পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!

in আমার বাংলা ব্লগ25 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ৫ ই জুলাই,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000579882.jpg


কিছু কিছু ছবি আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। অতীতে ফেলে আসা এক স্মৃতির সাথে আবার আমাদের পরিচয় করিয়ে দেয়। শুরু হয় যেন এক নতুন যুদ্ধ। ভুলতে না পারার যুদ্ধ। আমার গ‍্যালারিতে এমন কিছু ফটোগ্রাফি আছে। যেগুলো দেখলে ঐ ঘটনা টা পুরোপুরি আমার মনে চলে আসে। তখন মনে হয় এটা যদি মনে না আসতো তাহলেই হয়তো বেশি ভালো হতো। ভুলতে না পারার যে একটা কষ্ট এটা সবাই বোঝে না। আজকে আমি আমার পুরাতন অ‍্যালবাম থেকে আরও কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।



1000579885.jpg


  • নীলক্ষেত জায়াগাটা আমার বেশ পছন্দের। শুধু আমার কাছেই না যেকোনো বইপ্রেমির কাছেই জায়গাটা বেশ পছন্দের। এখানে যাওয়া মানে যেন বইয়ের রাজ‍্যে হারিয়ে যাওয়া। গতবছর নীলক্ষেত গিয়েছিলাম কিছু বই কিনতে। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


1000579884.jpg


  • এই জায়গাটা বেশ সুন্দর। গুলিস্তান থেকে রিক্সা করে নীলক্ষেত যেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাস হয়ে। এই ফটোগ্রাফি টা ঐ জায়গা থেকেই ধারণ করেছিলাম আমি। বেশ সুন্দর চারিদিকে । গাছপালা রয়েছে কোন যানজট নেই। এবং রাস্তাটাও একেবারে ক্লিয়ার।


1000579883.jpg


  • গতবছর ঈদুল আযহার সময় বাড়ি থেকে আসার সময় এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। আমার বাস ছিল ভোর সাড়ে পাঁচটায়। কিন্তু ঐদিন প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির পরে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। বেশ সুন্দর একটা আবওহাওয়া ছিল।


1000579881.jpg

1000579882.jpg


  • কিছু কিছু বিকেল আছে যেগুলো সহজে পাওয়া যায় না। যে বিকলের জন্য অনেক গুলো দিন আমাদের অপেক্ষা করতে হয়। ঐ বিকেল টা ছিল ঐরকমই। আমার মন খারাপের অবসাদের দিনে এক অসাধারণ সৌন্দর্য আমি দেখেছিলাম। এই ফটোগ্রাফি টা ধারণ করা আমার সেই পছন্দের জায়গা থেকে।


1000579880.jpg


  • গতবছর মে মাসের কথা। ঐদিন রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি। আমি গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি তে এডমিশন নিতে। এডমিশন শেষ করে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। যদিও আমার কাছে ছাতা ছিল। কিন্তু অনেকের কাছেই ছাতা ছিল না। আমার সামনের ব‍্যক্তিটা তার প্রয়োজনে ঐভাবেই বৃষ্টিতে ভিজে এগিয়ে যাচ্ছিল।


1000579879.jpg

1000579878.jpg


  • কলেজের পাঠ ততদিনে চুকে গিয়েছে। ফাইনাল রেজাল্ট পেয়ে গিয়েছি। তারপরও প্রায়ই কলেজে যেতাম। মাঠের মধ্যে বসে থাকতাম। যদিও আমি মূলত কলেজে যেতাম একজনের সাথে দেখা করতে। তো অপেক্ষা করার সময়ে এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম আমার কলেজ ক‍্যাম্পাস থেকে।


1000579877.jpg


  • বৃষ্টির আগের কালো আকাশ আমার কাছে বেশ ভালো লাগে। আবার এই কালো মেঘ আমার মধ্যে একটা ভীতির সঞ্চারও করে থাকত এক সময়। গতবছর এক মেঘলা দিনে এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম। বৃষ্টি আসার আগে যেখানে আকাশটা পংরো কালো হয়ে গিয়েছে।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 25 days ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। সেটা সামনাসামনি হোক বা ফটোগ্রাফিতে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 25 days ago 

আপনি কিন্তু সব সময় পুরাতন অ্যালবাম থেকে চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু চমৎকার লাগে। আপনি সবসময় অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।

 24 days ago 

আপনি পুরাতন এ্যালবাম থেকে দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এই এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।