||কিছু ফুলের ফটোগ্রাফি||১০%@shy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ শুক্রবার, ডিসেম্বর ০৮/২০২৩


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব‌। ফুল ভালোবাসেনা এমন মানুষ হয়তো অনেক কম খুজে পাওয়া যাবে।আমার কাছে অনেক ভালো লাগে ফুলের সুভাষ। যখন মন খারাপ থাকে তখন সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা যেন আবার নতুন করে ফিরে পাই । এমন ফুল আছে যেগুলো দেখলে আসলেই মানুষের মন মুগ্ধ হয়ে যায়। অনেকদিন আগে আমি আর আমার চাচাতো বোন ফুলের বাগানে ঘুরতে গিয়েছিলাম। আসলে ফুল বাগানে ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লেগেছিল ।সেই মুহূর্তটা আজও আমি ভুলিনি ।ফুল বাগানে ঘুরতে গিয়ে কিছু ফুলের ফটোগ্রাফি আমি আমার ফোনে তুলে রাখছিলাম ।আজকে সেই ফটোগ্রাফি গুলো দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। তাই ভাবলাম ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আমার সেই ফুলের ফটোগ্রাফি দেখে আসা যাক।

ধাপ-১

IMG_20231112_170451.jpg


এটা হলো জবা ফুল আমি অনেক জবা ফুল দেখেছি কিন্তু এত সুন্দর জবা ফুল আজও আমি দেখছিলাম না ।ফুল বাগানে যেয়ে প্রথম দেখলাম দেখে আসলেই আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি। যেমন গোলাপি রঙের দেখতে তেমন সুন্দর।

IMG_20231112_170440.jpg
Location


জবা ফুলের আরেকটা গাছে দেখলাম জবা ফুলের কলি এসেছে। এখনো ফুটতে হয়তো একদিন সময় লাগবে। ফুলটা দেখতে অনেক ভালো লাগলো তাই আমি আমার ফোনের ক্যামেরাবন্দি করে নিলাম।

ধাপ-২

IMG_20231112_170350.jpg

Location


এটা হলো তারা গাঁদা ফুল এই ফুলটা দেখতে অনেক ভালো লাগে ।বিশেষ করে হলুদ তারা ফুলগুলো দেখতে।

ধাপ-৩

IMG_20231112_171459.jpg

Location


এই গাছটার নাম আমি জানিনা কিন্তু দেখতে পেলাম সবুজ রঙের অনেক বড় বড় সুন্দর পাতা দেখতে অনেক ভালো লাগলো ।তাই আমি কাছে গিয়ে কিছু ফটো তুলে নিলাম।

ধাপ-৪

IMG_20231112_170231.jpg

Location


এই ফুলটার নাম হলো নীলকন্ঠ ফুল, আমাদের বাসায়ও আমি নীলকন্ঠ ফুল গাছ লাগিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর নীলকন্ঠ ফুল ফুটেছিল দেখতে অনেক সুন্দর লাগতো, যখন সকালবেলায় ঘুম থেকে উঠে ফুলগুলো দেখতাম।

ধাপ-৫

IMG_20231112_170927.jpg
Location


এটা হলো সোনালী ফল যখন সোনালী ফলগুলো পেকে যায় তখন এগুলো দেখতে কালো রঙের হয়। অনেকদিন আগে আমি সোনালীগাছের ফল খেয়েছিলাম খেতে তেমন একটা খারাপ ছিল না।

ধাপ-৬

IMG_20231112_170137.jpg

Location


এটা হলো পাতাবাহার ফুল গাছ এই গাছের কোন ফুল ফোটে না ।পাতা দেখতে এত সুন্দর কোনটা লাল রঙের ,কোনোটা আবার হলুদ রঙের ,কোনটা আবার লাল ও হলুদ সবুজ দিয়ে মেশানো আসলেই দেখতে অনেক ভালো লাগে পাতাগুলো।

ধাপ-৭

IMG_20231112_170343.jpg

Location


এই ফুলটার নাম হলো কৃষ্ণচূরা ফুল ফুল গুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। আমাদের বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল যখন ফুল ফটতো তখন দূর থেকে দেখতে আসলেই অনেক চমৎকার লাগতো।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ফটোগ্রাফার@mdemaislam00
ফটোগ্রাফি ডিভাইসvivo12a
Sort:  
 2 years ago 

আপনি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। নীলকন্ঠ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সোনালী ফল আমি আগে কখনো দেখিনি। এর সম্পর্কে জানাও ছিল না। আপনি যেগুলোকে গাঁদা ফুল বলেছেন এটি আসলে কসমস ফুল।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিন্তু যাকে গাঁদা ফুল বলছেন তা তো দেখতে জিনিয়া ফুলের মতো আর গাঁদা ফুলের পাপড়ি একটু চিকন চিকন হয়। যাই হোক ফুলটা দেখতে খুবই চমৎকার। আপনার ফটোগ্রাফি করার ধরন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য সব সময় আমাদেরকে মুগ্ধ করে। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। কৃষ্ণচূড়া ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফি একদমই অসাধারণ হয়েছে৷ সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো যা আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে। প্রথমে আপনি যে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেরকম জবা ফুল এই প্রথম দেখতে পেলাম৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখলাম।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির সাথে সুন্দর বিবরণ গুলো পড়ে খুবই ভালো লাগলো। নীলকন্ঠ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আমি আশা করি আপনি আগামী দিনে আরো সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সঙ্গে সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে পোস্ট টি শেয়ার করার জন্য।