজকের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যও সেখানেই। আমি চাই, আপনারাও এই নীল আকাশের প্রশান্তিটুকু উপভোগ করুন।এজন্যই আজকাল আপনাদের মাঝে আকাশের ফটোগ্রাফি বেশি বেশি শেয়ার করছি। একটু সময় নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আসুন। দেখুন, গাছের পাতার ফাঁক দিয়ে কেমন করে আকাশটা নড়ে ওঠে। মেঘের ভেলা কীভাবে বয়ে যায়। তখন দেখবেন, মনের ভেতর জমে থাকা শত ঝামেলা একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে।
প্রকৃতি আমাদের দেয়ার জন্যই সৃষ্টি হয়েছে। শুধু তাকিয়ে থাকলেই হবে না, সেই সৌন্দর্য উপলব্ধি করাটাই আসল। আর এই উপলব্ধিই জীবনের রঙ বদলে দেয়। তাই আসুন, আজ থেকে একটু হলেও প্রকৃতির পাশে দাঁড়াই। নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেসে চলা দেখে মন ভরাই। আর নিজেদের গ্লানি ভুলে প্রকৃতির রঙে রাঙিয়ে নিই।
প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
Device:Samsung A33 (5G)
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
মোবাইল | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | "নীলাকাশ আর পাতার ফাঁকে হারানো সাদা মেঘ" |
ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1922249173425860962?t=e0zxeLxMi6OmM4Hr3ER-og&s=19
https://x.com/mohamad786FA/status/1922364990046036242?t=Iwv2URFVapVdZS4T9EW0vw&s=19
https://x.com/mohamad786FA/status/1922250717647016293?t=FK5zfZJlon-oaRYqD1Z4Bg&s=19
https://x.com/mohamad786FA/status/1922365332565500139?t=EgAo8kT2KAT0-USOY-Yy8w&s=19
Ss
বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে