ফটোগ্রাফি পোস্ট: ফসলের মাঠে ঘুরতে গিয়ে কিছু ফটোগ্রাফি।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে মাঠে ঘুরতে গিয়ে ফসলের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো । আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
কালকে দুপুর বেলা আমি আমার এক ছোট ভাইকে নিয়ে মাঠে ঘোরার জন্য বের হয়েছিলাম। বর্তমানে আমাদের এখানে প্রচুর কুয়াশা পড়তেছে। দুপুরবেলায় কুয়াশা পড়া অনেকটাই কমে যায়। আর কুয়াশার মাঝে ফটোগ্রাফি করলে তেমন ভালো আসে না। বর্তমানে একটু রোদ থাকলেই ফটোগ্রাফি ভালো করা যায়। কালকে আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম আলুর গাছের। আলুর গাছের পাতাগুলো ছোট ছোট সবুজ বর্ণের হওয়ায় ফটোগ্রাফিতে ভালই দেখা যায়।
গতবারের তুলনায় এবার ভালোই ফলন হয়েছে দেখা যাচ্ছে। তবে এবার কৃষকরা তেমন এই অর্থকরী ফসল আলুর তেমন মূল্য পাবেন না। বর্তমানে আলুর বাজার অনেক খারাপ। গতবারে আলুর অনেক দাম ছিল। আসলে কৃষকরা তেমন তাদের ফসলের ন্যায্য মূল্য পাননা। বর্তমানে চাষাবাদ করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হয় ফসল বিক্রি করার পর দেখা যায় সেই পরিমাণই টাকা পাওয়া যাচ্ছে না। বর্তমানে চাষাবাদের জন্য জমিতে যেসব সার ব্যবহার করা হয় সেগুলোর অনেক দাম বৃদ্ধি পেয়েছে।
বেশিরভাগ কৃষকরা কীটনাশকের দোকান থেকে বাকিতে সার-পাঁচ নিয়ে থাকেন। এবং ফসল উঠিয়ে বাজারে বিক্রি করে তারা তাদের দেনা পাওনা মিটিয়ে থাকেন। দেনা পাওনার জন্য কৃষকরা তাদের এই ফসল সংরক্ষণ করে রাখতে পারে না। এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ব্যবসায়িগণরাই লাভবান হয়ে থাকেন। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে অনেক কম মূল্যে এই ফসল ক্রয় করে স্টোর এ জমা করে রাখেন। এবং দাম বাড়লে তারা সেগুলো বিক্রি করে থাকেন।
কয়েক মাস পর দেখা যায় যে আলু কৃষকরা উৎপাদন করে। সেই আলু আবার বাজার থেকে তাদেরকে বেশি মূল্যে ক্রয় করতে হয় খাবারের জন্য। কৃষকরা ফসলের সিন্ডিকেট করতে পারেন না বিধায় তারা লাভবান থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় ব্যবসায়ীগনরা সিন্ডিকেটের মাধ্যমে অনেক টাকা উপার্জন করে থাকে। আমাদের সরকারের উচিত এই সিন্ডিকেট কারীদের কে আইনের আওতায় এনে বিচার করা। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দিবে। এ সময় দেখা যাবে কৃষকরা তাদের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করবে। আর কৃষকরা ফসল না ফলালে আমাদের দেশে খাদ্যের অভাব দেখা দিবে।
বর্তমানে দেখা যাচ্ছে অনেক কৃষক অগ্রিম আলু চাষ করে সেই জমিতে আবার ভুট্টা চাষ করতেছে। এক্ষেত্রে ভুট্টা চাষে তেমন সার লাগে না। আলু চাষের সময় যে সার ব্যবহার করা হয় সেই সার দিয়েই আবার ভুট্টা চাষ হয়ে যায়। আলু চাষের পর ভুট্টা চাষ করলে কৃষকরা একটু লাভবান হয়ে থাকেন। উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এক ভাই তার জমিতে সেচ দেওয়ার জন্য আইল বাঁধতেছে। ভুট্টার জমিতে কয়েকটি সেচ দিলেই ভুট্টা হয়ে থাকে। কতকসময় আলুর থেকে ভুট্টাতে অবশ্য ভালো টাকা পাওয়া যায়।
এবার যে উপরে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি। বর্তমানে কৃষকরা নানা রকমের ফসল চাষ করেছেন তাদের জমিতে। এর মধ্যে সরিষাও অন্যতম। কালকে আমি দুটি সরিষা ফুল ছিড়ে আকাশের দিকে তাক করে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। আমার ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ভাই আপনি আজকে যেসব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে। আমিও মাঝেমধ্যে ফসলের মাঠে ঘুরতে গিয়ে এ ধরনের ফটোগ্রাফি করি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ডেইলি টাক্স গুলো:
আসলে এরকম সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করেছেন এবং বেশ কিছু ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ফসলের মাঠে ঘুরতে গিয়ে সবুজ প্রকৃতির দারুন ফটোগ্রাফি করেছেন। আসলে এই ধরনের সৌন্দর্য দেখলে মন ভরে যায়। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। এই ধরনের ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি। সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ফসলের মাঠে ঘুরতে গিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং ফটোগ্রাফি করেছেন। তবে চাষীরা তাদের ফসলের ন্যায্য দাম পায় না এ কথা শুনে খুব খারাপ লাগলো। ফসল ফলানো থেকে শুরু করে সবকিছু তারা করে পরিচর্যা করে। তাদেরকেই আসলে ন্যায্য দামটা দেওয়া উচিত। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/Golamrabba34801/status/1885952171776368926?t=TbFNKb1bOggQ4hEcO1sboA&s=19
ফসলের মাঠে ঘুরতে আমিও অনেক পছন্দ করি। আপনি সুন্দর করে ফসলের মান ভ্রমণ করেছেন এবং সেখান থেকে ফসলের ও কর্মরত মানুষের ফটোগ্রাফি করেছেন। অনেক ভালো লাগলো এমন চিত্র দেখে।
এমন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করা সত্যিই এক অসাধারণ অনুভূতি। আপনি যে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়ে নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
শীতের সময় ফসলের মাঠে গেলে সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি দেখতেছি কুয়াশা কেটে যাওয়ার পর ফসলের মাঠে ঘুরতে গিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বর্তমান যারা চাষ করে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এটি ঠিক বলেছেন তারা সিন্ডিকেট করে কোন কিছুর দাম বাড়াতে পারে না চাষিরা। ঘুরতে গিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ফসলের মাঠে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। প্রাকৃতিক ফটোগ্রাফি বলে আমার কাছে সব সময় বেশি ভালো লাগে। সবুজ এবং সতের ফটোগ্রাফি একেবারে মুগ্ধ করে দেয়। এবার আলুর বাজার খুব কম। আলুর দাম বাড়লে আমরা যারা কিনে খায় তাদের বিপদ আবার দাম কমে গেলে কৃষকের চোখে হতাশা। যাইহোক আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে।