চট্টগ্রাম পতেঙ্গা সী-বিচ এ আমার কিছু মুহূর্ত ও সূর্যাস্তের ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

চট্টগ্রাম পতেঙ্গা সী-বিচ এ আমার কিছু মুহূর্ত ও সূর্যাস্তের ফটোগ্রাফি

4.jpg

আমরা সীতাকুন্ড শহরের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে হটাৎ করে মনে পড়লো পতেঙ্গা সী বিচ এর কথা। অনেক আগে ছোটবেলায় একবার বাবার সাথে গিয়েছিলাম। আর সীতাকুন্ড যেহেতু চট্টগ্রামের মধ্যে তাই পতেঙ্গা সিবিচ এত একটা দূরে না , তবুও প্রায় ২ ঘন্টার রাস্তা। আমরা প্রথমে সীতাকুন্ড থেকে চট্টগ্রাম যাই ও সেখান থেকে সিএনজি নিয়ে সী বিচ । আগের মতো এখন আর ভাঙ্গা রাস্তা নেই, অনেক উন্নতমানের রাস্তা হয়ে গেছে। যাই হোক ,আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। কত আগে এখানে এসেছিলাম আর এখন এসেছি সব কিছু দেখে কেমন যেন সবকিছু নতুন নতুন লাগছে। সব কিছুই নতুন ভাবে তৈরি করা হয়েছে। আগের মতো এখন আর কিছুই নেই।

বিচের পারে হাজার হাজার লঞ্চ দাঁড়িয়ে আছে , ঝিঁঝি পোকার মতো মানুষের ভিড় লেগে আছে। হাজার হাজার দোকান পাট। এত মানুষের ভিড়ে মানুষ কিভাবে এখানে চলাফেরা করে আমার জানা নেই । আমরা যেদিকে মানুষের ভিড় কিছুটা কম ছিল সেদিকেই যাই ও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নিজেদের কোনো ছবি তুলতে পারিনি , তবে সুন্দর সূর্যাস্তের কিছু ছবি তোলতে পেরেছি। আর আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে সেখানকার কিছু সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। সেখানে আমরা সন্ধ্যার পরেও অনেকটা সময় কাটাই। অনেক সুন্দর ও ভালো একটা মুহূর্ত ছিল আমাদের জন্য। আশাকরি আপনাদের কাছে চট্টগ্রাম , পতেঙ্গা সী বিচ এ সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

লোকেশন

Device: OPPO F17


পরবর্তী পোস্টে আপনাদের সাথে অন্য কোনো জাইগার অন্য কোনো ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আপু আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করছেন,প্রতিটা ফটো খুবই ভালো হইছে তার মধ্য থেকেও আমার ষষ্ঠ নাম্বার ফটো বেশী ভালো লাগছে।ধন্যবাদ আপানকে সুন্দর সুন্দর ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু অনেক সুন্দর ফটোগ্রাফিগুলা।দেখেই মন ভালো হয়ে গেলো।নতুন লোকেশন।সূর্য সহ ফটোগ্রাফিগুলা অসাধারন হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago (edited)
  • চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকতে আমি ২০১৮ সালে গিয়েছিলাম. আজকে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল।খুবই সুন্দর জায়গায়. এই সমুদ্র সৈকতে একবার খেলে বারবার যেতে ইচ্ছে করে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে পতেঙ্গা সমুদ্র সৈকতের ফটোগ্রাফি এবং উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু কলেজ থেকে একবার পিকনিকে গিয়েছিলাম পতেঙ্গা সী বিচে। তখন সময় ছিল রাত বারোটা কিংবা তার আশেপাশে হাহাহাহা। বুঝতেই পারছেন কিরকম দেখেছিলাম পতেঙ্গার সৌন্দর্য। আপনার ছবিগুলো দেখে আবারো যেতে ইচ্ছে করছে তবে অবশ্যই দিনের বেলায়।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

যদিও আপনারা যেতে - যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তবুও বোঝা যাচ্ছে,আপনারা অনেক উপভোগ করেছেন।কারণ সাগরের পাড়ে সন্ধ্যাতেই বেশি ভালো লাগে, সূর্যাস্তটা উপভোগ করা যায়, আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার ছবিগুলো খুব সুন্দর লাগছে।আমিও অনেকদিন ভাবছি পতেঙ্গা বিচে যাবো তবে যাওয়াই হচ্ছেনা।

 3 years ago 

আপনার আর কোথাও যাওয়া লাগবে না। বাসায় বসে থাকেন। হাহাহা..ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যিই অসাধারণ সুন্দর এই পতেঙ্গা সমুদ্র সৈকত। আমি গিয়েছি বেশ কয়েকবার। জায়গাটা এখনো চোখের সামনে ভাসছে।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপু এই দারুন সব ছবি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপু একদম অসাধারণ সব ফটোগ্রাফি ছিলো। সন্ধ্যার এই কালারটা আমার অনেক ভালো লাগে। একদম মুডি একটা কালার। ভালো লাগলো আপনার ফটোগ্রাফিগুলো৷ আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।